New Bank Timing: নতুন বছরে নতুন নিয়ম, ১ জানুয়ারি থেকে বদলে গেল ব্যাঙ্ক খোলা ও বন্ধের সময়, দেখুন বিস্তারিত
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
Bank Timing Change: প্রতিটি ব্যাঙ্কের নির্দিষ্ট সময়সূচি রয়েছে। সেই অনুযায়ী ব্যাঙ্ক খোলে। এবং বন্ধ হয়। কাজের সময়ও নির্ধারিত হয় সেই মতো।
কোনও না কোনও কাজে সবাইকেই ব্যাঙ্কে যেতেই হয়। কেউ ব্যবসার সূত্রে বা অন্য কোনও কাজে প্রতিদিনই যান। আবার কেউ মাঝেসাঝে, টাকা তুলতে। তাই সকলের জন্যই এই খবর জরুরি। ব্যাঙ্ক খোলা এবং বন্ধের সময় বদলে যেতে চলেছে। প্রতিটি ব্যাঙ্কের নির্দিষ্ট সময়সূচি রয়েছে। সেই অনুযায়ী ব্যাঙ্ক খোলে। এবং বন্ধ হয়। কাজের সময়ও নির্ধারিত হয় সেই মতো। বিভিন্ন ব্যাঙ্ক আলাদা আলাদা সময়সূচি থাকায় সমস্যায় পড়েন গ্রাহকরা। তাঁদের এতকিছু মাথায় থাকে না।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গ্রাহকরাও জেরবার। ব্যাঙ্কে যাওয়ার দরকার হলে আগে ব্যাঙ্ক ক’টায় খোলে তার খোঁজখবর নিতে হত। আবার ব্যাঙ্ক বন্ধের সময়েও একই সমস্যা। যেতে একটু দেরি হলেও আর কাজ হত না। কিন্তু অন্য ব্যাঙ্ক তখনও খোলা। গোটা বিষয়টাই বিভ্রান্তিকর হয়ে উঠছিল। এই সমস্যা মেটাতেই একই সময় ব্যাঙ্ক খোলা এবং বন্ধের নিয়ম চালু করা হয়েছে।
advertisement






