Bank Holidays: এপ্রিলে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করল RBI, কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন !
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday List: এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী, আম্বেদকর জয়ন্তী, গুড ফ্রাইডে, বোহাগ বিহু, বসভা জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে আরবিআই।
advertisement
advertisement
১ এপ্রিল (মঙ্গলবার) – বার্ষিক হিসেবনিকেশ ও সরহুলবার্ষিক হিসেবনিকেশ চূড়ান্ত করার জন্য সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি, ঝাড়খণ্ডে সরহুল উৎসব পালিত হবে, যা নতুন বছরের সূচনা এবং প্রকৃতির উপাসনার সঙ্গে যুক্ত।৫ এপ্রিল (শনিবার) – বাবু জগজীবন রামের জন্মদিনতেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাবু জগজীবন রাম স্বাধীনতা সংগ্রামী ও দলিত নেতা ছিলেন, সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
advertisement
১০ এপ্রিল (বৃহস্পতিবার) – মহাবীর জয়ন্তীগুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মজয়ন্তী পালন করা হবে।১৪ এপ্রিল (সোমবার) – আম্বেদকর জয়ন্তী, বিশু, বিহু, তামিল নববর্ষ ইত্যাদিমিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, দিল্লি, ছত্তিশগড়, মেঘালয় ও হিমাচল প্রদেশ ছাড়া প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে ড. বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী এবং বিভিন্ন রাজ্যের নববর্ষ উদযাপিত হয়।১৫ এপ্রিল (মঙ্গলবার) – বাংলা নববর্ষ, হিমাচল দিবস, বোহাগ বিহুঅসম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
১৮ এপ্রিল (শুক্রবার) – গুড ফ্রাইডেখ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ ও শ্রীনগর ছাড়া প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২১ এপ্রিল (সোমবার) – গরিয়া পূজাত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ উপজাতীয় উৎসব।২৯ এপ্রিল (মঙ্গলবার) – ভগবান শ্রী পরশুরাম জয়ন্তীহিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মজয়ন্তী পালিত হয়।
advertisement