Cooking Oil Price: সর্ষে-বাদাম-সহ ভোজ্যতেলের দামে 'মহাপতন'! ১ লিটারের দর কত আজ? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cooking Oil Price: মোটের ওপর ভোজ্যতেলের দাম নিম্নগামী। বিশ্ববাজারে দরপতনের মধ্যে সয়াবিন তেল, সিপিও, তুলা ও পামোলিন তেলের দাম কমছে। সর্ষে, চীনাবাদাম তেলের দামেও পতন জারি রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
এই প্রসঙ্গে বাজার সূত্রগুলি বলেছে যে সরিষার তৈলবীজ কিনতে এবং এর মজুদ করার জন্য কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের ক্রয় সংস্থাগুলির কাছে আবেদন জারি করে সরকারের প্রচেষ্টা হওয়া উচিত। এটা প্রয়োজনের সময়ে দেশের স্বার্থে ফলপ্রসূ হবে। সর্ষের কোনও বিকল্প নেই এবং এর জন্য সরকারকে সজাগ থাকতে হবে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement
সর্ষে তেল দাদরি - প্রতি কুইন্টাল ১৫,২০০ টাকা সর্ষে পাক্কি ঘানি - প্রতি টিন ২,৩৯০-২,৪৭০ টাকা সর্ষে কচ্চি ঘানি - প্রতি টিন ২,৪৩০-২,৫৪০ টাকা তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল ১৭,০০০-১৮,৫০০ টাকা সয়াবিন অয়েল মিল ডেলিভারি দিল্লি - প্রতি কুইন্টাল ১৬,৯৫০টাকা সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর - প্রতি কুইন্টাল ১৬, ৩৫০ টাকা প্রতীকী ছবি।
advertisement
advertisement