7th Pay Commission: বড় সিদ্ধান্তের পথে Modi সরকার? ন্যূনতম বেসিক পে ১৮ থেকে বেড়ে ২৬ হাজার টাকা!

Last Updated:
7th Pay Commission|Central Government Employees Fitment Factor|Narendra Modi Government's Employees Firment factor|Modi Government's Employees DA Hike|Central Government Employees HRA Hike|Central Government Employees Salary Hike|Business: এই মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন বেড়ে ঢুকবে অ্যাকাউন্টে ৷ এমনটাই জল্পনা চলছে ৷
1/16
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন নিতান্তই বড় খবর আসছে ৷ এই মাসের বেতনের সঙ্গেই বৃদ্ধিপ্রাপ্ত বেতনের টাকা ঢুকবে অ্যাকাউন্টে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন নিতান্তই বড় খবর আসছে ৷ এই মাসের বেতনের সঙ্গেই বৃদ্ধিপ্রাপ্ত বেতনের টাকা ঢুকবে অ্যাকাউন্টে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
মোদি সরকার কর্মীদের বেসিক স্যালারি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ কেননা ডিএ (DA), এইচআরএ (HRA), টিএ (TA)-এর পরে আরও একটি বড় উপহার পেতে পারেন ৷ আসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির কথাবার্তা চলছে ৷ প্রতীকী ছবি ৷
মোদি সরকার কর্মীদের বেসিক স্যালারি বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ৷ কেননা ডিএ (DA), এইচআরএ (HRA), টিএ (TA)-এর পরে আরও একটি বড় উপহার পেতে পারেন ৷ আসলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির কথাবার্তা চলছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
এর আগে ২০১৬ সালে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হয়েছিল ৷ সেই সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন এক ধাক্কায় (Basic Salary) ৬,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮,০০০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এর আগে ২০১৬ সালে ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হয়েছিল ৷ সেই সময়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের মূল বেতন এক ধাক্কায় (Basic Salary) ৬,০০০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ১৮,০০০ টাকা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
এবার নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বেতনে (CG employees salary) ফের বৃদ্ধি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
এবার নরেন্দ্র মোদি সরকার কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বেতনে (CG employees salary) ফের বৃদ্ধি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
সূত্রের খবর নতুন বছরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) বাড়তে পারে (7th Pay Commission) ৷ ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ন্যূনতম বেতন (Minimum wages) ফের বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
সূত্রের খবর নতুন বছরে কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) বাড়তে পারে (7th Pay Commission) ৷ ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির সঙ্গে সঙ্গে ন্যূনতম বেতন (Minimum wages) ফের বৃদ্ধি পাবে বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
ফিটমেন্ট ফ্যাক্টর যদি কার্যকর হয় তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আড়াই গুণ বাড়তে পারে ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশে (7th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমস্ত ভাতা-সহ বেতন নির্ধারিত হয় ফিটমেন্ট ফ্যাক্টর ও মূল বেতন (Basic Salary)-এর মাধমে নির্ধারিত হয় ৷ প্রতীকী ছবি ৷
ফিটমেন্ট ফ্যাক্টর যদি কার্যকর হয় তবে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বেতন আড়াই গুণ বাড়তে পারে ৷ সপ্তম বেতন কমিশনের সুপারিশে (7th Pay Commission) কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমস্ত ভাতা-সহ বেতন নির্ধারিত হয় ফিটমেন্ট ফ্যাক্টর ও মূল বেতন (Basic Salary)-এর মাধমে নির্ধারিত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
আসলে কর্মচারীদের দীর্ঘ সময় ধরে দাবি আছে যে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment factor news) বৃদ্ধির ২.৫৭ শতাংশ থেকে ৩.৬৮ শতাংশ করা হোক এমনই দাবি করছেন কর্মীরা ৷ ফলে কর্মীদের ন্যূনতম বেতনও বৃদ্ধি পাবে ৷ প্রতীকী ছবি ৷
আসলে কর্মচারীদের দীর্ঘ সময় ধরে দাবি আছে যে ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment factor news) বৃদ্ধির ২.৫৭ শতাংশ থেকে ৩.৬৮ শতাংশ করা হোক এমনই দাবি করছেন কর্মীরা ৷ ফলে কর্মীদের ন্যূনতম বেতনও বৃদ্ধি পাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
