Bank Holiday: আগামী ১৩ থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক? দেখে নিন ব্যাঙ্ক ছুটির তালিকা
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday List: এই ছুটির মরশুমে ব্যাঙ্কে যাওয়ার আগে নিজের স্থানীয় ব্যাঙ্কের শাখা খোলা থাকবে কি না, তা জেনে নিতে হবে।
চলতি সপ্তাহ এবং তারপরের সপ্তাহ জুড়ে রয়েছে আঞ্চলিক ছুটি আর উৎসব। আর তার মাঝেই পড়ে গিয়েছে সপ্তাহান্তের ছুটি। যার ফলে দেশের কয়েকটি ব্যাঙ্ক বন্ধ থাকবে। অর্থাৎ ১৩ থেকে ১৮ সেপ্টেম্বরের মধ্যে টানা ছুটি থাকবে ব্যাঙ্ক। যদিও সারা ভারত জুড়ে অবশ্য সমস্ত ছুটি পালিত হবে না। তাহলে এই ছুটির মরশুমে ব্যাঙ্কে যাওয়ার আগে নিজের স্থানীয় ব্যাঙ্কের শাখা খোলা থাকবে কি না, তা জেনে নিতে হবে।
advertisement
advertisement
তবে নগদের প্রয়োজন হলে গ্রাহকের কোনও সমস্যা হবে না। কারণ অনলাইন ওয়েবসাইট এবং মোবাইল ব্যাঙ্কিং পরিষেবার মাধ্যমে তা করা যেতে পারে। তবে যদি ব্যাঙ্কের তরফে কোনও নোটিফিকেশন আসে, সেটা আলাদা ব্যাপার। এমনকী টাকা তোলার জন্য ব্যাঙ্কের এটিএম-ও ব্যবহার করা যেতে পারে। যাইহোক, দেখে নেওয়া যাক ব্যাঙ্কের ছুটির তালিকা।
advertisement
ব্যাঙ্ক ছুটির তালিকা:১৩ সেপ্টেম্বর: রামদেব জয়ন্তী / তেজা দশমী (শুক্রবার) — রাজস্থান ১৪ সেপ্টেম্বর: দ্বিতীয় শনিবার / ওনাম — সারা ভারত / কেরল ১৫ সেপ্টেম্বর: রবিবার / থিরুভোনাম — সারা ভারত / কেরল ১৬ সেপ্টেম্বর: ঈদ-এ-মিলাদ (সোমবার) — সারা ভারত ১৭ সেপ্টেম্বর: ইন্দ্র যাত্রা (মঙ্গলবার) — সিকিম ১৮ সেপ্টেম্বর: শ্রী নারায়ণ গুরু জয়ন্তী (বুধবার) — কেরল
advertisement
advertisement