Bank Holidays: এপ্রিলে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করল RBI, কোন রাজ্যে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে দেখে নিন !

Last Updated:
Bank Holiday List: এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী, আম্বেদকর জয়ন্তী, গুড ফ্রাইডে, বোহাগ বিহু, বসভা জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে আরবিআই।
1/6
এপ্রিলে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করল আরবিআই। তবে রাজ্য ভেদে ছুটির দিন আলাদা। জাতীয়, আঞ্চলিক ও ধর্মীয় উৎসবের উপর ভিত্তি করে এই ছুটি দেওয়া হয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে ব্যাঙ্কে একাধিক ছুটি রয়েছে। 
এপ্রিলে ব্যাঙ্ক ছুটির তালিকা প্রকাশ করল আরবিআই। তবে রাজ্য ভেদে ছুটির দিন আলাদা। জাতীয়, আঞ্চলিক ও ধর্মীয় উৎসবের উপর ভিত্তি করে এই ছুটি দেওয়া হয়েছে। ২০২৫ সালের এপ্রিল মাসে ব্যাঙ্কে একাধিক ছুটি রয়েছে।
advertisement
2/6
এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী, আম্বেদকর জয়ন্তী, গুড ফ্রাইডে, বোহাগ বিহু, বসভা জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে আরবিআই। এছাড়াও ১ এপ্রিল বার্ষিক হিসেবনিকেশ চূড়ান্ত করার জন্য সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকবে।
এপ্রিল মাসে মহাবীর জয়ন্তী, আম্বেদকর জয়ন্তী, গুড ফ্রাইডে, বোহাগ বিহু, বসভা জয়ন্তী এবং অক্ষয় তৃতীয়া উপলক্ষ্যে ছুটি ঘোষণা করেছে আরবিআই। এছাড়াও ১ এপ্রিল বার্ষিক হিসেবনিকেশ চূড়ান্ত করার জন্য সমস্ত ব্যাঙ্কে ছুটি থাকবে।
advertisement
3/6
১ এপ্রিল (মঙ্গলবার) – বার্ষিক হিসেবনিকেশ ও সরহুলবার্ষিক হিসেবনিকেশ চূড়ান্ত করার জন্য সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি, ঝাড়খণ্ডে সরহুল উৎসব পালিত হবে, যা নতুন বছরের সূচনা এবং প্রকৃতির উপাসনার সঙ্গে যুক্ত।

৫ এপ্রিল (শনিবার) – বাবু জগজীবন রামের জন্মদিন

তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাবু জগজীবন রাম স্বাধীনতা সংগ্রামী ও দলিত নেতা ছিলেন, সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
১ এপ্রিল (মঙ্গলবার) – বার্ষিক হিসেবনিকেশ ও সরহুলবার্ষিক হিসেবনিকেশ চূড়ান্ত করার জন্য সমস্ত রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। পাশাপাশি, ঝাড়খণ্ডে সরহুল উৎসব পালিত হবে, যা নতুন বছরের সূচনা এবং প্রকৃতির উপাসনার সঙ্গে যুক্ত।৫ এপ্রিল (শনিবার) – বাবু জগজীবন রামের জন্মদিনতেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। বাবু জগজীবন রাম স্বাধীনতা সংগ্রামী ও দলিত নেতা ছিলেন, সমাজ সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
advertisement
4/6
১০ এপ্রিল (বৃহস্পতিবার) – মহাবীর জয়ন্তীগুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মজয়ন্তী পালন করা হবে।

১৪ এপ্রিল (সোমবার) – আম্বেদকর জয়ন্তী, বিশু, বিহু, তামিল নববর্ষ ইত্যাদি

মিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, দিল্লি, ছত্তিশগড়, মেঘালয় ও হিমাচল প্রদেশ ছাড়া প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে ড. বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী এবং বিভিন্ন রাজ্যের নববর্ষ উদযাপিত হয়।

১৫ এপ্রিল (মঙ্গলবার) – বাংলা নববর্ষ, হিমাচল দিবস, বোহাগ বিহু

অসম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
১০ এপ্রিল (বৃহস্পতিবার) – মহাবীর জয়ন্তীগুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, রাজস্থান, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং তেলেঙ্গানায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিন জৈন ধর্মের ২৪তম তীর্থঙ্কর ভগবান মহাবীরের জন্মজয়ন্তী পালন করা হবে।১৪ এপ্রিল (সোমবার) – আম্বেদকর জয়ন্তী, বিশু, বিহু, তামিল নববর্ষ ইত্যাদিমিজোরাম, মধ্যপ্রদেশ, চণ্ডীগড়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, দিল্লি, ছত্তিশগড়, মেঘালয় ও হিমাচল প্রদেশ ছাড়া প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে ড. বি.আর. আম্বেদকরের জন্মবার্ষিকী এবং বিভিন্ন রাজ্যের নববর্ষ উদযাপিত হয়।১৫ এপ্রিল (মঙ্গলবার) – বাংলা নববর্ষ, হিমাচল দিবস, বোহাগ বিহুঅসম, পশ্চিমবঙ্গ, অরুণাচল প্রদেশ ও হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে।
advertisement
5/6
১৮ এপ্রিল (শুক্রবার) – গুড ফ্রাইডেখ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ ও শ্রীনগর ছাড়া প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।

২১ এপ্রিল (সোমবার) – গরিয়া পূজা

ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ উপজাতীয় উৎসব।

২৯ এপ্রিল (মঙ্গলবার) – ভগবান শ্রী পরশুরাম জয়ন্তী

হিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মজয়ন্তী পালিত হয়।
১৮ এপ্রিল (শুক্রবার) – গুড ফ্রাইডেখ্রিস্টান ধর্মাবলম্বীদের কাছে এই দিনটি গুরুত্বপূর্ণ। ত্রিপুরা, অসম, রাজস্থান, জম্মু, হিমাচল প্রদেশ ও শ্রীনগর ছাড়া প্রায় সব রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে।২১ এপ্রিল (সোমবার) – গরিয়া পূজাত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে। এটি একটি গুরুত্বপূর্ণ উপজাতীয় উৎসব।২৯ এপ্রিল (মঙ্গলবার) – ভগবান শ্রী পরশুরাম জয়ন্তীহিমাচল প্রদেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এই দিনে বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের জন্মজয়ন্তী পালিত হয়।
advertisement
6/6
৩০ এপ্রিল (বুধবার) – বসভা জয়ন্তী ও অক্ষয় তৃতীয়াকর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বসভা জয়ন্তী লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বসবন্নার স্মরণে পালিত হয়, আর অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছে অত্যন্ত শুভদিন। যা সম্পদ ও সমৃদ্ধির প্রতীক।
৩০ এপ্রিল (বুধবার) – বসভা জয়ন্তী ও অক্ষয় তৃতীয়াকর্ণাটকে ব্যাঙ্ক বন্ধ থাকবে। বসভা জয়ন্তী লিঙ্গায়ত সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা বসবন্নার স্মরণে পালিত হয়, আর অক্ষয় তৃতীয়া হিন্দুদের কাছে অত্যন্ত শুভদিন। যা সম্পদ ও সমৃদ্ধির প্রতীক।
advertisement
advertisement
advertisement