আশা করা হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২২-তে যে বাজেট পেশ করা হবে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটনেন্ট ফ্যাক্টারের বিষয়ে তুলনা করা হবে ৷ তারপরেই কর্মীরা আশা করতে পারেন ন্যূনতম বেতন বৃদ্ধি হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
আশা করা হচ্ছে ১ ফেব্রুয়ারি ২০২২-তে যে বাজেট পেশ করা হবে তাতে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটনেন্ট ফ্যাক্টারের বিষয়ে তুলনা করা হবে ৷ তারপরেই কর্মীরা আশা করতে পারেন ন্যূনতম বেতন বৃদ্ধি হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
ন্যূনতম বেতন=১৮,০০০ টাকা, ভাতা যোগ করে বেতন ১৮,০০০X২.৬০=৪৬,২৬০ টাকা, ৩ শতাংশ করে বৃদ্ধি হলে বৃদ্ধি পাবে ২৬,০০০X৩ = ৭৮,০০০ টাকা, মোট বৃদ্ধি পেতে পারে ৭৮,০০০-৪৬,২৬০=৩১,৭৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
ন্যূনতম বেতন=১৮,০০০ টাকা, ভাতা যোগ করে বেতন ১৮,০০০X২.৬০=৪৬,২৬০ টাকা, ৩ শতাংশ করে বৃদ্ধি হলে বৃদ্ধি পাবে ২৬,০০০X৩ = ৭৮,০০০ টাকা, মোট বৃদ্ধি পেতে পারে ৭৮,০০০-৪৬,২৬০=৩১,৭৪০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
অর্থাৎ কর্মীদের বেতন বৃদ্ধি পাবে ৩১,৭৪০ টাকা ৷ এই গণনা ন্যূনতম বেসিক স্যালারির নিরিখেই হয়েছে ৷ যাঁদের বেসিক স্যালারি আরও বেশি তাঁদের টাকা আরও বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
অর্থাৎ কর্মীদের বেতন বৃদ্ধি পাবে ৩১,৭৪০ টাকা ৷ এই গণনা ন্যূনতম বেসিক স্যালারির নিরিখেই হয়েছে ৷ যাঁদের বেসিক স্যালারি আরও বেশি তাঁদের টাকা আরও বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet approval) অনুমোদন দিতে পারে ৷ বাজেটের (Union Budget 2022) আগে খসড়ার অনুমোদন নিয়ে বাজেটের পরেই এটি কার্যকর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
কেন্দ্রীয় সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধির বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভা (Cabinet approval) অনুমোদন দিতে পারে ৷ বাজেটের (Union Budget 2022) আগে খসড়ার অনুমোদন নিয়ে বাজেটের পরেই এটি কার্যকর হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
তবে এই ফিটমেন্ট ফ্যাক্টারের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায় সেক্ষত্রে তা বাজেটের (Budget 2022) অন্তর্গত করার প্রয়োজন নেই ৷ ফিটমেন্ট ফ্যাক্টর (Central govt employee Fitment factor) কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অনুমোদন পেলে বেতন বাম্পার বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
তবে এই ফিটমেন্ট ফ্যাক্টারের খসড়া মন্ত্রিসভায় অনুমোদন পায় সেক্ষত্রে তা বাজেটের (Budget 2022) অন্তর্গত করার প্রয়োজন নেই ৷ ফিটমেন্ট ফ্যাক্টর (Central govt employee Fitment factor) কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অনুমোদন পেলে বেতন বাম্পার বাড়বে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হলেই বাড়েবে ন্যূনতম বেতন ৷ ২.৫৭ শতাংশ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে হতে পারে ৩.৬৮ শতাংশ ৷ সপ্তম বেতন কমিশনের অন্তর্গত (7th Pay Commission) সুপারিশ মানতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
ফিটমেন্ট ফ্যাক্টর বৃদ্ধি হলেই বাড়েবে ন্যূনতম বেতন ৷ ২.৫৭ শতাংশ থেকে ফিটমেন্ট ফ্যাক্টর বেড়ে হতে পারে ৩.৬৮ শতাংশ ৷ সপ্তম বেতন কমিশনের অন্তর্গত (7th Pay Commission) সুপারিশ মানতে চাইছে কেন্দ্রীয় সরকার ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
কিন্তু ন্যূনতম বেতন (Minimum salary under 7th CPC) বৃদ্ধির পক্ষপাতী নয় কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর ৩ গুণ বৃদ্ধি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
কিন্তু ন্যূনতম বেতন (Minimum salary under 7th CPC) বৃদ্ধির পক্ষপাতী নয় কেন্দ্র ৷ কেন্দ্রীয় সরকার ফিটমেন্ট ফ্যাক্টর ৩ গুণ বৃদ্ধি করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
ফিটমেন্ট ফ্যাক্টর তিনগুণ বৃদ্ধি করলে বেসিক স্যালারি ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা হবে ৷ ক্যাবিনেট সচিবের সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির বৈঠকে এই রকমই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
ফিটমেন্ট ফ্যাক্টর তিনগুণ বৃদ্ধি করলে বেসিক স্যালারি ১৮,০০০ টাকা থেকে ২৬,০০০ টাকা হবে ৷ ক্যাবিনেট সচিবের সঙ্গে ট্রেড ইউনিয়নগুলির বৈঠকে এই রকমই প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement