Income Tax: আয়কর জমা দেওয়ার সময় আসছে, এই ১১ উপায় মেনে চললে অনেক টাকা বাঁচবে

Last Updated:
সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন।
1/10
৩১ মার্চ আয়কর জমা দেওয়ার শেষ দিন। আয়কর আইন ১৯৬১-এর আওতায় একাধিক ছাড় পান চাকরিজীবীরা। তবে এটা নির্ভর করে দুটি জিনিসের উপর। প্রথমত, বেছে নেওয়া কর কাঠামো। দ্বিতীয়ত, ব্যয় বা বিনিয়োগ থেকে ডিডাকশন দাবি। সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন। দেখে নেওয়া যাক সেগুলো।
৩১ মার্চ আয়কর জমা দেওয়ার শেষ দিন। আয়কর আইন ১৯৬১-এর আওতায় একাধিক ছাড় পান চাকরিজীবীরা। তবে এটা নির্ভর করে দুটি জিনিসের উপর। প্রথমত, বেছে নেওয়া কর কাঠামো। দ্বিতীয়ত, ব্যয় বা বিনিয়োগ থেকে ডিডাকশন দাবি। সরকারি এবং বেসরকারি চাকরিজীবীরা নতুন এবং পুরনো কর কাঠামোর অধীনে ১১টি কর ডিডাকশন দাবি করতে পারেন। দেখে নেওয়া যাক সেগুলো।
advertisement
2/10
ধারা ৮০সি: ধারা ৮০সি-র আওতায় করদাতা এক অর্থবর্ষে ১.৫ লাখ টাকা করছাড় দাবি করতে পারেন। তবে এই সুবিধা শুধুমাত্র পুরনো কর কাঠামোতেই মিলবে। এই ধারার আওতায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম, ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইত্যাদি বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।
ধারা ৮০সি: ধারা ৮০সি-র আওতায় করদাতা এক অর্থবর্ষে ১.৫ লাখ টাকা করছাড় দাবি করতে পারেন। তবে এই সুবিধা শুধুমাত্র পুরনো কর কাঠামোতেই মিলবে। এই ধারার আওতায় পাবলিক প্রভিডেন্ট ফান্ড, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড, ইক্যুইটি-লিঙ্কড সেভিংস স্কিম, ট্যাক্স-সেভিং ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট ইত্যাদি বিনিয়োগ অন্তর্ভুক্ত রয়েছে।
advertisement
3/10
ধারা ৮০সিসিডি(১বি): ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করে করদাতা ৫০ হাজার টাকা ছাড় দাবি করতে পারেন। এই ছাড় পাওয়া যায় ধারা ৮০সি-র আওতায় কাটার পর।
ধারা ৮০সিসিডি(১বি): ন্যাশনাল পেনশন সিস্টেমে বিনিয়োগ করে করদাতা ৫০ হাজার টাকা ছাড় দাবি করতে পারেন। এই ছাড় পাওয়া যায় ধারা ৮০সি-র আওতায় কাটার পর।
advertisement
4/10
ধারা ৮০সিসিডি(২): এই ধারার আওতায় করদাতার নিয়োগকর্তা যখন এনপিএস অ্যাকাউন্টে অবদান রাখে তখন ডিডাকশন দাবি করা যায়। বেসরকারি কর্মীরা তাঁর বেতনের সর্বোচ্চ ১০ শতাংশ এবং সরকারি কর্মীরা বেতনের ১৪ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
ধারা ৮০সিসিডি(২): এই ধারার আওতায় করদাতার নিয়োগকর্তা যখন এনপিএস অ্যাকাউন্টে অবদান রাখে তখন ডিডাকশন দাবি করা যায়। বেসরকারি কর্মীরা তাঁর বেতনের সর্বোচ্চ ১০ শতাংশ এবং সরকারি কর্মীরা বেতনের ১৪ শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন।
advertisement
5/10
ধারা ৮০ডি: করদাতা নিজের, স্ত্রীর, সন্তান বা পিতামাতার জন্য স্বাস্থ্যবিমা কিনলে ধারা ৮০ডি-র আওতায় করছাড় দাবি করতে পারেন। এই সুবিধা পুরনো কর কাঠামোতেই পাওয়া যায়।
ধারা ৮০ডি: করদাতা নিজের, স্ত্রীর, সন্তান বা পিতামাতার জন্য স্বাস্থ্যবিমা কিনলে ধারা ৮০ডি-র আওতায় করছাড় দাবি করতে পারেন। এই সুবিধা পুরনো কর কাঠামোতেই পাওয়া যায়।
advertisement
6/10
লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স: কর্মী তাঁর নিজের এবং পরিবারের (স্বামী, সন্তান, পিতামাতা, ভাইবোন) জন্য এই ছাড় দাবি করতে পারেন। আয়কর আইনে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এলটিএ-র ডিডাকশন হিসেবে দাবি করা পরিমাণের জন্য কী কী প্যারামিটার অনুসরণ করতে হবে।
লিভ ট্রাভেল অ্যালাওয়েন্স: কর্মী তাঁর নিজের এবং পরিবারের (স্বামী, সন্তান, পিতামাতা, ভাইবোন) জন্য এই ছাড় দাবি করতে পারেন। আয়কর আইনে স্পষ্ট করে দেওয়া হয়েছে, এলটিএ-র ডিডাকশন হিসেবে দাবি করা পরিমাণের জন্য কী কী প্যারামিটার অনুসরণ করতে হবে।
advertisement
7/10
হাউজ রেন্ট অ্যালাওয়েন্স: পুরনো কর কাঠামোর আওতায় করদাতা যদি ভাড়া বাড়িতে থাকেন এবং বেতনের অংশ হিসেবে এইচআরএ পান তাহলে তিনি হাউজ রেন্ট অ্যালাওয়েন্স দাবি করতে পারেন। আর যদি কোনও করদাতা এইচআরএ না পান কিন্তু ভাড়া বাড়িতে থাকেন তাহলে তিনি বার্ষিক ভাড়া হিসেবে সর্বোচ্চ ৬০ হাজার টাকা দাবি করতে পারেন।
হাউজ রেন্ট অ্যালাওয়েন্স: পুরনো কর কাঠামোর আওতায় করদাতা যদি ভাড়া বাড়িতে থাকেন এবং বেতনের অংশ হিসেবে এইচআরএ পান তাহলে তিনি হাউজ রেন্ট অ্যালাওয়েন্স দাবি করতে পারেন। আর যদি কোনও করদাতা এইচআরএ না পান কিন্তু ভাড়া বাড়িতে থাকেন তাহলে তিনি বার্ষিক ভাড়া হিসেবে সর্বোচ্চ ৬০ হাজার টাকা দাবি করতে পারেন।
advertisement
8/10
ডিডাকশন ফর লিভ এনক্যাশমেন্ট: ১০(১০এএ)-এর আওতায় লিভ এনক্যাশমেন্ট বলতে অবসরগ্রহণের সময় অব্যবহৃত অর্জিত ছুটির নগদীকরণ বোঝায়। এই ক্ষেত্রে সরকারি কর্মীদের কোনও আর্থিক সীমা নেই। বেসরকারি কর্মীদের সুনির্দিষ্ট হিসেব মেনে চলতে হয়।
ডিডাকশন ফর লিভ এনক্যাশমেন্ট: ১০(১০এএ)-এর আওতায় লিভ এনক্যাশমেন্ট বলতে অবসরগ্রহণের সময় অব্যবহৃত অর্জিত ছুটির নগদীকরণ বোঝায়। এই ক্ষেত্রে সরকারি কর্মীদের কোনও আর্থিক সীমা নেই। বেসরকারি কর্মীদের সুনির্দিষ্ট হিসেব মেনে চলতে হয়।
advertisement
9/10
ডিডাকশন ফর হোম লোন ইন্টারেস্ট: ধারা ২৪(বি)-এর আওতায় হোম লোনের সুদে সর্বোচ্চ ২ লাখ টাকা ডিডাকশন দাবি করা যায়।ধারা ৮০ই: ধারা ৮০ই-এর আওতায় করদাতা এডুকেশন লোনে ডিডাকশন দাবি করতে পারেন। এই ডিডাকশনের কোনও সর্বোচ্চ সীমা নেই।
ডিডাকশন ফর হোম লোন ইন্টারেস্ট: ধারা ২৪(বি)-এর আওতায় হোম লোনের সুদে সর্বোচ্চ ২ লাখ টাকা ডিডাকশন দাবি করা যায়।ধারা ৮০ই: ধারা ৮০ই-এর আওতায় করদাতা এডুকেশন লোনে ডিডাকশন দাবি করতে পারেন। এই ডিডাকশনের কোনও সর্বোচ্চ সীমা নেই।
advertisement
10/10
ধারা ৮০ইইবি: করদাতা বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য লোনে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত ডিডাকশন দাবি করতে পারেন। তবে ২০১৯-এর ১ এপ্রিল থেকে ২০২৩-এর ৩১ মার্চের মধ্যে লোন মঞ্জুর হতে হবে।স্ট্যান্ডার্ড ডিডাকশন: পুরনো এবং নতুন কর কাঠামো অধীনে চাকরিজীবী ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দাবি করতে পারেন।
ধারা ৮০ইইবি: করদাতা বৈদ্যুতিক যানবাহন কেনার জন্য লোনে সর্বোচ্চ ১.৫ লাখ টাকা পর্যন্ত ডিডাকশন দাবি করতে পারেন। তবে ২০১৯-এর ১ এপ্রিল থেকে ২০২৩-এর ৩১ মার্চের মধ্যে লোন মঞ্জুর হতে হবে।স্ট্যান্ডার্ড ডিডাকশন: পুরনো এবং নতুন কর কাঠামো অধীনে চাকরিজীবী ৫০ হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিডাকশন দাবি করতে পারেন।
advertisement
advertisement
advertisement