চাহিদা থাকে সব সময়েই, এভাবে পেঁপে চাষ করুন, কম সময়ে ধনী হবেন, জেনে নিন সহজ পদ্ধতি
- Published by:Dolon Chattopadhyay
- local18
Last Updated:
Agriculture News; সারা বছর বাজারে চাহিদা থাকা পেঁপে চাষ খুবই লাভজনক। কম খরচে ও কম সময়ে এই ফল ফলিয়ে আপনি সহজেই উপার্জন বাড়াতে পারেন। জেনে নিন পেঁপে চাষের সহজ এবং কার্যকর পদ্ধতি।
পেঁপে খেতে ভালবাসেন না, এমন মানুষ খুব কমই দেখা যায়। পাকা পেঁপে হোক বা পেঁপের ঝোল, দুই সমান সুস্বাদু, পুষ্টিগুণ তো অন্তহীন! এ হেন পেঁপে এমন একটি ফল যা সারা বছর বাজারে পাওয়া যায় এবং এর চাহিদা সবসময়ই থাকে। অন্যান্য ফসলের তুলনায় কৃষকরা এর চাষ থেকে বেশি লাভ করতে পারেন। পেঁপে চাষের একটি প্রধান বৈশিষ্ট্য হল এতে বিনিয়োগ কম। কৃষকরা একটি ফলন থেকেই লক্ষ লক্ষ টাকা আয় করতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পেঁপে চাষ করা বেশ সহজ। প্রথমে পেঁপের বীজের নার্সারি তৈরি করা হয়, তারপর জমি দুবার গভীরভাবে চাষ করে সমতল করা হয় এবং গর্ত খনন করা হয়। এর পরে, ভালভাবে পচা গোবর সার গর্তে মিশিয়ে গর্তটি ভরাট করা হয় এবং পেঁপে গাছ লাগানো হয়। একটি গাছের থেকে অন্য গাছের দূরত্ব প্রায় ৩ থেকে ৪ ফুট হওয়া উচিত, এতে গাছের বৃদ্ধি ভাল হয় এবং ফলনও বেশি হয়। গাছ লাগানোর মাত্র ৪ থেকে ৫ মাস পরেই ফসল কাটা শুরু হয়।