Cardless ATM Service: কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তুলতে পারবেন, জেনে নিন সেই ট্রিক
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Cardless ATM Service: এটিএম কার্ড ভুলে গেলে আর চিন্তা নেই। ফোনে থাকা UPI অ্যাপ দিয়েই তোলা যাবে টাকা! শুধু QR স্ক্যান করে সহজেই তুলুন প্রয়োজনীয় নগদ টাকা, জেনে নিন কীভাবে এই সুবিধা নিতে পারবেন আপনি।
অনেক সময় এমন হয় যে আমাদের হঠাৎ করে ক্যাশ টাকার প্রয়োজন পড়ে, কিন্তু এটিএম কার্ডটা বাড়িতেই ফেলে আসি। এখন যদি আপনার সঙ্গে এমনটা হয়, তাহলে হতাশ হওয়ার কোনও দরকার নেই। প্রযুক্তি এতটাই উন্নত হয়েছে যে এখন আপনি এটিএম কার্ড ছাড়াও এটিএম মেশিন থেকে টাকা তুলতে পারবেন। শুধু আপনার মোবাইল ফোনে একটি UPI অ্যাপ থাকতে হবে। চলুন জেনে নিই কীভাবে আপনি এই পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারেন।
advertisement
এই নতুন পরিষেবাটি কী?বর্তমানে দেশের প্রায় সব বড় ব্যাঙ্ক যেমন SBI, HDFC, ICICI, PNB, UCO Bank, Axis Bank ইত্যাদি গ্রাহকদের জন্য কার্ড ছাড়াই এটিএম থেকে টাকা তোলার সুবিধা দিচ্ছে। এর জন্য বেশিরভাগ ব্যাঙ্ক UPI অথবা নিজেদের মোবাইল অ্যাপ যেমন YONO, iMobile, UCash ইত্যাদি ব্যবহার করে। জেনে নিন কীভাবে আপনি এই পরিষেবার মাধ্যমে টাকা তুলতে পারবেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement