রক্তের সম্পর্ক নেই, এমন কাউকে নমিনি করা যায়? নিয়ম জানলে টাকাও থাকবে সুরক্ষিত!

Last Updated:
উইলে সম্পত্তির ভাগ যেমন রক্তের সম্পর্ক নেই, এমন ব্যক্তিকেও দিয়ে যাওয়া যায়, নমিনি বাছাই করার ক্ষেত্রেও কি সেই নিয়ম খাটবে-
1/9
ব্যাপারটা আদতে অনেকটা উইল করার মতোই। সেখানেও যেমন সম্পত্তি মর্জিমতো অনেকের মধ্যে বাঁটোয়ারা করে দেওয়া যায়, তেমনই একেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে একেকজন নমিনি রাখা যায়। উইল যেমন বদলানো যায়, তেমনই বদলানো যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনির নামও।
ব্যাপারটা আদতে অনেকটা উইল করার মতোই। সেখানেও যেমন সম্পত্তি মর্জিমতো অনেকের মধ্যে বাঁটোয়ারা করে দেওয়া যায়, তেমনই একেকটা অ্যাকাউন্টের ক্ষেত্রে একেকজন নমিনি রাখা যায়। উইল যেমন বদলানো যায়, তেমনই বদলানো যায় ব্যাঙ্ক অ্যাকাউন্টের নমিনির নামও।
advertisement
2/9
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময়ই নমিনির নাম জানাতে হয়। ফর্মেই একটি নির্দিষ্ট জায়গা থাকে। সেখানে লিখতে হয় নমিনির নাম। এটা গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে জমা সমস্ত টাকা নমিনি পান। এখন প্রশ্ন উঠতে পারে, কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি রাখা বাধ্যতামূলক?
ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলার সময়ই নমিনির নাম জানাতে হয়। ফর্মেই একটি নির্দিষ্ট জায়গা থাকে। সেখানে লিখতে হয় নমিনির নাম। এটা গুরুত্বপূর্ণ। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হলে জমা সমস্ত টাকা নমিনি পান। এখন প্রশ্ন উঠতে পারে, কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি রাখা বাধ্যতামূলক?
advertisement
3/9
ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্যে নমিনেশন: ব্যাঙ্কিং পরিভাষায়, নমিনেশনের অর্থ হল অ্যাকাউন্টের মূল মালিকের মৃত্যুর পরে আমানত বা বিনিয়োগ দাবি করার জন্য অ্যাকাউন্টধারককে অবশ্যই কোনও নাম দিতে হবে।
ব্যাঙ্ক অ্যাকাউন্টের জন্যে নমিনেশন: ব্যাঙ্কিং পরিভাষায়, নমিনেশনের অর্থ হল অ্যাকাউন্টের মূল মালিকের মৃত্যুর পরে আমানত বা বিনিয়োগ দাবি করার জন্য অ্যাকাউন্টধারককে অবশ্যই কোনও নাম দিতে হবে।
advertisement
4/9
অর্থাৎ নমিনি করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে তাঁর কাছেই অ্যাকাউন্টের টাকা হস্তান্তর হবে। সোজা কথায়, মনোনীত ব্যক্তি আর্থিক ব্যবস্থায় সম্পদ, তহবিল এবং বিনিয়োগের সুবিধাভোগী বা প্রাপক, যেমন ব্যাঙ্ক, বিমা বা সম্পত্তি।
অর্থাৎ নমিনি করতে হবে। অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যুতে তাঁর কাছেই অ্যাকাউন্টের টাকা হস্তান্তর হবে। সোজা কথায়, মনোনীত ব্যক্তি আর্থিক ব্যবস্থায় সম্পদ, তহবিল এবং বিনিয়োগের সুবিধাভোগী বা প্রাপক, যেমন ব্যাঙ্ক, বিমা বা সম্পত্তি।
advertisement
5/9
অতএব, এবার আসে মূল বিষয়, উইলে সম্পত্তির ভাগ যেমন রক্তের সম্পর্ক নেই, এমন ব্যক্তিকেও দিয়ে যাওয়া যায়, নমিনি বাছাই করার ক্ষেত্রেও কি সেই নিয়ম খাটবে- রক্তের সম্পর্ক নেই এমন ব্যক্তি কি নমিনি হতে পারেন?
