আপনার পকেটে কি এই ১০ টাকার কয়েন রয়েছে? আসল না জাল? কী ভাবে চিনবেন? বলে দিল RBI
- Published by:Tias Banerjee
Last Updated:
10 Rupee Coin: এ পর্যন্ত মোট ১৪ ধরনের ₹10 মুদ্রা চালু হয়েছে, তাই সাধারণ মানুষের মধ্যে এই বিভ্রান্তি থেকেই গিয়েছে। কেউ বলেন, টাকার চিহ্ন (₹) দেওয়া মুদ্রাই আসল, আবার কেউ বলেন শুধুমাত্র ১০ লাইনযুক্ত মুদ্রা বৈধ। সত্যিটা কী? জানুন।
advertisement
মুদ্রা তৈরির কাজ ভারত সরকারের মিন্টে হয় এবং সময় অনুযায়ী অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে বিভিন্ন নকশা মুদ্রায় ফুটিয়ে তোলা হয়। সাধারণ মানুষের মধ্যে ভ্রান্ত ধারণা থাকায় অনেকে ১০ টাকার মুদ্রা নিতে চান না। কারও ধারণা, ₹ চিহ্ন দেওয়া মুদ্রাই আসল, আবার কেউ মনে করেন শুধুমাত্র ১০ লাইনের মুদ্রাই বৈধ।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এই বিভ্রান্তি দূর করতে RBI তার ওয়েবসাইটে স্পষ্টভাবে জানিয়েছে, সব ধরনের ₹10 মুদ্রাই বৈধ এবং কেউ যদি এই মুদ্রা নিতে অস্বীকার করেন, তবে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতে পারে। এমনকি RBI এই বিষয়ে সাহায্যের জন্য ১৪৪৪০ নম্বরে একটি টোল-ফ্রি IVRS সেবা চালু করেছে, যেখানে ফোন করলেই স্বয়ংক্রিয় বার্তার মাধ্যমে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।