UPI ব্যবহার করেন? ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এই নিয়ম, দেখে নিন বিস্তারিত
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
UPI New Rules: এনপিসিআই-এর বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে ইউপিআই নম্বর-ভিত্তিক লেনদেন আরও সহজ এবং নিরাপদ হবে।
advertisement
advertisement
advertisement
NPCI-এর ৩ মার্চ ২০২৫ তারিখের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, "ব্যাঙ্ক এবং PSP/TPAP ডাটাবেসে পুনর্ব্যবহৃত মোবাইল নম্বরের সঠিকভাবে আপডেট করলে, ভুল নম্বরে লেনদেনের সম্ভাবনা অনেকটাই কমবে।" নতুন নিয়মে, ইউপিআই নম্বর সিডিং বা পোর্ট করতে ইউজারদের সম্মতি প্রয়োজন। ডিফল্ট অপশন বন্ধ থাকবে, ব্যবহারকারীকে নিজে অপ্ট-ইন করতে হবে।
advertisement
এছাড়া, ইউপিআই অ্যাপ ইউজারদের কাছে পাঠানো বার্তা যেন স্পষ্ট হয়। তাতে কোনও ফাঁকফোকর না থাকে। বিভ্রান্তি বা জোর করে সম্মতি আদায়ের চেষ্টা করা যাবে না। লেনদেনের সময় কোনও ভাবেই সম্মতি নেওয়া যাবে না। এনপিসিআই আরও জানিয়েছে, "যদি ম্যাপারের প্রতিক্রিয়া সময়মতো না পাওয়া যায়, তাহলে PSP অ্যাপ নিজেই নম্বর যাচাই করতে পারে। তবে এমন ঘটনা হলে প্রতি মাসে এনপিসিআই-কে রিপোর্ট করতে হবে।" ৩১ মার্চ ২০২৫-এর মধ্যে সকল সদস্যকে এই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত মোট ইউপিআই আইডির সংখ্যা।
প্রতি মাসে সক্রিয় ইউনিক ইউজারের সংখ্যা।
আপডেট করা মোবাইল নম্বর ব্যবহার করে সম্পন্ন হওয়া লেনদেনের সংখ্যা।
স্থানীয়ভাবে সমাধান হওয়া ইউপিআই নম্বর ভিত্তিক লেনদেনের পরিসংখ্যান।
সাপ্তাহিকভাবে ব্যাঙ্কগুলি মোবাইল নম্বরের তথ্য আপডেট করবে। ফলে ভুল লেনদেন বা লেনদেন না হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।
প্রতি মাসে সক্রিয় ইউনিক ইউজারের সংখ্যা।
আপডেট করা মোবাইল নম্বর ব্যবহার করে সম্পন্ন হওয়া লেনদেনের সংখ্যা।
স্থানীয়ভাবে সমাধান হওয়া ইউপিআই নম্বর ভিত্তিক লেনদেনের পরিসংখ্যান।
সাপ্তাহিকভাবে ব্যাঙ্কগুলি মোবাইল নম্বরের তথ্য আপডেট করবে। ফলে ভুল লেনদেন বা লেনদেন না হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে।