বিয়ের আগে পাত্রপাত্রীর ৩৬টি গুণ না মিললে বিবাহিত জীবনে পাহাড় সমান সমস্যার সৃষ্টি! রইল সহজ সরল পদ্ধতিতে বাঁচার রাস্তা

Last Updated:
Hindu Religion Wedding|Hindu Marriage|Rashifal|Rashichakra|Zodiac Sign|Horoscope|Astrological Prediction|Life Style: হবু বর-বউয়ের মধ্যে ১৮ টাক কম এমনকী ১৭টি গুণও মেলে সেক্ষেত্রেও বিয়ে দেওয়া উচিৎ নয় ৷ কেননা সংসার সুখের নাও হতে পারে
1/12
বিয়ের আগে ৩৬টি গুণ মিলিয়ে নিতে হয় এমন কথা কম বেশি অনেকেই শুনে থাকবেন ৷ হিন্দুধর্মে (Hindu Marriage) বিয়ের আগে নতুন বর বউয়ের ঠিকুজি ও কুষ্ঠি (Kundali Matching) মিলিয়ে নিতে হয় ৷ অন্তত অনেকেই মিলিয়ে নেন ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
বিয়ের আগে ৩৬টি গুণ মিলিয়ে নিতে হয় এমন কথা কম বেশি অনেকেই শুনে থাকবেন ৷ হিন্দুধর্মে (Hindu Marriage) বিয়ের আগে নতুন বর বউয়ের ঠিকুজি ও কুষ্ঠি (Kundali Matching) মিলিয়ে নিতে হয় ৷ অন্তত অনেকেই মিলিয়ে নেন ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/12
৩৬টি বিষয়ও কুষ্ঠি মিলিয়ে নেওয়ার সময় কোন কোন বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হয় ৷ বরও বউয়ের বিবাহিত জীবন যাতে সুখের হয় সেই কারণেই কুষ্ঠি মিলিয়ে কাজ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
৩৬টি বিষয়ও কুষ্ঠি মিলিয়ে নেওয়ার সময় কোন কোন বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হয় ৷ বরও বউয়ের বিবাহিত জীবন যাতে সুখের হয় সেই কারণেই কুষ্ঠি মিলিয়ে কাজ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/12
বিয়ে ঠিক হলে পাত্র ও পাত্রীর মোট ৩৬টি গুণের মধ্যে কমপক্ষে ১৮টি গুণ মেলাতেই হয় ৷ তখনই সেই বিয়ে হয়ে থাকে অন্যথায় বিয়ে হয়না ৷ প্রতীকী ছবি ৷
বিয়ে ঠিক হলে পাত্র ও পাত্রীর মোট ৩৬টি গুণের মধ্যে কমপক্ষে ১৮টি গুণ মেলাতেই হয় ৷ তখনই সেই বিয়ে হয়ে থাকে অন্যথায় বিয়ে হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/12
কোন কোন ৩৬টি গুণ ৷ প্রধানত বিয়ের সময়ে অষ্টগুণ মেলানো হয় ৷ নারীর ৮টি গুণ থাকতে হয় ৷ ভকুটের গুণ, গণমৈত্রীর ৬ গুণ, গ্রহমৈত্রীর ৫ গুণ ৷ প্রতীকী ছবি ৷
কোন কোন ৩৬টি গুণ ৷ প্রধানত বিয়ের সময়ে অষ্টগুণ মেলানো হয় ৷ নারীর ৮টি গুণ থাকতে হয় ৷ ভকুটের গুণ, গণমৈত্রীর ৬ গুণ, গ্রহমৈত্রীর ৫ গুণ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/12
যোনি মৈত্রীর ৪ গুণ, তারাবলের ৩ গুণ, বৈশ্বের ২ গুণ ও বর্ণের এক গুণ ৷ এই রকম ভাবে ৩৬ গুণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
যোনি মৈত্রীর ৪ গুণ, তারাবলের ৩ গুণ, বৈশ্বের ২ গুণ ও বর্ণের এক গুণ ৷ এই রকম ভাবে ৩৬ গুণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/12
