New Business Idea: পিঁপড়ের ডিমই এখন জীবনধারণের ভরসা! লাল পিঁপড়ের বাসা থেকে ডিম সংগ্রহের বিশেষ কৌশল, মাসে কয়েক হাজার টাকা আয় করছেন গ্রামের মানুষ
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
বসিরহাট ও সুন্দরবনের বহু পরিবার আজ লাল পিঁপড়ের ডিম সংগ্রহ করেই সংসার চালান। ক্ষুদ্র এই ডিমই এনে দিচ্ছে গরিব মানুষের জীবনে আশার আলো ও স্বনির্ভরতার দৃষ্টান্ত।
জীবন সংগ্রামে টিকে থাকতে কত রকম পেশাই না বেছে নেন মানুষ। তেমনই এক অভিনব ও বিরল পেশা হলো লাল পিঁপড়ের ডিম সংগ্রহ। একসময় এই শব্দটি সংবাদ শিরোনামে আলোচিত ছিল—জঙ্গলমহলের অনাহারী মানুষ নাকি পিঁপড়ের ডিম খেয়ে বেঁচে আছে! আজ সেই পিঁপড়ের ডিমই বহু গরিব পরিবারের জীবিকার উৎস হয়ে উঠেছে। উত্তর ২৪ পরগনার বসিরহাট সহ সুন্দরবন এলাকার কিছু মানুষের কাছে এ যেন অতিরিক্ত আয়ের এক বড় ভরসা।
advertisement
গ্রামবাংলার গাছপালা, ঝোপঝাড় আর বাগানে ঘুরে ঘুরে সংগ্রহ করা হয় এই ডিম। শীত-গ্রীষ্ম আর রোদ উপেক্ষা করে সকাল থেকে সন্ধে অবধি চলতে থাকে খোঁজ। বাদুড়িয়ার বাবলু আকুঞ্জি জানান, পিঁপড়ের ডিম বিক্রি করেই তিনি প্রতিদিনের সংসার চালান। মাছ ধরার টোপ হিসেবে এই ডিমের চাহিদা বেশ জনপ্রিয়। বসিরহাট থেকে শুরু করে কলকাতার বিভিন্ন বাজারে প্রতিকেজি ডিম বিক্রি হয় ৭০০ থেকে ৮০০ টাকায়।
advertisement
advertisement
advertisement
advertisement
