২ লাখ ব্যাঙ্ক কর্মীর চাকরি খাবে AI ? শীঘ্রই বড় পরিবর্তন আসছে, সামনে এল রিপোর্ট
- Written by:Trending Desk
- trending-desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
সম্প্রতি বিশ্বের তাবড় তথ্য-প্রযুক্তি কর্তাদের নিয়ে সমীক্ষা চালিয়েছিল ব্লুমবার্গ ইন্টিলিজেন্স। সেখানেই উঠে এসেছে এই তথ্য।
advertisement
সম্প্রতি বিশ্বের তাবড় তথ্য-প্রযুক্তি কর্তাদের নিয়ে সমীক্ষা চালিয়েছিল ব্লুমবার্গ ইন্টিলিজেন্স। সেখানেই উঠে এসেছে এই তথ্য। তার উপর ভিত্তি করেই বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে বিআই। প্রতিবেদনের লেখক এবং ব্লুমবার্গ ইন্টেলিজেন্স (বিআই)-এর সিনিয়র বিশ্লেষক টোমাস নোটজেল বলছেন, “ব্যাক অফিস, মিডল অফিস এবং অপারেশন পদে যাঁরা কাজ করেন, তাঁদের চাকরির ঝুঁকি সবচেয়ে বেশি।”
advertisement
advertisement
advertisement
advertisement
আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্সের কারণে প্রচুর কর্মী ছাঁটাই হলেও ব্যাঙ্কগুলোর লাভও হবে ব্যাপক। অনুমান করা হচ্ছে, ২০২৭ সালের মধ্যে ব্যাঙ্কগুলোর প্রি-ট্যাক্স লাভ ১২ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশ হতে পারে। কারণ এআই-এর দৌলতে উৎপাদন বাড়বে। ১০ জনের মধ্যে ৮ জন মনে করেন, জেনেরেটিভ এআই-এর হাত ধরে আগামী তিন থেকে পাঁচ বছরে উৎপাদনশীলতা এবং রাজস্ব কমপক্ষে ৫ শতাংশ বাড়বে।
advertisement
গত কয়েক বছর ধরেই আইটি সিস্টেম ঢেলে সাজানোর কাজ করছে ব্যাঙ্ক। লক্ষ্য একটাই, খরচ কমানো এবং উৎপাদন বাড়ানো। ব্যাঙ্ক কর্তারা এখন নতুন প্রজন্মের এআই টুলের দিকে ঝুঁকছেন। যাতে উৎপাদনশীলতা আরও বাড়ানো যায়। ব্লুমবার্গের ইন্টিলিজেন্সের এই প্রতিবেদনে অনেকেই অবাক হয়ে গিয়েছেন। তবে গত বছরের জুন মাসেই এমন ইঙ্গিত দিয়েছিল সিটি ব্যাঙ্ক। তারা বলেছিল, ব্যাঙ্কিং সেক্টরের ৫৪ শতাংশ চাকরি এআই-এর হাতে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে।









