Gold Price: ৭ হাজার টাকা পর্যন্ত সস্তায় মিলছে সোনা, আজ সোনা কিনলে লাভ করবেন প্রচুর....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সোনার গয়না কেনার টাকা বর্তমানে না থাকলে AUGMONT- EMI এর মাধ্যমে সোনা কেনার অপশন রয়েছে ৷
সোনার কেনার পরিকল্পনা থাকলে এখনই সেরা সুযোগ বলে মনে করছেন বিশেষজ্ঞরা ৷ ফের একবার সোনার দাম বাড়তে শুরু করেছে ৷ ৩০ জুলাই শুক্রবার সোনা ও রুপোর দাম ফের ঊর্ধ্বমুখী ছিল ৷ কমেক্সে গত ৬ সপ্তাহের সোনার দাম সবচেয়ে উচ্চ স্তরে রয়েছে ৷ অন্যদিকে MCX -এ সোনার দাম ৪৮০০০ পেরিয়ে গিয়েছে ৷ তবে তা সত্ত্বেও সোনা এখনও রেকর্ড দাম ৫৬২৫৪ টাকা থেকে ৭৮৩১ টাকা সস্তা রয়েছে ৷ অগাস্ট ২০২০-তে রেকর্ড দাম বেড়েছিল সোনার ৷
advertisement
advertisement
advertisement
সোনার গয়না কেনার টাকা বর্তমানে না থাকলে AUGMONT- EMI এর মাধ্যমে সোনা কেনার অপশন রয়েছে ৷ EMI-তে শপিং করার সুবিধা দিচ্ছে AUGMONT ৷ এর জন্য প্রথমে কেবল ২০ শতাংশ ডাউন পেমেন্ট করতে হবে ৷ ২০ শতাংশ ডাউন পেমেন্টের পর EMI দিতে হবে ৷ লাস্ট EMI পেমেন্টের ১০ দিনের মধ্যে ডেলিভারি করা হবে ৷ এর জন্য কোনও বাড়তি চার্জ দিতে হবে না গ্রাহকদের ৷