টাকা দেওয়ার পরের বছর থেকেই আসতে থাকবে পেনশন, LIC-র এই প্ল্যানের কথা জানেন কি?
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
এই পলিসিতে পলিসিহোল্ডার সূচনা কাল থেকে সারা জীবন ধরে বার্ষিক অথবা মাসিক পেনশন পেতে পারেন।
সবুরে মেওয়া ফলে, বিনিয়োগের ক্ষেত্রে এ কথা যেন হাড়ে হাড়ে খাটে। ফলে টাকা দিয়েই পরের বছর থেকে পেনশন পাওয়াটা কল্পনা বলে মনে হতেই পারে। বাস্তবে যদিও লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)-র তরফে গত বছরের অগাস্ট মাসে একটি ইন্ডিভিজ্যুয়াল ইনস্ট্যান্ট অ্যানুইটি প্ল্যান নিয়ে আসা হয়েছে। সেটা হল এলআইসি সরল পেনশন প্ল্যান।
advertisement
এটা হল নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং আপফ্রন্ট সিঙ্গল প্রিমিয়াম স্কিম। এটা যেহেতু একটি অ্যানুইটি প্ল্যান, যেখানে এই প্ল্যানের সূচনার সময় থেকে ৫ শতাংশ অ্যানুইটির হার নিশ্চিত ভাবে পাওয়া যায়। এলআইসি প্ল্যানের অধীনে অ্যানুইট্যান্টের কাছে পেমেন্টের বিকল্প থাকে। অর্থাৎ তিনি মাসিক, ত্রৈমাসিক, ষান্মাসিক এবং বার্ষিক - কীভাবে পেমেন্ট দেবেন, সেই বিকল্প নিজেই বেছে নিতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement