Airbnb| করোনার জেরে ক্ষতি! বিপুল কর্মী ছাঁটছে এই সংস্থা

Last Updated:
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে সব কর্মীকে ছাঁটা হয়েছে, তাঁদের ১৪ সপ্তাহের পারিশ্রমিক ও প্রতি বছর ধরে ১টি করে সপ্তাহের পারিশ্রমিক দেওয়া হবে৷
1/6
স্যান ফ্রান্সিসকো: কর্মীদের মাইনে আগেই ছাঁটার কথা ঘোষণা করেছে OYO৷ এ বার চাকরি ছাঁটাইয়ের পথে আরও একটি হোটেল সংস্থা Airbnb৷ সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, ২৫ শতাংশ কর্মী ছাঁটা হবে৷
স্যান ফ্রান্সিসকো: কর্মীদের মাইনে আগেই ছাঁটার কথা ঘোষণা করেছে OYO৷ এ বার চাকরি ছাঁটাইয়ের পথে আরও একটি হোটেল সংস্থা Airbnb৷ সংস্থা সিদ্ধান্ত নিয়েছে, ২৫ শতাংশ কর্মী ছাঁটা হবে৷
advertisement
2/6
করোনা ভাইরাসের জেরে ব্যবসায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে৷ তার জেরেই কর্মী ছাঁটাই করা হচ্ছে৷ অর্থাত্‍ Airbnb-তে চাকরি হারাচ্ছেন প্রায় ১৯০০ কর্মী৷
করোনা ভাইরাসের জেরে ব্যবসায় বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে৷ তার জেরেই কর্মী ছাঁটাই করা হচ্ছে৷ অর্থাত্‍ Airbnb-তে চাকরি হারাচ্ছেন প্রায় ১৯০০ কর্মী৷
advertisement
3/6
সংস্থার কর্ণধার ব্রায়ান চেসকির কথায়, 'আমাদের ব্যবসায় ব্যাপক খারাপ অবস্থা৷ এখনও পর্যন্ত যা বুঝতে পারছি, ২০১৯ সালে সংস্থা যা আয় করেছিল, ২০২০ সালে তা অর্ধেকেরও বেশি কম হবে৷'
সংস্থার কর্ণধার ব্রায়ান চেসকির কথায়, 'আমাদের ব্যবসায় ব্যাপক খারাপ অবস্থা৷ এখনও পর্যন্ত যা বুঝতে পারছি, ২০১৯ সালে সংস্থা যা আয় করেছিল, ২০২০ সালে তা অর্ধেকেরও বেশি কম হবে৷'
advertisement
4/6
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে সব কর্মীকে ছাঁটা হবে, তাঁদের ১৪ সপ্তাহের পারিশ্রমিক ও প্রতি বছর ধরে ১টি করে সপ্তাহের পারিশ্রমিক দেওয়া হবে৷
সংবাদ সংস্থা রয়টার্স জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে যে সব কর্মীকে ছাঁটা হবে, তাঁদের ১৪ সপ্তাহের পারিশ্রমিক ও প্রতি বছর ধরে ১টি করে সপ্তাহের পারিশ্রমিক দেওয়া হবে৷
advertisement
5/6
করোনা ভাইরাসের জেরে লক্ষ লক্ষ পর্যটক বুকিং বাতিল করেছেন৷ তার জেরে পর্যটন শিল্প ধুঁকছে৷ Airbnb-র মালিকরা আগামী ৬ মাস বেতন নেবেন না৷ উচ্চপদস্থ কর্মীদের ৫০ শতাংশ বেতন ছাঁটাই করা হয়েছে৷
করোনা ভাইরাসের জেরে লক্ষ লক্ষ পর্যটক বুকিং বাতিল করেছেন৷ তার জেরে পর্যটন শিল্প ধুঁকছে৷ Airbnb-র মালিকরা আগামী ৬ মাস বেতন নেবেন না৷ উচ্চপদস্থ কর্মীদের ৫০ শতাংশ বেতন ছাঁটাই করা হয়েছে৷
advertisement
6/6
৪০০ কোটি ডলারের একটি তহবিল তৈরি করেছে সংস্থা৷ সেই তহবিল থেকে বিভিন্ন দেশে আরও কেউ যাতে নিজেদের সম্পত্তিকে এয়ার বিএনবি-র মাধ্যমে ব্যবসায়ীক কাজে লাগাতে পারে, তার জন্য খরচ করা হবে৷
৪০০ কোটি ডলারের একটি তহবিল তৈরি করেছে সংস্থা৷ সেই তহবিল থেকে বিভিন্ন দেশে আরও কেউ যাতে নিজেদের সম্পত্তিকে এয়ার বিএনবি-র মাধ্যমে ব্যবসায়ীক কাজে লাগাতে পারে, তার জন্য খরচ করা হবে৷
advertisement
advertisement
advertisement