Income Tax: আয়কর জমা দেওয়ার সময় আসছে, এই ১১ উপায় মেনে চললে অনেক টাকা বাঁচবে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন।
৩১ মার্চ আয়কর জমা দেওয়ার শেষ দিন। আয়কর আইন ১৯৬১-এর আওতায় একাধিক ছাড় পান চাকরিজীবীরা। তবে এটা নির্ভর করে দুটি জিনিসের উপর। প্রথমত, বেছে নেওয়া কর কাঠামো। দ্বিতীয়ত, ব্যয় বা বিনিয়োগ থেকে ডিডাকশন দাবি। সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন। দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement
ধারা ৮০সি: ধারা ৮০সি-র আওতায় করদাতা এক অর্থবর্ষে ১.৫ লাখ টাকা করছাড় দাবি করতে পারেন। তবে এই সুবিধা শুধুমাত্র পুরনো কর কাঠামোতেই মিলবে। এই ধারার আওতায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম, ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইত্যাদি বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ধারা ৮০ইইবি: করদাতা বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য লোনে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত ডিডাকশন দাবি করতে পারেন। তবে ২০১৯-এর ১ এপ্রিল থেকে ২০২৩-এর ৩১ মার্চের মধ্যে লোন মঞ্জুর হতে হবে।স্ট্যান্ডার্ড ডিডাকশন: পুরনো এবং নতুন কর কাঠামো অধীনে চাকরিজীবী ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দাবি করতে পারেন।