অভাব মিটবে! সৌদির প্রচুর তেল এ বার মজুত থাকবে ভারতেই

Last Updated:
ভারতে অশোধিত খনিজ তেল মজুত রাখবে সৌদি আরব৷ চুক্তি মোতাবেক আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে কর্নাটকের আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজের একটা অংশ লিজ দিচ্ছে ভারত৷ এ বিষয়ে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, চলতি বছরে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে এটা দ্বিতীয় চুক্তি৷
1/5
জ্বালানির দাম নিয়ে বিরোধীরা তো আক্রমণ করছেই, সাধারণ মানুষেরও আঁচ বুঝতে অসুবিধা হচ্ছে না মোদি সরকারের৷ তাই জ্বালানির দাম কমাতে নানা পদক্ষেপ করতে ব্যস্ত কেন্দ্র৷ ভারতে যাতে পেট্রোল-ডিজেলের টান না-পড়ে, তাই তেলের খনি সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড়সড় চুক্তি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার৷
জ্বালানির দাম নিয়ে বিরোধীরা তো আক্রমণ করছেই, সাধারণ মানুষেরও আঁচ বুঝতে অসুবিধা হচ্ছে না মোদি সরকারের৷ তাই জ্বালানির দাম কমাতে নানা পদক্ষেপ করতে ব্যস্ত কেন্দ্র৷ ভারতে যাতে পেট্রোল-ডিজেলের টান না-পড়ে, তাই তেলের খনি সমৃদ্ধ সৌদি আরবের সঙ্গে বড়সড় চুক্তি করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকার৷
advertisement
2/5
ভারতে অশোধিত খনিজ তেল মজুত রাখবে সৌদি আরব৷ চুক্তি মোতাবেক আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে কর্নাটকের আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজের একটা অংশ লিজ দিচ্ছে ভারত৷ এ বিষয়ে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, চলতি বছরে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে এটা দ্বিতীয় চুক্তি৷
ভারতে অশোধিত খনিজ তেল মজুত রাখবে সৌদি আরব৷ চুক্তি মোতাবেক আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানিকে কর্নাটকের আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজের একটা অংশ লিজ দিচ্ছে ভারত৷ এ বিষয়ে প্রাথমিক কথাবার্তা চূড়ান্ত হয়ে গিয়েছে৷ পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, চলতি বছরে সংযুক্ত আরব আমিরশাহির সঙ্গে এটা দ্বিতীয় চুক্তি৷
advertisement
3/5
মন্ত্রী জানাচ্ছেন, বিদেশি সংস্থাকে অশোধিত তেল জমা রাখার অনুমতি দেওয়ায় ভারতের ১০ হাজার কোটি টাকার সাশ্রয় হবে৷ চুক্তি অনুযায়ী, জমা করা তেল ADNOC স্থানীয় রিফাইনারি কোম্পানিগুলিকে বেচবে৷ কিন্ত‌ু জরুরি অবস্থা তৈরি হলে এই তেলের অধিকার হবে প্রথম ভারতেরই৷
মন্ত্রী জানাচ্ছেন, বিদেশি সংস্থাকে অশোধিত তেল জমা রাখার অনুমতি দেওয়ায় ভারতের ১০ হাজার কোটি টাকার সাশ্রয় হবে৷ চুক্তি অনুযায়ী, জমা করা তেল ADNOC স্থানীয় রিফাইনারি কোম্পানিগুলিকে বেচবে৷ কিন্ত‌ু জরুরি অবস্থা তৈরি হলে এই তেলের অধিকার হবে প্রথম ভারতেরই৷
advertisement
4/5
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ গত ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছিলেন, বিদেশি কোম্পানিকে তেল রাখতে দিলে, সরকারেরও টাকা সাশ্রয় হবে৷ ভারতেরও জ্বালানি সংকট মিটবে৷
কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী রবিশংকর প্রসাদ গত ৮ নভেম্বর মন্ত্রিসভার বৈঠকের পর জানিয়েছিলেন, বিদেশি কোম্পানিকে তেল রাখতে দিলে, সরকারেরও টাকা সাশ্রয় হবে৷ ভারতেরও জ্বালানি সংকট মিটবে৷
advertisement
5/5
কর্নাটকের ম্যাঙ্গালোর ও অন্ধ্রপ্রদেশের পাদুরে আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজ তৈরি করেছে ভারত সরকার৷ যেখানে ৫৩.৩৩ লক্ষ টন পর্যন্ত অশোধিত তেল জমা রাখা যাবে৷ যার ফলে জ্বালানি সংকটে ৯.৫ দিন পর্যন্ত গোটা দেশ তেল পাবে৷
কর্নাটকের ম্যাঙ্গালোর ও অন্ধ্রপ্রদেশের পাদুরে আন্ডারগ্রাউন্ড স্ট্র্যাটেজিক অয়েল স্টোরেজ তৈরি করেছে ভারত সরকার৷ যেখানে ৫৩.৩৩ লক্ষ টন পর্যন্ত অশোধিত তেল জমা রাখা যাবে৷ যার ফলে জ্বালানি সংকটে ৯.৫ দিন পর্যন্ত গোটা দেশ তেল পাবে৷
advertisement
advertisement
advertisement