অতএব, এবার আসে মূল বিষয়, উইলে সম্পত্তির ভাগ যেমন রক্তের সম্পর্ক নেই, এমন ব্যক্তিকেও দিয়ে যাওয়া যায়, নমিনি বাছাই করার ক্ষেত্রেও কি সেই নিয়ম খাটবে- রক্তের সম্পর্ক নেই এমন ব্যক্তি কি নমিনি হতে পারেন?
advertisement
6/9
এমন ব্যক্তিকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করা হয় যার উপর অ্যাকাউন্ট হোল্ডারের বিশ্বাস রয়েছে। সেটা পরিবারের সদস্য হতে পারে, যেমন পিতামাতা, ভাইবোন, পত্নী, সন্তান বা অন্য কেউ।
এমন ব্যক্তিকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি করা হয় যার উপর অ্যাকাউন্ট হোল্ডারের বিশ্বাস রয়েছে। সেটা পরিবারের সদস্য হতে পারে, যেমন পিতামাতা, ভাইবোন, পত্নী, সন্তান বা অন্য কেউ।
advertisement
7/9
একই নামের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা আলাদা নমিনি করা যায়। একই ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিট (এফডি), সেভিংস এবং রেকারিং ডিপোজিট (আরডি) অ্যাকাউন্টগুলির মতো আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্যও আলাদা আলাদা নমিনি হতে পারে।
একই নামের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আলাদা আলাদা নমিনি করা যায়। একই ব্যাঙ্কে থাকা ফিক্সড ডিপোজিট (এফডি), সেভিংস এবং রেকারিং ডিপোজিট (আরডি) অ্যাকাউন্টগুলির মতো আলাদা আলাদা অ্যাকাউন্টের জন্যও আলাদা আলাদা নমিনি হতে পারে।
advertisement
8/9
ঠিক সেভাবেই রক্তের সম্পর্ক নেই এমন ব্যক্তিও অবশ্যই নমিনি হতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে যাঁর টাকা, তিনি কাকে দেবেন, সেই মর্জির ওপরে। যদি নমিনি একই পরিবারের না হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্পত্তির অভিভাবক হিসাবে গণ্য করা হবে।
ঠিক সেভাবেই রক্তের সম্পর্ক নেই এমন ব্যক্তিও অবশ্যই নমিনি হতে পারেন। এটা সম্পূর্ণ নির্ভর করছে যাঁর টাকা, তিনি কাকে দেবেন, সেই মর্জির ওপরে। যদি নমিনি একই পরিবারের না হয় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে সম্পত্তির অভিভাবক হিসাবে গণ্য করা হবে।
advertisement
9/9
ফলে, যদি কোনও আইনসম্মত উত্তরাধিকারী থাকেন, তাঁকে সেই সম্পত্তি লাভ করার জন্য নমিনিকে চ্যালেঞ্জ করতে হবে, আদালতে নিজের উত্তরাধিকারের যথাযথ দলিল দাখিল করতে হবে। এটা সময়সাপেক্ষ. তবে ন্যায্য প্রমাণ থাকলে নমিনির টাকা পেতে সমস্যা হবে না।
ফলে, যদি কোনও আইনসম্মত উত্তরাধিকারী থাকেন, তাঁকে সেই সম্পত্তি লাভ করার জন্য নমিনিকে চ্যালেঞ্জ করতে হবে, আদালতে নিজের উত্তরাধিকারের যথাযথ দলিল দাখিল করতে হবে। এটা সময়সাপেক্ষ. তবে ন্যায্য প্রমাণ থাকলে নমিনির টাকা পেতে সমস্যা হবে না।
advertisement
advertisement
advertisement