*বীরভূম থেকে সুদূর বিদেশের মাটিতে বীরভূমের বাউল গান পৌঁছে দেওয়ার জন্য ওয়ার্কশপ চালাচ্ছেন বীরভূমের জামবনির বাউল শিল্পী রাজু দাস বাউল। তিনি গত ৩০ জুন থেকে ব্রিটিনের ওয়ালনি আইল্যান্ডের ORMSGILL প্রাইমারি স্কুলে এই ওয়ার্কশপ চালাচ্ছেন। সেখানে এই ওয়ার্কশপ চালানোর পর তিনি ১১ জুন ফের বোলপুরে ফিরে আসবেন। প্রতিবেদন ও ছবি: মাধব দাস।
*রাজু দাস বাউল জানিয়েছেন, তিনি বিভিন্ন সময় গান রেকর্ডিং করে তা সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন। সেই সকল গান দেখেই বিদেশের বিভিন্ন বাউল অনুরাগীরা তার সঙ্গে যোগাযোগ করে এবং তাকে সেই সকল দেশে ওয়ার্কশপ করানোর জন্য আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতেই তিনি মাঝে মাঝেই বিদেশের মাটিতে পাড়ি দেন এবং ওয়ার্কশপ করে আসেন।
*রাজু দাস বাউল সম্প্রতি ব্রিটেনের এই প্রাইমারি স্কুলে ওয়ার্কশপ করার পরিপ্রেক্ষিতে জানিয়েছেন, এখানকার খুদে পড়ুয়ারা বীরভূমের বাউল গানের প্রতি প্রচন্ড আগ্রহ দেখানোর পাশাপাশি বাউলের সঙ্গে সংযুক্ত বিভিন্ন ধরনের বাজনার প্রতিও তাদের আকর্ষণ প্রবল। এই আকর্ষণের পরিপ্রেক্ষিতেই তারা মনোযোগ সহকারে ওয়ার্কশপে অংশগ্রহণ করছেন।