১. ই-ফাইলিং হোম পেজে গিয়ে Know your Pan-এ ক্লিক করতে হবে।
২. এখানে ব্যক্তিগত বিবরণ, যেমন PAN অনুযায়ী জন্মতারিখ, লিঙ্গ, রেজিস্টার্ড মোবাইল নম্বর লিখে SUBMIT করতে হবে।
৩. এরপর নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে। সেটি নির্দিষ্ট অংশ যাচাই করিয়ে নিতে হবে।
৪. একবার OTP যাচাই করা হয়ে গেলে, নতুন একটি পাতা খুলে যাবে, যেখানে নিজের নাম, পদবী, PAN, নাগরিকত্ব ইত্যাদি দেখা যাবে। একেবারে শেষে কলামটিতে দেখা যাবে Remarks। সেখানেই দেখানো হবে, উক্ত PAN-টি আদৌ সক্রিয় না নিষ্ক্রিয়।
কারও কাছে যদি একাধিক PAN থাকে তবে একটি পপ-আপ নোটিস পাওয়া যাবে। সেখানে অতিরিক্ত তথ্য চাওয়া হতে পারে। এর মধ্যে থাকতে পারে বাবার নাম ইত্যাদি।
কেউ চাইলে ই-ফাইলিং পোর্টাল গিয়েও নিজের কার্ডের সক্রিয়তার বিষয়ে জানতে পারেন। সেক্ষেত্রে প্রথমেই লগ-ইন করে প্রোফাইল সেটিংস –এ গিয়ে ‘মাই প্রোফাইল’ এ যেতে হবে। তার পর প্যান ডিটেলস -> জুরিসডিকশন ডিটেলস -> স্টেটাস দেখে নিতে হবে।