Kaushiki Amavasya 2023: কৌশিকী অমাবস্যায় বামাক্ষ্যাপার ভিটে জনশূন্য! কারণ জানলে অবাক হবেন

Last Updated:
তারাপীঠের সঙ্গে বামদেবের নাম অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই বামাক্ষ্যাপার জন্মস্থান আটলাই আসতে পারছেন না তীর্থ যাত্রীরা।
1/5
আজ কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার আগেই সাজিয়ে তোলা হয়েছিল তারাপীঠ মন্দির চত্বর। করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ এলাকা।
আজ কৌশিকী অমাবস্যা। কৌশিকী অমাবস্যার আগেই সাজিয়ে তোলা হয়েছিল তারাপীঠ মন্দির চত্বর। করা নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা তারাপীঠ এলাকা।
advertisement
2/5
এই কৌশিক অমাবস্যার বিশেষ পুজো নিয়ে জড়িত রয়েছে নানান পৌরাণিক কাহিনী। আমাবস্যার এই পবিত্র লগ্নে মা তারাকে রাজবেশে সাজিয়ে সারাদিন মায়ের পূজা চলছে।
এই কৌশিক অমাবস্যার বিশেষ পুজো নিয়ে জড়িত রয়েছে নানান পৌরাণিক কাহিনী। আমাবস্যার এই পবিত্র লগ্নে মা তারাকে রাজবেশে সাজিয়ে সারাদিন মায়ের পূজা চলছে।
advertisement
3/5
তারাপীঠের সঙ্গে বামদেবের নাম অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই বামাক্ষ্যাপার জন্মস্থান আটলাই আসতে পারছেন না তীর্থ যাত্রীরা।
তারাপীঠের সঙ্গে বামদেবের নাম অতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। সেই বামাক্ষ্যাপার জন্মস্থান আটলাই আসতে পারছেন না তীর্থ যাত্রীরা।
advertisement
4/5
এই বিষয়ে সাধক বামাক্ষ্যাপার ভাইয়ের নাতির ছেলে শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় জানান প্রশাসনের পক্ষ থেকে আটলার রাস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত। কোনও টোটো চালকদের এই রাস্তা দিয়ে আসতে দেওয়া হচ্ছে না, আর যার ফলে তারাপীঠ মন্দির থেকে সাধক বামাক্ষ্যাপার জন্ম ভিটেতে যেতে পারছেন না দর্শনার্থীরা।
এই বিষয়ে সাধক বামাক্ষ্যাপার ভাইয়ের নাতির ছেলে শুভেন্দু বিকাশ রায় বন্দ্যোপাধ্যায় জানান প্রশাসনের পক্ষ থেকে আটলার রাস্তা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে যাতায়াত। কোনও টোটো চালকদের এই রাস্তা দিয়ে আসতে দেওয়া হচ্ছে না, আর যার ফলে তারাপীঠ মন্দির থেকে সাধক বামাক্ষ্যাপার জন্ম ভিটেতে যেতে পারছেন না দর্শনার্থীরা।
advertisement
5/5
ফলত তারাপীঠে আজ সকাল থেকেই লক্ষাধিক মানুষের সমাগম হলেও, বামাক্ষ্যাপার জন্মস্থানে হাতে গোনা কয়েকজন দর্শনার্থী।
ফলত তারাপীঠে আজ সকাল থেকেই লক্ষাধিক মানুষের সমাগম হলেও, বামাক্ষ্যাপার জন্মস্থানে হাতে গোনা কয়েকজন দর্শনার্থী।
advertisement
advertisement
advertisement