যদি ব্যবসা করার কথা ভেবে থাকেন সেক্ষেত্রে আপনার কাছে একটি বড় সুযোগ আসছে ৷ কম টাকা পয়সা বিনিয়োগ করেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার (small business) করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
এমন এক ব্যবসা আছে যার জন্য মাত্র ২ লক্ষ টাকা বিনিয়োগ (Starting own business) করলেই হবে ৷ আরও একটি বড় ব্যাপার হল সরকারি সাহায্যও (government support business) পাওয়া যাবে ৷ এর সঙ্গে সঙ্গেই ১ লক্ষ টাকা মাসিক আয় (earn money) করা সম্ভব ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
পাঁপড়ের ব্যবসায় প্রথমে ২ লক্ষ টাকা দিয়ে ব্যবসা (earning opportunity) শুরু করতে পারেন যদি টাকা পয়সার অভাব না থাকলে স্মল ন্যাশন্যাল ইন্ডাস্ট্রি কর্পোরেশন একটি প্রজেক্ট রিপোর্ট নিয়ে এসেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
এর মাধ্যমে মুদ্রলোনের অন্তর্গত ৪ লক্ষ টাকা পর্যন্ত সস্তা সুদে পাওয়া যাবে ৷ একটি রিপোর্টের ভিত্তিতে জানতে পারা গিয়েছে যে ৬ লক্ষ টাকার মোট বিনিয়োগ ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
প্রায় ৩০ হাজার কিলোর প্রোডাকশন করা যেতে পারে ৷ এর জন্য ২৫০ বর্গমিটার পর্যন্ত জমির প্রয়োজন সর্ব সাক্যুল্যে ৬.০৫ লক্ষ টাকা খরচ হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
এরজন্য ফিক্সড ক্যাপিট্যালে দুটি মেশিন, প্যাকেজিং মেশিন, ইক্যুইপমেন্টের মত খরচ হতে পারে ৷ একই সঙ্গে ৩ মাসের বেতন, তিনমাসের কাঁচামালের জন্য খরচ হবে ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
এছাড়াও ভাড়া, বিদ্যুৎ, জল, টেলিফোন বিলের খরচও রয়েছে এর মধ্যে ৷ এই ব্যবসা করতে গেলে জায়গা থাকতে হবে ৷ যদি জায়গা না থাকলে জায়গা ভাড়া নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
যার জন্য ৫ হাজার টাকা মাসিক খরচে ভাড়া পাওয়া যায় ৷ ৩ জন অদক্ষ শ্রমিক প্রয়োজন, ২ জন দক্ষ শ্রমিক, একজন সুপাররাখতে ভাইজার রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
এঁদের সবার বেতন ২৫,০০০ টাকা খরচ হবে ৷ যা ক্যাপিট্যালের সঙ্গে সংযুক্ত করা হবে ৷ প্রতীকী ছবি ৷