

ভারতের সবচেয়ে বড় ট্রের্ডাস বডি কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স (CAIT) এই মুহূর্তে ভারত-চিন অশান্ত পরিবেশের নিরিখে চিনা পণ্য বয়কটের ডাক দিয়েছে ৷ এ দিকে তাঁদের বড় চিন্তার কারণ হয়ে গিয়েছে যে একাধিক তাবড় বলিউড ও ভারতীয় ক্রিকেটের তারকারা চিনা পণ্যের বিজ্ঞাপন করেন ৷ এই প্রেক্ষিতে তাঁরা অমিতাভ থেকে বিরাট, মাধুরী থেকে দীপিকা সকলের কাছেই এই আবেদন করেছেন এই সব চিনা পণ্যের বদলে তাঁরা যেন দেশীর পণ্য এনডোর্স করে৷


বলিউডের বিগ বি- অমিতাভ বচ্চন চিনা পণ্যের বিজ্ঞাপনে মুখ হয়েছিলেন ৷ তিনি ওয়ানপ্লাস নামক মোবাইল সংস্থার বিজ্ঞাপন করেছেন৷ Photo- File


অল্প কয়েকদিন আগেই ভারতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল OPPO । সেই সময় গোটা ভারতীয় দল এই ব্র্যান্ডের এনডোর্সমেন্ট করত ৷ Photo- File


VIVO - IPL -র মূল স্পনসর থাকবে কিনা নিয়ে যখন প্রশ্ন উঠছে তখন বলিউডের পারফেকশনিস্ট আমির খান কিন্তু এই ব্র্যান্ডকে ভারতের বাজারে প্রোমোট করছেন ৷ Photo- File


দীপিকা যেখানে OPPO -র প্রমোশান করেন, সেখানে তাঁর স্বামী রণবীর সিং ভারতে অত্যন্ত জনপ্রিয় Xiaomi-কে প্রোমোট করেন ৷ দুটিই প্রতিদ্বন্দ্বী চিনা সংস্থা৷ Photo- File


একদিকে বলিউডের তারকা আমির যেমন ভিভোর বিজ্ঞাপন করেন, তেমনিই তরুণ জেনারেশনের হার্টথ্রব সারা আলি খানও এই সংস্থার বিজ্ঞাপনের মুখ ৷ Photo- File


এই সমস্ত চিনা কোম্পানি যেখানে একজন করে বিগশট তারকাকে দিয়ে ব্র্যান্ড এনডোর্সমেন্ট করায়, তেমনিই বিভিন্ন তরুণ তারকাদের দিয়েও প্রচারও করায় ৷ সলমনের পাশাপাশি Realme তে আয়ুষ্মান খুরানাকেও দেখা যায় ৷ Photo- File