PNB-তে অ্যাকাউন্ট আছে ? তাহলে দেরি না করে করে নিন এই কাজ, না হলে ফ্রিজ হয়ে যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Punjab National Bank: আপনার যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে শীঘ্রই সেরে ফেলুন এই কাজ ।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের গ্রাহকদের জন্য বড় খবর । আপনার যদি এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে তাহলে শীঘ্রই সেরে ফেলুন এই কাজ । না হলে পড়তে হতে পারে সমস্যায় । ১৯ মার্চ অর্থাৎ আগামিকাল পর্যন্ত KYC আপডেট করার সময় দেওয়া হয়েছে ৷
advertisement
রিজার্ভ ব্যাঙ্কের গাইডলাইন অনুযায়ী, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তাদের গ্রাহকদের কেওয়াইসি আপডেট করার সময় দেওয়া হয়েছে ১৯ মার্চ পর্যন্ত ৷ আরবিআই-এর নিয়ম অনুযায়ী কেওয়াইসি করানো বাধ্যতমূলক ৷ যে গ্রাহকরা ৩১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত কেওয়াইসি আপডেট করেনি তাঁদের ১৯ মার্চের মধ্যে KYC করতে হবে ৷
advertisement
কেওয়াইসি না করালে ব্যবহার করতে পারবেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ৷ যতক্ষণ KYC করাবেন না ততক্ষণ ব্যাঙ্ক আপনার অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখবে ৷ অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেলে না টাকা জমা দিতে পারবেন না টাকা তুলতে পারবেন ৷
advertisement
অনেকে মনে করছেন আবার কিছু দিনের জন্য সময়সীমা বাড়ানো হতে পারে ৷ তবে তার থেকে সময়ের মধ্যে কেওয়াইসি করিয়ে নেওয়ায় ভাল ৷
advertisement
কেওয়াইসি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রক্রিয়া ৷ গত কয়েক মাস ধরে ব্যাঙ্ক গ্রাহকরা Know Your Customer (KYC) করানো জন্য অ্যালার্ট পাঠানো হচ্ছে ৷ কেওয়াইসি করা থাকলে গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে এবং ফান্ড ট্রান্সফার, বিল পেমেন্টের মতো একাধিক কাজ সহজেই করা যাবে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ পোস্ট করে গ্রাহকদের কেওয়াইসি করানোর কথা বলেছে ।
advertisement