হোম » ছবি » ব্যবসা-বাণিজ্য » এবার ATM থেকে নির্দিষ্ট লিমিটের বেশি ক্যাশ তুললে দিতে হবে বেশি চার্জ !

এবার ATM থেকে নির্দিষ্ট লিমিটের বেশি ক্যাশ তুললে দিতে হবে বেশি চার্জ !

  • Bangla Digital Desk

  • 14

    এবার ATM থেকে নির্দিষ্ট লিমিটের বেশি ক্যাশ তুললে দিতে হবে বেশি চার্জ !

    আগামী মাস অর্থাৎ ২০২২ সাল থেকে এটিএম থেকে ক্যাশ তোলার জন্য দিতে হবে বেশি চার্জ ৷ এবার এটিএম থেকে ক্যাশ লেনদেনের (ATM transactions) জন্য দিতে হবে বেশি চার্জ ৷ নির্দিষ্ট লিমিটের বেশি এটিএম থেকে টাকা তুললে ব্যাঙ্কের তরফে একটি চার্জ নেওয়া হয় ৷ RBI এর নির্দেশ অনুযায়ী, অ্যাক্সিস ব্যাঙ্ক বা অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে নির্দিষ্ট লিমিটের বেশি লেনদেন করলে ২১ টাকা ও জিএসটি দিতে হবে ৷ নতুন এই নিয়ম ১ জানুয়ারি ২০২২ থেকে লাগু করা হবে ৷

    MORE
    GALLERIES

  • 24

    এবার ATM থেকে নির্দিষ্ট লিমিটের বেশি ক্যাশ তুললে দিতে হবে বেশি চার্জ !

    আগামী মাস থেকে নির্দিষ্ট লিমিটের বেশি লেনদেন করলে ২০ টাকার বদলে ২১ টাকা প্রতি ট্রানজাকশনে চার্জ দিতে হবে ৷ আরবিআই-এর তরফে জানানো হয়েছে, বেশি বেশি ইন্টারচেঞ্জ চার্জ ও জেনারল কস্ট বেড়ে যাওয়ার কারনে ট্রানজাকশনের চার্জ বেড়ে ২১ টাকা করা হয়েছে ৷

    MORE
    GALLERIES

  • 34

    এবার ATM থেকে নির্দিষ্ট লিমিটের বেশি ক্যাশ তুললে দিতে হবে বেশি চার্জ !

    বিনামূল্যে এটিএম থেকে ক্যাশ লেনদেন

    MORE
    GALLERIES

  • 44

    এবার ATM থেকে নির্দিষ্ট লিমিটের বেশি ক্যাশ তুললে দিতে হবে বেশি চার্জ !

    নিজের ব্যাঙ্কের এটিএম থেকে গ্রাহকরা মাসে বিনামূল্যে ৫ বার লেনদেন করতে পারবেন ৷ মেট্রো শহরে অন্যান্য ব্যাঙ্কের এটিএম মাসে ৩ বার ব্যবহার করা যাবে ৷ নন মেট্রো শহরে মাসে ৫বার অন্য ব্যাঙ্কের এটিএম থেকে লেনদেন করতে পারবেন ৷ এর পাশাপাশি ব্যাঙ্কের আর্থিক লেনদেনের জন্য আরবিআই ইন্টারচেঞ্জ শুল্ক ১৫ টাকা থেকে বাড়িয়ে ১৭ টাকা করে দিয়েছে ৷ নন ফাইন্যান্সিয়াল চার্জের ক্ষেত্রে ৫ টাকা থেকে বাড়িয়ে ৬ টাকা করা হয়েছে ৷

    MORE
    GALLERIES