সপ্তাহের প্রথম দিনেই লক্ষ্মীপুজো, ব্যাঙ্ক খোলা না বন্ধ? এখনই জেনে নিন

Last Updated:
গোটা অক্টোবর মাস জুড়েই চলছে পুজোর মরশুম। আর পুজোর মরশুম মানেই ছুটির দিন। প্রতি সপ্তাহেই দেশের কোনও না কোনও প্রান্তে চলবে বিভিন্ন উৎসব। সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দিন বন্ধ থাকবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক। তবে সব রাজ্যে একই সঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। দেখে নেওয়া যাক আগামিকাল লক্ষ্মীপূজো উপলক্ষে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে তালা ঝুলবে বিভিন্ন ব্যাঙ্কের ব্রাঞ্চে?
1/5
এটা জানা কথাই যে ষষ্ঠী পার হয়ে সপ্তমী থেকে অফিসে, ব্যাঙ্কে সরকারি ছুটি শুরু হয়। এবার ষষ্ঠী পড়েছে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, ওটা রবিবার, ফলে, অফিস, ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে।  
গোটা অক্টোবর মাস জুড়েই চলছে পুজোর মরশুম। আর পুজোর মরশুম মানেই ছুটির দিন। প্রতি সপ্তাহেই দেশের কোনও না কোনও প্রান্তে চলবে বিভিন্ন উৎসব। সেই উপলক্ষে দেশের বিভিন্ন প্রান্তে একাধিক দিন বন্ধ থাকবে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত এবং বেসরকারি ব্যাঙ্ক।
advertisement
2/5
১৭ জুলাই (বৃহস্পতিবার): মেঘালয়ে আরেকটি ছুটি থাকবে। এই দিনটি U Tirot Singh-এর মৃত্যুবার্ষিকী হিসেবে পালিত হয়। তিনি একজন স্বাধীনতা সংগ্রামী। ছিলেন ৷ ১৯ জুলাই (শনিবার): ত্রিপুরায় ব্যাঙ্ক বন্ধ থাকবে । ত্রিপুরার ঐতিহ্যবাহী দেবতা কেরকে উৎসর্গ করা একটি পুজোর জন্য ছুটি থাকবে । ২০ জুলাই (রবিবার): রবিবার সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সারা দেশে সব ব্যাঙ্ক বন্ধ থাকবে।
তবে সব রাজ্যে একই সঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে না। দেখে নেওয়া যাক আগামিকাল লক্ষ্মীপূজো উপলক্ষে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে তালা ঝুলবে বিভিন্ন ব্যাঙ্কের ব্রাঞ্চে?
advertisement
3/5
১৪ জুলাই (সোমবার): মেঘালয়ে ব্যাঙ্কের ছুটি ছিল থাকবে বেহ দিনখলাম উৎসবের কারণে। এটি জয়ন্তিয়া জনজাতির একটি ঐতিহ্যবাহী উৎসব। ১৬ জুলাই (বুধবার): উত্তরাখণ্ডে ব্যাঙ্ক খোলা থাকবে না হরেলা উৎসব উপলক্ষে। এটি মূলত কুমায়ুন অঞ্চল এবং হিমাচলের কিছু অংশে বিশেষভাবে পালিত হয়।
গত সপ্তাহে দুর্গাপুজো উপলক্ষে সপ্তমী থেকে দশমী পর্যন্ত পশ্চিমবঙ্গে বন্ধ ছিল বিভিন্ন ব্যাঙ্ক। তার পরে শুক্রবার ও শনিবার খোলা ছিল ব্যাঙ্ক। রবিবার দেশের সর্বত্র বন্ধ থাকে ব্যাঙ্ক। তবে ৬ অক্টোবর, সোমবার দেশের সমস্ত রাজ্যে ব্যাঙ্ক খোলা থাকলেও পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরায় বন্ধ থাকবে সমস্ত ব্যাঙ্ক।
advertisement
4/5
কোন কোন রাজ্যে কবে ছুটি দেখে নিন-
সোমবার লক্ষ্মীপুজো উপলক্ষে এই দুই রাজ্যে ব্যাঙ্ক বন্ধ।সোমবার বন্ধ থাকার পর মঙ্গলবার কলকাতা-সহ পশ্চিমবঙ্গে খুলবে ব্যাঙ্ক। শুক্রবার পর্যন্ত তা খোলা থাকবে। তবে পরবর্তী শনিবার (১১ অক্টোবর) মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় গোটা দেশেই বন্ধ থাকবে ব্যাঙ্ক।
advertisement
5/5
সরকারি ব্যাঙ্কগুলির অবস্থা কী - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই) - দেশের বৃহত্তম সরকারি ব্যাঙ্ক এসবিআই ৫ বছর আগে ন্যূনতম গড় ব্যালেন্সের নিয়ম বাতিল করে দিয়েছিল। অর্থাৎ, স্টেট ব্যাঙ্কের গ্রাহকরা কোনও চিন্তা ছাড়াই তাঁদের প্রয়োজন অনুসারে তাঁদের অ্যাকাউন্টে টাকা রাখতে পারবে।
তবে এ সপ্তাহে স্থানীয় বিভিন্ন কারণে দেশের অন্যান্য বিভিন্ন রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। যেমন ৭ অক্টোবর, মঙ্গলবার বেঙ্গালুরু, ভুবনেশ্বর, চণ্ডীগড়, শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে মহর্ষি বাল্মীকি জয়ন্তীর জন্য। ১০ অক্টোবর, শুক্রবার শিমলায় ব্যাঙ্ক বন্ধ থাকবে করবা চৌথের জন্য।
advertisement
advertisement
advertisement