Cardless ATM Service: কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন, জেনে নিন সেই ট্রিক

Last Updated:
Cardless ATM Service: এটিএম কার্ড ভুলে গেলে আর চিন্তা নেই। ফোনে থাকা UPI অ্যাপ দিয়েই তোলা যাবে টাকা! শুধু QR স্ক্যান করে সহজেই তুলুন প্রয়োজনীয় নগদ টাকা, জেনে নিন কীভাবে এই সুবিধা নিতে পারবেন আপনি।
1/7
অনেক সময় এমন হয় যে আমাদের হঠাৎ করে ক্যাশ টাকার প্রয়োজন পড়ে, কিন্তু এটিএম কার্ডটা বাড়িতেই ফেলে আসি। এখন যদি আপনার সঙ্গে এমনটা হয়, তাহলে হতাশ হওয়ার কোনও দরকার নেই। প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এখন আপনি এটিএম কার্ড ছাড়াও এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। শুধু আপনার মোবাইল ফোনে একটি UPI অ্যাপ থাকতে হবে। চলুন জেনে নিই কীভাবে আপনি এই পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারেন।
অনেক সময় এমন হয় যে আমাদের হঠাৎ করে ক্যাশ টাকার প্রয়োজন পড়ে, কিন্তু এটিএম কার্ডটা বাড়িতেই ফেলে আসি। এখন যদি আপনার সঙ্গে এমনটা হয়, তাহলে হতাশ হওয়ার কোনও দরকার নেই। প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এখন আপনি এটিএম কার্ড ছাড়াও এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। শুধু আপনার মোবাইল ফোনে একটি UPI অ্যাপ থাকতে হবে। চলুন জেনে নিই কীভাবে আপনি এই পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারেন।
advertisement
2/7
এই নতুন পরিষেবাটি কী?বর্তমানে দেশের প্রায় সব বড় ব্যাঙ্ক যেমন SBI, HDFC, ICICI, PNB, UCO Bank, Axis Bank ইত্যাদি গ্রাহকদের জন্য কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা দিচ্ছে। এর জন্য বেশিরভাগ ব্যাঙ্ক UPI অথবা নিজেদের মোবাইল অ্যাপ যেমন YONO, iMobile, UCash ইত্যাদি ব্যবহার করে। জেনে নিন কীভাবে আপনি এই পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন।
এই নতুন পরিষেবাটি কী?বর্তমানে দেশের প্রায় সব বড় ব্যাঙ্ক যেমন SBI, HDFC, ICICI, PNB, UCO Bank, Axis Bank ইত্যাদি গ্রাহকদের জন্য কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা দিচ্ছে। এর জন্য বেশিরভাগ ব্যাঙ্ক UPI অথবা নিজেদের মোবাইল অ্যাপ যেমন YONO, iMobile, UCash ইত্যাদি ব্যবহার করে। জেনে নিন কীভাবে আপনি এই পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন।
advertisement
3/7
কীভাবে এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলবেন?
কীভাবে এটিএম কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলবেন?
advertisement
4/7
প্রথমে আপনার নিকটবর্তী এটিএম-এ গিয়ে স্ক্রিনে ‘Cardless Cash Withdrawal’ বা ‘UPI Cash Withdrawal’ বা ‘YONO Cash’ অপশনটি বেছে নিন।
প্রথমে আপনার নিকটবর্তী এটিএম-এ গিয়ে স্ক্রিনে ‘Cardless Cash Withdrawal’ বা ‘UPI Cash Withdrawal’ বা ‘YONO Cash’ অপশনটি বেছে নিন।
advertisement
5/7
স্ক্রিনে একটি QR কোড বা কোড নম্বর দেখাবে। নিজের ফোনে যে কোনও একটি UPI অ্যাপ (যেমন Paytm, PhonePe, GPay, BHIM ইত্যাদি) খুলুন এবং ‘Scan & Pay’ অপশন দিয়ে সেই QR কোডটি স্ক্যান করুন।
স্ক্রিনে একটি QR কোড বা কোড নম্বর দেখাবে।নিজের ফোনে যে কোনও একটি UPI অ্যাপ (যেমন Paytm, PhonePe, GPay, BHIM ইত্যাদি) খুলুন এবং ‘Scan & Pay’ অপশন দিয়ে সেই QR কোডটি স্ক্যান করুন।
advertisement
6/7
আপনি যে পরিমাণ টাকা তুলতে চান, সেই অঙ্ক লিখুন এবং আপনার UPI PIN দিয়ে লেনদেনটি কনফার্ম করুন।
আপনি যে পরিমাণ টাকা তুলতে চান, সেই অঙ্ক লিখুন এবং আপনার UPI PIN দিয়ে লেনদেনটি কনফার্ম করুন।
advertisement
7/7
কয়েক সেকেন্ডের মধ্যেই এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে এবং কোনও কার্ড দেখানোর প্রয়োজন হবে না।
কয়েক সেকেন্ডের মধ্যেই এটিএম থেকে টাকা বেরিয়ে আসবে এবং কোনও কার্ড দেখানোর প্রয়োজন হবে না।
advertisement
advertisement
advertisement