Aadhaar Update: সময়সীমা প্রায় শেষ, বাড়িতে বসে কীভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন দেখুন

Last Updated:
Aadhaar Update: কেন আধার আপডেট? UIDAI জানিয়েছে, ব্যবহারকারী যদি ১০ বছরেরও বেশি সময় কোনও আপডেট না করেন, তাহলে তাঁর আধার কার্ডের তথ্য আপডেট করা উচিত।
1/7
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা শেষ হচ্ছে ১৪ ডিসেম্বর। এর মধ্যে নাম, ঠিকানা, জন্মতারিখের মতো তথ্য আপডেটের জন্য গ্রাহককে এক পয়সাও দিতে হবে না। পুরোটাই হবে বিনামূল্যে এবং অনলাইনে। ব্যবহারকারী বাড়িতে বসেই কাজগুলো করতে পারবেন।
বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা শেষ হচ্ছে ১৪ ডিসেম্বর। এর মধ্যে নাম, ঠিকানা, জন্মতারিখের মতো তথ্য আপডেটের জন্য গ্রাহককে এক পয়সাও দিতে হবে না। পুরোটাই হবে বিনামূল্যে এবং অনলাইনে। ব্যবহারকারী বাড়িতে বসেই কাজগুলো করতে পারবেন।
advertisement
2/7
কেন আধার আপডেট? UIDAI জানিয়েছে, ব্যবহারকারী যদি ১০ বছরেরও বেশি সময় কোনও আপডেট না করেন, তাহলে তাঁর আধার কার্ডের তথ্য আপডেট করা উচিত। এর কিছু সুবিধা রয়েছে। যেমন ব্যবহারকারীর সাম্প্রতিক তথ্য আধার কার্ডে উঠে আসবে, সরকারি এবং বেসরকারি সুবিধা পাওয়া আরও সহজ হবে, আধার ভিত্তিক যাচাই প্রক্রিয়াও সহজতর হবে।
কেন আধার আপডেট? UIDAI জানিয়েছে, ব্যবহারকারী যদি ১০ বছরেরও বেশি সময় কোনও আপডেট না করেন, তাহলে তাঁর আধার কার্ডের তথ্য আপডেট করা উচিত। এর কিছু সুবিধা রয়েছে। যেমন ব্যবহারকারীর সাম্প্রতিক তথ্য আধার কার্ডে উঠে আসবে, সরকারি এবং বেসরকারি সুবিধা পাওয়া আরও সহজ হবে, আধার ভিত্তিক যাচাই প্রক্রিয়াও সহজতর হবে।
advertisement
3/7
বাড়িতে বসে বিনামূল্যে আধার কার্ড আপডেটের পদ্ধতি: প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in পোর্টালে যেতে হবে।এখানে ‘My Aadhaar’ মেনুতে গিয়ে বেছে নিতে হবে ‘Update Your Aadhaar’ অপশন।

এরপর ‘Update Aadhaar Details (Online)’-এ ক্লিক করে ‘Document Update’-এ যেতে হবে।
বাড়িতে বসে বিনামূল্যে আধার কার্ড আপডেটের পদ্ধতি: প্রথমে UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইট myaadhaar.uidai.gov.in পোর্টালে যেতে হবে।এখানে ‘My Aadhaar’ মেনুতে গিয়ে বেছে নিতে হবে ‘Update Your Aadhaar’ অপশন।এরপর ‘Update Aadhaar Details (Online)’-এ ক্লিক করে ‘Document Update’-এ যেতে হবে।
advertisement
4/7
এখানে আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে ‘Send OTP’ –তে ক্লিক করতে হবে।নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিয়ে লগ ইন করবেন ব্যবহারকারী।

এবার নাম বা ঠিকানার মতো কোন তথ্য আপডেট করবেন, সেটা বাছতে হবে।
এখানে আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে ‘Send OTP’ –তে ক্লিক করতে হবে।নিবন্ধিত মোবাইল নম্বরে ওটিপি আসবে। সেটা দিয়ে লগ ইন করবেন ব্যবহারকারী।এবার নাম বা ঠিকানার মতো কোন তথ্য আপডেট করবেন, সেটা বাছতে হবে।
advertisement
5/7
তথ্য আপডেট করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।এরপর সাবমিট করলেই URN নম্বর চলে আসবে।

তবে বায়োমেট্রিক (আইরিস, আঙুলের ছাপ, মোবাইল নম্বর, বা ছবি) সংক্রান্ত আপডেট অফলাইনেই করতে হবে। অনলাইনে করার কোনও উপায় নেই। মাথায় রাখতে হবে, জন্মতারিখ এবং লিঙ্গ একবারই আপডেট করা যায়।
তথ্য আপডেট করে প্রয়োজনীয় নথি জমা দিতে হবে।এরপর সাবমিট করলেই URN নম্বর চলে আসবে।তবে বায়োমেট্রিক (আইরিস, আঙুলের ছাপ, মোবাইল নম্বর, বা ছবি) সংক্রান্ত আপডেট অফলাইনেই করতে হবে। অনলাইনে করার কোনও উপায় নেই। মাথায় রাখতে হবে, জন্মতারিখ এবং লিঙ্গ একবারই আপডেট করা যায়।
advertisement
6/7
অফলাইনে আধার কার্ড আপডেটের পদ্ধতি: UIDAI ওয়েবসাইট থেকে আধার ফর্ম ডাউনলোড করে নথিপত্র সহ তা আধার সেবা কেন্দ্রে জমা দিতে হবে। এরপর দিতে হবে বায়োমেট্রিক। আধার কেন্দ্র থেকে URN সহ একটি স্লিপ দেওয়া হবে। এর মাধ্যমে আপডেটের স্ট্যাটাস করতে পারবেন ব্যবহারকারী।
অফলাইনে আধার কার্ড আপডেটের পদ্ধতি: UIDAI ওয়েবসাইট থেকে আধার ফর্ম ডাউনলোড করে নথিপত্র সহ তা আধার সেবা কেন্দ্রে জমা দিতে হবে। এরপর দিতে হবে বায়োমেট্রিক। আধার কেন্দ্র থেকে URN সহ একটি স্লিপ দেওয়া হবে। এর মাধ্যমে আপডেটের স্ট্যাটাস করতে পারবেন ব্যবহারকারী।
advertisement
7/7
প্রথমে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল ২০২৪ সালের ১৪ জুন। পরে তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। বর্তমানে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এই তারিখের মধ্যে আধার কার্ডে কোনও তথ্য আপডেট করতে এক পয়সাও লাগবে না। এই তারিখের পর, আপডেটের জন্য ফি নেওয়া হবে। তাই আধার কার্ডে কোনও তথ্য বিনামূল্যে বদলাতে চাইলে ১৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
প্রথমে বিনামূল্যে আধার আপডেটের শেষ তারিখ ছিল ২০২৪ সালের ১৪ জুন। পরে তা বাড়িয়ে ১৪ সেপ্টেম্বর করা হয়। বর্তমানে বিনামূল্যে আধার আপডেটের সময়সীমা ১৪ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। এই তারিখের মধ্যে আধার কার্ডে কোনও তথ্য আপডেট করতে এক পয়সাও লাগবে না। এই তারিখের পর, আপডেটের জন্য ফি নেওয়া হবে। তাই আধার কার্ডে কোনও তথ্য বিনামূল্যে বদলাতে চাইলে ১৪ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে।
advertisement
advertisement
advertisement