

কেন্দ্রীয় সরকারের নীতির প্রতিবাদে আজ, ১৫ এবং ১৬ মার্চ দেশজুড়ে ব্যাঙ্ক ধর্মঘট পালিত হবে। কেন এই ধর্মঘট, এতে কতটা প্রভাবিত হবে দেশ, তা এক নজরে দেখে নেওয়া যাক!


গত ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় বাজেট ঘোষণার সময় দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) সরকারের ডিজইনভেস্টমেন্ট ড্রাইভের (Disinvestment Drive) মাধ্যমে ১.৭৫ লক্ষ কোটি টাকা উপার্জন করতে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কগুলির বেসরকারিকরণের কথা ঘোষণা করেছিলেন। আইডিবিআই (IDBI) ছাড়াও ২০২০-২১ অর্থবর্ষে দেশের দু'টি পিএসইউ ব্যাঙ্ক ও জেনারেল ইনসিওরেন্স কোম্পানির বেসরকারিকরণের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী। এর প্রতিবাদে দেশব্যাপী ধর্মঘট ডেকেছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়নস (United Forum of Bank Unions) বা ইউএফবিইউ (UFBU)।


আগামী ১৩ মার্চ মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় এমনিই বন্ধ থাকবে ব্যাঙ্ক। ১৪ মার্চ রবিবার। এই অবস্থায় ১৫ ও ১৬ মার্চের ধর্মঘটের জেরে পর পর চার দিন ব্যাঙ্ক পরিষেবা বন্ধ থাকতে চলেছে। যদিও এই চার দিন এটিএম পরিষেবা স্বাভাবিক ছন্দে থাকবে বলেই জানানো হয়েছে। চেক ক্লিয়ারেন্স (Cheque clearances), নতুন অ্যাকাউন্ট খোলা, ডিমান্ড ড্রাফ্ট (Demand drafts) ইস্যু ১৭ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।


এইচডিএফসি (HDFC), আইসিআইসিআই (ICICI), কোটাক মাহিন্দ্রা (Kotak Mahindra), অ্যাক্সিস (Axis) এবং ইন্ডাসইন্ডের (IndusInd) মতো নতুন প্রজন্মের বেসরকারি ব্যাঙ্কের পরিষেবা চালু থাকবে বলে জানানো হয়েছে। যদিও তা গোটা দেশের ব্যাঙ্ক পরিষেবার এক তৃতীয়াংশ বলে জানানো হয়েছে।


অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িস অ্যাসোসিয়েশনের (All India Bank Employees' Association or AIBEA) তরফে জানানো হয়েছে যে ৪, ৯ ও ১০ মার্চ এই ইস্যুতে সরকারের সঙ্গে তাদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু অতিরিক্ত চিফ লেবার কমিশনার (Additional Chief Labour Commissioner) এসসি জোশীর (SC Joshi) সঙ্গে সেই বৈঠক থেকে কোনও সমাধানসূত্র বেরোয়নি বলে জানানো হয়েছে।