আপনি কী LIC র পলিসি করাচ্ছেন ? তাহলে অবশ্য এই কয়েকটি বিষয়ে খেয়াল রাখুন এই বিষয়গুলি ৷ সাধারণত LIC থেকে নিজেদের টাকা ইনভেস্ট করা সবচেয়ে সেফ উপায় মনে করেন বেশিরভাগ মধ্যবিত্ত ৷ কিন্তু সম্প্রতি এই বিশ্বাসের অপব্যবহার করেন কিছু অসৎ ব্যক্তি মানুষকে ঠকানোর চেষ্টা করছেন ৷ গ্রাহকদের ফ্রডের হাত থেকে বাঁচাতে এলআইসি-র তরফে একটি নির্দেশিকা জারি করা হয়েছে ৷ এতে সাতটি বিষয়ে জানানো হয়েছে যা পলিসি করানোর সময় গ্রাহকদের অবশ্যই খেয়াল রাখার পরামর্শ দেওয়া হয়েছে ৷