বিরাট থেকে দীপিকা, আমির থেকে সলমন...চিনা পণ্যের বিজ্ঞাপনে রমরমা ভারতীয় স্টারদের

Last Updated:
একনজরে দেখে নিন কোন কোন তারকা কোন কোন চিনা পণ্যের বিজ্ঞাপন করেন
1/12
ভারতের সবচেয়ে বড় ট্রের্ডাস বডি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এই মুহূর্তে ভারত-চিন অশান্ত পরিবেশের নিরিখে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ৷ এদিকে তাদের বড় চিন্তার কারণ হয়ে গেছে যে একাধিক তাবড় বলিউড ও ভারতীয় ক্রিকেটের তারকারা চিনা পণ্যের বিজ্ঞাপন করেন ৷ এই প্রেক্ষিতে তাঁরা অমিতাভ থেকে বিরাট, মাধুরী থেকে দীপিকা সকলের কাথেই এই আবেদন করেছেন এই সব চিনা পণ্যের বদলে তাঁরা যেন দেশীর পণ্য এনডর্স করেন
ভারতের সবচেয়ে বড় ট্রের্ডাস বডি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এই মুহূর্তে ভারত-চিন অশান্ত পরিবেশের নিরিখে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ৷ এদিকে তাদের বড় চিন্তার কারণ হয়ে গেছে যে একাধিক তাবড় বলিউড ও ভারতীয় ক্রিকেটের তারকারা চিনা পণ্যের বিজ্ঞাপন করেন ৷ এই প্রেক্ষিতে তাঁরা অমিতাভ থেকে বিরাট, মাধুরী থেকে দীপিকা সকলের কাথেই এই আবেদন করেছেন এই সব চিনা পণ্যের বদলে তাঁরা যেন দেশীর পণ্য এনডর্স করেন
advertisement
2/12
বলিউডের বিগ বি- অমিতাভ বচ্চন একসময় চিনা পণ্যের বিজ্ঞাপনে মুখ হয়েছিলেন ৷ তিনি ওয়ানপ্লাস নামক মোবাইল সংস্থার বিজ্ঞাপন করতেন ৷ Photo- File
বলিউডের বিগ বি- অমিতাভ বচ্চন একসময় চিনা পণ্যের বিজ্ঞাপনে মুখ হয়েছিলেন ৷ তিনি ওয়ানপ্লাস নামক মোবাইল সংস্থার বিজ্ঞাপন করতেন ৷ Photo- File
advertisement
3/12
দীপিকা পাড়ুকোন OPPO বিজ্ঞাপনের মুখ ৷ Photo- File
দীপিকা পাড়ুকোন OPPO বিজ্ঞাপনের মুখ ৷ Photo- File
advertisement
4/12
অল্প কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল OPPO সেই সময় গোটা ভারতীয় দল এই ব্র্যান্ডের এনর্ডসমেন্ট করত ৷ Photo- File
অল্প কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল OPPO সেই সময় গোটা ভারতীয় দল এই ব্র্যান্ডের এনর্ডসমেন্ট করত ৷ Photo- File
advertisement
5/12
বিরাট কোহলি IQOO এই ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচার করেছেন ৷ এটিও একটি চিনা সংস্থা ৷ Photo- File
বিরাট কোহলি IQOO এই ব্র্যান্ডের বিজ্ঞাপনী প্রচার করেছেন ৷ এটিও একটি চিনা সংস্থা ৷ Photo- File
advertisement
6/12
VIVO - IPL -র মূল স্পনসর থাকবে কিনা নিয়ে যখন প্রশ্ন তখন দেখে নিন আমীর খান এই ব্র্যান্ডকে ভারতের বাজারে প্রোমোট করেন ৷ Photo- File
VIVO - IPL -র মূল স্পনসর থাকবে কিনা নিয়ে যখন প্রশ্ন তখন দেখে নিন আমীর খান এই ব্র্যান্ডকে ভারতের বাজারে প্রোমোট করেন ৷ Photo- File
advertisement
7/12
দীপিকা যেখানে OPPO -র প্রমোশান করেন সেখানে তাঁর স্বামী রণবীর সিং ভারতে অত্যন্ত জনপ্রিয় Xiaomi-কে প্রোমোট করেন ৷ দুটিই প্রতিদ্বন্দ্বী চিনা সংস্থা৷ Photo- File
দীপিকা যেখানে OPPO -র প্রমোশান করেন সেখানে তাঁর স্বামী রণবীর সিং ভারতে অত্যন্ত জনপ্রিয় Xiaomi-কে প্রোমোট করেন ৷ দুটিই প্রতিদ্বন্দ্বী চিনা সংস্থা৷ Photo- File
advertisement
8/12
একদিকে বলিউডের তারকা আমীর যেমন ভিভোর বিজ্ঞাপন করেন, তেমনিই তরুণ জেনারেশনের হার্টথ্র্ব সারা আলি খানও এই সংস্থার বিজ্ঞাপনের মুখ ৷ Photo- File
একদিকে বলিউডের তারকা আমীর যেমন ভিভোর বিজ্ঞাপন করেন, তেমনিই তরুণ জেনারেশনের হার্টথ্র্ব সারা আলি খানও এই সংস্থার বিজ্ঞাপনের মুখ ৷ Photo- File
advertisement
9/12
রণবীর কাপুর-বাদশা-ক্যাটরিনা কাইফও অপ্পোর বিজ্ঞাপন করেছেন ৷ Photo- File
রণবীর কাপুর-বাদশা-ক্যাটরিনা কাইফও অপ্পোর বিজ্ঞাপন করেছেন ৷ Photo- File
advertisement
10/12
রিয়েল মি-র বিজ্ঞাপন করেন বলিউডের ভাইজান সলমন খান ৷ Photo- File
রিয়েল মি-র বিজ্ঞাপন করেন বলিউডের ভাইজান সলমন খান ৷ Photo- File
advertisement
11/12
এই সমস্ত চিনা কোম্পানি যেখানে একজন করে বিগশট তারকাকে দিয়ে ব্র্যান্ড এনডর্সমেন্ট করান তেমনিই বিভিন্ন তরুণ তারকাদের দিয়েও প্রচার করান ৷ তেমনি সলমানে পাশাপাশি Realme তে আয়ুষ্মান খুরানাকেও দেখা যায় ৷ Photo- File
এই সমস্ত চিনা কোম্পানি যেখানে একজন করে বিগশট তারকাকে দিয়ে ব্র্যান্ড এনডর্সমেন্ট করান তেমনিই বিভিন্ন তরুণ তারকাদের দিয়েও প্রচার করান ৷ তেমনি সলমানে পাশাপাশি Realme তে আয়ুষ্মান খুরানাকেও দেখা যায় ৷ Photo- File
advertisement
12/12
তরুণ প্রজন্মের হৃদয়ে চাঞ্চল্য তৈরি করা শ্রদ্ধা কাপুরও রিয়েলমি-র প্রমোশন করেছেন ৷ Photo- File
তরুণ প্রজন্মের হৃদয়ে চাঞ্চল্য তৈরি করা শ্রদ্ধা কাপুরও রিয়েলমি-র প্রমোশন করেছেন ৷ Photo- File
advertisement
advertisement
advertisement