কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন অত্যন্ত বড় খবর, কেননা কিছুদিনে মধ্যে মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা হতে পারে ৷ এটি নিশ্চিত ৪ শতাংশ হারে ডিএ বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
2/ 12
অগাস্টে মোট ডিএ ৩৮ শতাংশ হয়ে যাবে ৷ (AICPI Index numbers)-এর সূচক অনুযায়ী মে মাসেই নির্ধারিত হয়েছে যে ৪ শতাংশ করে ডিএ বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
3/ 12
৩১ জুলাই ২০২২ (AICPI Index numbers)-এর সূচক প্রকাশিত হবে ৷ এরপরেই আরও পরিষ্কার হবে ডিএ ঠিক কত শতাংশ বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 12
কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা All India Consumer price Index-IW-এর লিঙ্কের মাধ্যমে হয়ে থাকে ৷ যদি লাগাতার বাড়তে থাকে সূচক সেক্ষেত্রে মহার্ঘ ভাতা আরও বাড়তে পারে ৷ প্রতীকী ছবি ৷
5/ 12
মে ২০২২, AICPI-এর সূচক ১২৯-এ ছিল ৷ সেই সূত্রেই বলা যেতে পারে কমপক্ষে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 12
যদি ডিএ (Dearness allowance) বেড়ে ৩৮ শতাংশ হয় সেক্ষেত্রে কত টাকা বাড়তে পারে ন্যূনতম ও সর্বাধিক বেতনে দেখে নেওয়া যাক একনজরে ৷ প্রতীকী ছবি ৷
7/ 12
বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৩৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন ৷ নতুন মহার্ঘ ভাতা ঘোষণা হবে অগাস্ট ২০২২-এ ৷ বেতনের পরিবর্তনের অঙ্কটি দেখুন একনজরে ৷ প্রতীকী ছবি ৷
8/ 12
মোদি সরকারের যে সমস্ত কর্মীদের সর্বাধিক বেসিক স্যালারি তাঁদের বেতন কতখানি বাড়ছে - ৫৬,৯০০ টাকা বেসিক বেতন, নতুন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ ২১,৬২২ প্রতি মাসে ৷ প্রতীকী ছবি ৷
9/ 12
বর্তমানে ৩৪ শতাংশ করে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা অর্থাৎ ১৯,৩৪৬ টাকা, ২১,৬২২-১৯,৩৪৬ টাকা = ২,২৬০ টাকা বাড়বে প্রতি মাসে ৷ বার্ষিক বেতনে বৃদ্ধি ২,২৬০X১২= ২৭,১২০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
10/ 12
যাঁদের ন্যূনতম বেসিক স্যালারি দেখে নেওয়া যাক তাঁদের বেতন কতখানি বাড়তে চলেছে ৷ ১৮,০০০ মাসিক বেসিক স্যালারি, নতুন মহার্ঘ ভাতা ৩৮ শতাংশ, ৬,৮৪০ টাকা প্রতি মাসে ৷ প্রতীকী ছবি ৷
11/ 12
বর্তমানের ডিএ ৩৪ শতাংশ, ৬,১২০ টাকা ৷ ৬,৮৪০-৬,১২০ টাকা = ১,০৮০ টাকা প্রতি মাসে বাড়ছে, বার্ষিক বেতন বাড়বে ৭২০X১২ = ৮,৬৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
12/ 12
বর্তমানের ডিএ ৩৪ শতাংশ, ৬,১২০ টাকা ৷ ৬,৮৪০-৬,১২০ টাকা = ১,০৮০ টাকা প্রতি মাসে বাড়ছে, বার্ষিক বেতন বাড়বে ৭২০X১২ = ৮,৬৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