LIC-র ১০ বছরের পলিসি সম্পর্কে জানেন? ডেথ বেনিফিট থেকে ম্যাচিউরিটি, খুঁটিনাটি দেখুন!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
বর্তমানে জীবন বিমার গুরুত্ব বাড়ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এলআইসি-র ১০ বছর মেয়াদি পলিসিগুলোর জনপ্রিয়তাও।
advertisement
advertisement
ম্যাচিউরিটি বেনিফিট – ১০ বছর পর পলিসির মেয়াদ শেষ হলে পলিসি হোল্ডারকে ম্যাচিউরিটি বেনিফিট দেওয়া হয়। সেটা পলিসির উপর নির্ভর করে একক অর্থ প্রদান, নিয়মিত আয় কিংবা উভয়ের সংমিশ্রণ হতে পারে। সঙ্গে বোনাস - পলিসির কার্যকারিতার উপর ভিত্তি করে এলআইসি বোনাস ঘোষণা করে। এই বোনাস সামগ্রিক ম্যাচিউরিটির সুবিধা বাড়ায়।
advertisement
advertisement
advertisement
advertisement
কেনার পদ্ধতি: যে কেউ ১০ বছর মেয়াদি পলিসি কিনতে পারেন। অফলাইন বা অনলাইনে কেনা যায়। শুধু সঠিক ভাবে সমস্ত বিবরণ দিয়ে ফর্ম পূরণ করতে হবে। ফর্ম জমা দেওয়ার সময় কেওয়াইসি নথি অর্থাৎ পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমানপত্র এবং পাসপোর্ট আকারের ছবি দিতে হবে। আবেদনপত্র পূরণ করে দিতে হবে প্রিমিয়াম। এরপর এলআইসি ফর্মে সব ঠিক আছে কি না দেখে নেবে। তারপরেই চালু হয়ে যাবে জীবন বিমা।