বিয়ের পরে বর-বউয়ের সঙ্গে সংসারের পরিবেশ যাতে অনুকূল হয় সে বিষয়ে বিশেষ ভাবে নজর দেওয়া হয়ে থাকে যেমন সন্তান সুখ, ধন-দৌলত বৃদ্ধি, দীর্ঘায়ু এই সমস্ত মিলে দু'পক্ষের ৩৬ গুণ মেলানো হয় ৷ প্রতীকী ছবি ৷
বিয়ের পরে বর-বউয়ের সঙ্গে সংসারের পরিবেশ যাতে অনুকূল হয় সে বিষয়ে বিশেষ ভাবে নজর দেওয়া হয়ে থাকে যেমন সন্তান সুখ, ধন-দৌলত বৃদ্ধি, দীর্ঘায়ু এই সমস্ত মিলে দু'পক্ষের ৩৬ গুণ মেলানো হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/12
মুহূর্তচিন্তামণি গ্রহতে অষ্টকুটে বর্ণ, বশ্য, তারা, যোনি, গ্রহ, মন্ত্রী, গণ, ভকূট ও নারীকে এর অন্তর্গত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
মুহূর্তচিন্তামণি গ্রহতে অষ্টকুটে বর্ণ, বশ্য, তারা, যোনি, গ্রহ, মন্ত্রী, গণ, ভকূট ও নারীকে এর অন্তর্গত করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/12
মোট ৩৬টির মধ্যে ১৮ থেকে ২১ গুণ মিললে তা মধ্যম রূপে মেনে নেওয়া হয় ৷ এর বেশি গুণ মিললে তা শুভ মিলন বলে মনে করা হয় ৷ কোনও স্বামী-স্ত্রীর মধ্যে ৩৬টি গুণ মিলবে তেমন যোগ দুর্লভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
মোট ৩৬টির মধ্যে ১৮ থেকে ২১ গুণ মিললে তা মধ্যম রূপে মেনে নেওয়া হয় ৷ এর বেশি গুণ মিললে তা শুভ মিলন বলে মনে করা হয় ৷ কোনও স্বামী-স্ত্রীর মধ্যে ৩৬টি গুণ মিলবে তেমন যোগ দুর্লভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/12
যদি ১৮ গুণের থেকে কম ১৭ গুণ হয়ে থাকে সেক্ষেত্রে বিয়ে করাই উচিৎ নয় ৷ মনে করা হয় এমন বিয়ে মোটেই সুখের নয় ৷ এই সংযোগ থেকে বেরিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
যদি ১৮ গুণের থেকে কম ১৭ গুণ হয়ে থাকে সেক্ষেত্রে বিয়ে করাই উচিৎ নয় ৷ মনে করা হয় এমন বিয়ে মোটেই সুখের নয় ৷ এই সংযোগ থেকে বেরিয়ে আসা অত্যন্ত প্রয়োজনীয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/12
যদি কারও কুষ্টিতে মাঙ্গলিক যোগ থাকে তবে তাঁর বিবাহ কোনও মাঙ্গলিক যোগের সঙ্গে করানো উচিৎ সাধারণ মানুষের তাঁর সঙ্গে বিয়ে করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
যদি কারও কুষ্টিতে মাঙ্গলিক যোগ থাকে তবে তাঁর বিবাহ কোনও মাঙ্গলিক যোগের সঙ্গে করানো উচিৎ সাধারণ মানুষের তাঁর সঙ্গে বিয়ে করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/12
যদি বিয়ে হয়েও যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য এটা ঠিকও নয় ৷ প্রতীকী ছবি ৷
যদি বিয়ে হয়েও যায় সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির জন্য এটা ঠিকও নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/12
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থন করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
নিউজ ১৮ বাংলা কোনও কুসংস্কার প্রচার করেনা বা সমর্থন করেনা ৷ যেকোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement