ব্যাঙ্ক লোনে বড় সুখবর! ফেরানো হবে সুদের টাকা, সরাসরি জমা পড়বে অ্যাকাউন্টে

Last Updated:
শুধু ঋণ নয়, ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও নজর রয়েছে৷ ক্রেডিট কার্ডেও সুদের ক্ষেত্রে এই ধরনের বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করতে পারে সরকার৷
1/10
উৎসবের মধ্যেই সুখবর৷ লকডাউনের মধ্যে ঋণ গ্রহীতাদের থেকে থেকে সুদের উপরে সুদ আদায় করা হয়েছে, তা ফিরিয়ে দেবে সব ব্যাঙ্ক৷ কয়েকদিনের মধ্যেই ঋণ গ্রহীতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে যাবে৷ টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
উৎসবের মধ্যেই সুখবর৷ লকডাউনের মধ্যে ঋণ গ্রহীতাদের থেকে থেকে সুদের উপরে সুদ আদায় করা হয়েছে, তা ফিরিয়ে দেবে সব ব্যাঙ্ক৷ কয়েকদিনের মধ্যেই ঋণ গ্রহীতাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা জমা পড়ে যাবে৷ টাইমস অফ ইন্ডিয়া-তে প্রকাশিত রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
advertisement
2/10
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সরকারি নির্দেশ মেনে ২ কোটি টাকার নীচে যাঁরা ঋণ নিয়েছেন, সেই সমস্ত ঋণ গ্রহীতা এই সুবিধে পাবেন৷ সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ৫ নভেম্বরের মধ্যেই এই টাকা ফেরাবে ব্যাঙ্কগুলি৷
ইন্ডিয়ান ব্যাঙ্কস অ্যাসোসিয়েশনের তরফে জানানো হয়েছে, সরকারি নির্দেশ মেনে ২ কোটি টাকার নীচে যাঁরা ঋণ নিয়েছেন, সেই সমস্ত ঋণ গ্রহীতা এই সুবিধে পাবেন৷ সরকারের বেঁধে দেওয়া সময়সীমা ৫ নভেম্বরের মধ্যেই এই টাকা ফেরাবে ব্যাঙ্কগুলি৷
advertisement
3/10
ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ইউনিয়ন ব্যাঙ্কের এমডি রাজকিরণ রাই জানিয়েছেন, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকদের যে ঋণ বকেয়া ছিল, তার উপরে হিসেব করেই সুদের উপরে নেওয়া সুদ ফেরানো হবে৷
ইন্ডিয়ান ব্যাঙ্কিং অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এবং ইউনিয়ন ব্যাঙ্কের এমডি রাজকিরণ রাই জানিয়েছেন, গত ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রাহকদের যে ঋণ বকেয়া ছিল, তার উপরে হিসেব করেই সুদের উপরে নেওয়া সুদ ফেরানো হবে৷
advertisement
4/10
ঋণ গ্রহীতাদের জন্য মোরেটোরিয়াম পিরিয়ডে সুদে ছাড়ের কথা জানিয়েছিল সরকার৷ যে গ্রাহকরা মোরটরিয়মের সুবিধে না নিয়েই নির্দিষ্ট সময়ে কিস্তির টাকা শোধ করেছেন, তাঁরা সবাই এই সুবিধে পাবেন৷
ঋণ গ্রহীতাদের জন্য মোরেটোরিয়াম পিরিয়ডে সুদে ছাড়ের কথা জানিয়েছিল সরকার৷ যে গ্রাহকরা মোরটরিয়মের সুবিধে না নিয়েই নির্দিষ্ট সময়ে কিস্তির টাকা শোধ করেছেন, তাঁরা সবাই এই সুবিধে পাবেন৷
advertisement
5/10
সুদের টাকা ফেরানো সংক্রান্ত পদ্ধতি বা হিসেব নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য নিজেদের ওয়েবসাইটে একটি বিশেষ পোর্টাল খুলবে ব্যাঙ্কগুলি৷ যতদিন না পর্যন্ত এই অর্থ ফেরানো হচ্ছে, ততদিন পর্যন্ত নির্দিষ্ট পদ্ধতি মেনেই ঋণ গ্রহীতাদের থেকে কিকিস্তির টাকা আদায় করবে ব্যাঙ্কগুলি৷
সুদের টাকা ফেরানো সংক্রান্ত পদ্ধতি বা হিসেব নিয়ে কারও কোনও অভিযোগ থাকলে তা জানানোর জন্য নিজেদের ওয়েবসাইটে একটি বিশেষ পোর্টাল খুলবে ব্যাঙ্কগুলি৷ যতদিন না পর্যন্ত এই অর্থ ফেরানো হচ্ছে, ততদিন পর্যন্ত নির্দিষ্ট পদ্ধতি মেনেই ঋণ গ্রহীতাদের থেকে কিকিস্তির টাকা আদায় করবে ব্যাঙ্কগুলি৷
advertisement
6/10
সুুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার আশ্বাস্ত করেছিল, লকডাউনের মধ্যে ঋণ গ্রহীতাদের উপর চক্রবৃদ্ধিহারে সুদের হার চাপানো হবে না৷ ঋণ গ্রহীতাদের জন্য মোরেটোরিয়াম ঘোষণা করার সময়ও সুদের হারে ছাড় দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার৷
সুুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার আশ্বাস্ত করেছিল, লকডাউনের মধ্যে ঋণ গ্রহীতাদের উপর চক্রবৃদ্ধিহারে সুদের হার চাপানো হবে না৷ ঋণ গ্রহীতাদের জন্য মোরেটোরিয়াম ঘোষণা করার সময়ও সুদের হারে ছাড় দেওয়ার কথা জানিয়েছিল কেন্দ্রীয় সরকার৷
advertisement
7/10
তবে গ্রাহকদের সুদের হারে এই ছাড় দেওয়ায় যে আর্থিক ক্ষতির মুখে পড়বে, তা পূরণ করে দেবে কেন্দ্রীয় সরকার৷ শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সমস্ত ব্যাঙ্ককে এই নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
তবে গ্রাহকদের সুদের হারে এই ছাড় দেওয়ায় যে আর্থিক ক্ষতির মুখে পড়বে, তা পূরণ করে দেবে কেন্দ্রীয় সরকার৷ শুক্রবারই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে সমস্ত ব্যাঙ্ককে এই নির্দেশিকার কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
advertisement
8/10
শুধু ঋণ নয়, ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও নজর রয়েছে৷ ক্রেডিট কার্ডেও সুদের ক্ষেত্রে এই ধরনের বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করতে পারে সরকার৷ খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র৷ এক্ষেত্রেও ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া পরিমাণের উপরেই হিসেব করা হবে৷
শুধু ঋণ নয়, ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও সরকার কী সিদ্ধান্ত নেয়, সেদিকেও নজর রয়েছে৷ ক্রেডিট কার্ডেও সুদের ক্ষেত্রে এই ধরনের বিশেষ ছাড় দেওয়ার ঘোষণা করতে পারে সরকার৷ খুব শিগগিরই এ বিষয়ে ঘোষণা করতে পারে কেন্দ্র৷ এক্ষেত্রেও ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত বকেয়া পরিমাণের উপরেই হিসেব করা হবে৷
advertisement
9/10
তবে লকডাউনের মধ্যে যাঁদের ঋণ শোধ হয়ে গিয়েছে এবং ব্যাঙ্কের সঙ্গে আর সম্পর্ক নেই, সেই গ্রাহকদের ক্ষেত্রে সুদের অর্থ ফেরানোর জন্য কী পদক্ষেপ করা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি৷
তবে লকডাউনের মধ্যে যাঁদের ঋণ শোধ হয়ে গিয়েছে এবং ব্যাঙ্কের সঙ্গে আর সম্পর্ক নেই, সেই গ্রাহকদের ক্ষেত্রে সুদের অর্থ ফেরানোর জন্য কী পদক্ষেপ করা হবে, তা এখনও ঘোষণা করা হয়নি৷
advertisement
10/10
এই মুহূর্তে ব্যাঙ্কগুলির বাজারে প্রায় ১০০ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া রয়েছে৷ তার মধ্যে ৩০ থেকে ৪০ লক্ষ কোটি টাকার ঋণের ক্ষেত্রে সুদের টাকা ফেরতের এই নিয়ম কার্যকর হবে৷ গড়ে ৮ শতাংশ হারে সুদের হার ধরলেও সুদের পরিমাণ দাঁড়ায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকা৷
এই মুহূর্তে ব্যাঙ্কগুলির বাজারে প্রায় ১০০ লক্ষ কোটি টাকা ঋণ দেওয়া রয়েছে৷ তার মধ্যে ৩০ থেকে ৪০ লক্ষ কোটি টাকার ঋণের ক্ষেত্রে সুদের টাকা ফেরতের এই নিয়ম কার্যকর হবে৷ গড়ে ৮ শতাংশ হারে সুদের হার ধরলেও সুদের পরিমাণ দাঁড়ায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকা৷
advertisement
advertisement
advertisement