জনগণের জন্য স্বস্তি! দাম কমল LPG গ্যাস সিলিন্ডারের! দেখে নিন নয়া দামের তালিকা!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
কলকাতা, দিল্লি, মুম্বই ও চেন্নাইয়ের মতো শহরে ১ মে থেকে লাগু হচ্ছে নয়া দাম।
advertisement
সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি পেট্রোলিয়াম এবং অয়েল মার্কেটিং সংস্থাগুলি বাণিজ্যিক এলিপিজি গ্যাস সিলিন্ডারের দাম সংশোধন করেছে। তাতে দেখা যাচ্ছে যে, ১৯ কেজি কমার্সিয়াল এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ১৭১ টাকা ৫০ পয়সা। তবে ঘরে ব্যবহার্য এলপিজি সিলিন্ডারের মূল্যের ক্ষেত্রে কোনও পরিবর্তন আনা হয়নি। এখন দেখে নেওয়া যাক, শহর-ভিত্তিক কমার্সিয়াল এলপিজি সিলিন্ডারের মূল্য হ্রাসের তালিকা!
advertisement
দেশের রাজধানী শহর দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্য ১৮৫৬ টাকা ৫০ পয়সা। আবার কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের বর্তমান মূল্য ১৯৬০ টাকা ৫০ পয়সা। আগে যার মূল্য ছিল ২১৩২.০০ টাকা। অন্য দিকে, মুম্বইয়ে আগে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের মূল্য ছিল ১৯৮০ টাকা। দাম কমার ফলে বর্তমান মূল্য হবে ১৮০৮ টাকা। আর চেন্নাইয়ে গত মাসে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ছিল ২১৯২ টাকা। বর্তমানে নতুন দাম হয়েছে ২০২১ টাকা।
advertisement
advertisement
তবে শুধু চলতি বছরেই নয়, এর আগেও কমানো হয়েছিল বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। গত বছরের ১ সেপ্টেম্বর বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৯১ টাকা ৫০ পয়সা। তাছাড়া বিগত ১ অগাস্ট, ২০২২ তারিখেও বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের মূল্য ৩৬ টাকা কমানো হয়েছিল। আর তার আগে ওই বছরেরই ৬ জুলাই ১৯ কিলোগ্রাম কমার্সিয়াল সিলিন্ডারের মূল্য কমানো হয়েছিল ইউনিট প্রতি ৮.৫ টাকা।