সাবধান! ই-আধার কার্ড ডাউনলোড করার সময় নজর রাখুন এই বিষয়ে
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
advertisement
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, পাবলিক কম্পিউটারে আধার কার্ড ডাউনলোড করলে সেটি প্রিন্ট নেওয়ার পর সেটি ডাউনলোড ফোল্ডার থেকে ডিলিট করে দিতে হবে ৷ তবে কেবল ডিলিট করলে হবে না ৷ রিসাইকেল বিন থেকেও ডিলিট করতে হবে ৷ এটা না করলে আপনার ডাউনলোড করা ই-আধার কার্ডের অপব্যবহার করতে পারে অন্য কেউ ৷ তাই আগে থেকে সাবধান হওয়া দরকার ৷
advertisement
মিনিটের মধ্যে কীভাবে ডাইনলোড করবেন ই-আধার কার্ড দেখে নিন... প্রথমে UIDAI की वेबसाइट https://uidai.gov.in ওয়েবসাইট ওপেন করুন ৷ এরপর ‘Download Aadhaar’ অপশনে ক্লিক করুন৷ এরপর ‘Enter your personal details’ সেকশনের নীচে ‘Aadhaar’ অপশনে ক্লিক করুন ৷ এতে ‘Regular Aadhaar’ সিলেক্ট করুন ৷ এরপর আধার নম্বর, পুরো নাম ও পিন কোড সহ আপনার সম্বন্ধে একাধির তথ্য দিতে হবে ৷ আপনার কাছে m-Aadhaar থাকলে আপনি TOTP বা OTP জেনারেট করতে পারবেন ৷ এরপর ‘Request OTP’তে ক্লিক করুন ৷ আপনার রেজিষ্টার্ড ফোন নম্বরে ছ’ অঙ্কের ওটিপি চলে আসবে ৷ এটা এন্টার করার পর ‘Download Aadhaar’ ক্লিক করে E-Aadhaar ডাউনলোড করতে পারবেন ৷