ব্যাঙ্কে কি খুব বেশি টাকা রাখছেন? কীভাবে বুঝবেন দেখে নিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রয়োজনের সময় সহজেই তোলা যাবে, এমন টাকা তো ব্যাঙ্কে রাখতেই হবে। কিন্তু সেটা কত টাকা?
অর্থ সঞ্চয় এবং ব্যক্তিগত বিনিয়োগ – দুটো একসঙ্গে চালিয়ে যাওয়া অনেকের কাছেই চ্যালেঞ্জিং। জরুরি তহবিলের জন্য টাকা সরিয়ে রাখা, বাড়ি তৈরি, অবসর পরিকল্পনা, সন্তানের পড়াশোনার খরচের মতো সবদিক সামলে চলতে হলে শৃঙ্খলা দরকার। তবে হ্যাঁ, একবার অভ্যাস গড়ে উঠলে কোনও অসুবিধা হওয়ার কথা নয়। তখন সবকিছু তেল খাওয়া মেশিনের মতো চলবে। বুঝতে হবে আর্থিক স্থিতিশীলতা এসেছে।
advertisement
সঞ্চয়ের জন্য ব্যাঙ্কে টাকা রাখাকেই নিরাপদ মনে করেন বেশিরভাগ মানুষ। অনেকে তো প্রয়োজনের অতিরিক্ত টাকা ব্যাঙ্কে রাখেন। এর ফলে দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়। তাহলে কি ব্যাঙ্কে টাকা রাখা ঠিক নয়? সে কথা বলা হচ্ছে না। ‘লিকুইড সেভিংস’, অর্থাৎ প্রয়োজনের সময় সহজেই তোলা যাবে, এমন টাকা তো ব্যাঙ্কে রাখতেই হবে। কিন্তু সেটা কত টাকা?
advertisement
জরুরি তহবিল: আর্থিক বিশেষজ্ঞরা বলেন, জরুরি তহবিলে ৬ মাসের সংসার খরচের টাকা রাখতে হবে। টাকার অঙ্কটা আর্থিক স্থিতিশীলতার উপর নির্ভর করে। যদি কেউ সরকারি চাকরি করেন, সুস্বাস্থ্যের অধিকারী হন এবং এমন এলাকায় বাস করেন যেখানে জীবনযাত্রার খরচ কম, তাহলে জরুরি তহবিলে কম টাকা রাখলেও চলবে। অন্যথায় বেশি টাকা রাখাই ভাল।
advertisement
advertisement
কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত: সেভিংস অ্যাকাউন্টে জরুরি তহবিলের টাকা রাখার পর কারেন্ট অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত? এই অ্যাকাউন্টে পে-চেক জমা দেওয়া, বিল পরিশোধ, প্রতিদিনের খরচ কভার করতে ব্যবহার করা হয়। তাই অবশ্যই সেখানে বেশ কিছু অর্থ রাখতে হবে। কিন্তু চেকিং অ্যাকাউন্টগুলি কম সুদের হারের জন্যও কুখ্যাত, ফলে খুব বেশি লাভ পাওয়া যায় না। ঠিক কত টাকা রাখা উচিত, এর কোনও সম্ভাব্য উত্তর নেই। কারণ প্রত্যেকের মাসিক খরচ আলাদা। তবে অ্যাকাউন্টে কত টাকা রাখলে চলবে, তা নির্ধারণ করার কয়েকটি উপায় রয়েছে। আর্থিক বিশেষজ্ঞরা বলেন, টাকার অঙ্কটা ২ লাখ থেকে ৩ লাখ। হ্যাঁ, অনেকের কাছে একটু বেশি মনে হতে পারে, বিশেষ করে যাঁদের নিত্যদিনের খরচ কম লাগে।
advertisement