Swapna Shastra: নিজেকে নিজে সঙ্গমরত অবস্থায় দেখছেন? কিংবা প্রাক্তনের সঙ্গে যৌনমিলনে রত? এই স্বপ্নের অর্থ কী?

Last Updated:
যৌন স্বপ্নের ক্ষেত্রে ব্যাপারটা ততটাও সহজ নয়। ধরা যাক, স্বপ্নে পরিচিত কারও সঙ্গে তুমুল যৌনতায় মেতে উঠেছেন কেউ। এমন স্বপ্ন দেখে মাঝরাতে ধরফর করে ঘুম ভেঙে জেগে ওঠাই তো স্বাভাবিক! বাস্তব জীবনে যাঁদের জন্য ন্যূনতন যৌন আকর্ষণও বোধ করার প্রশ্নই ওঠে না, তাঁদের সঙ্গেই বিছানা ভাগ করে নেওয়ার মতো স্বপ্ন মাথায় এল কীভাবে?
1/8
যৌন স্বপ্নের ক্ষেত্রে ব্যাপারটা ততটাও সহজ নয়। ধরা যাক, স্বপ্নে পরিচিত কারও সঙ্গে তুমুল যৌনতায় মেতে উঠেছেন কেউ। এমন স্বপ্ন দেখে মাঝরাতে ধরফর করে ঘুম ভেঙে জেগে ওঠাই তো স্বাভাবিক! বাস্তব জীবনে যাঁদের জন্য ন্যূনতন যৌন আকর্ষণও বোধ করার প্রশ্নই ওঠে না, তাঁদের সঙ্গেই বিছানা ভাগ করে নেওয়ার মতো স্বপ্ন মাথায় এল কীভাবে?
যৌন স্বপ্নের ক্ষেত্রে ব্যাপারটা ততটাও সহজ নয়। ধরা যাক, স্বপ্নে পরিচিত কারও সঙ্গে তুমুল যৌনতায় মেতে উঠেছেন কেউ। এমন স্বপ্ন দেখে মাঝরাতে ধরফর করে ঘুম ভেঙে জেগে ওঠাই তো স্বাভাবিক! বাস্তব জীবনে যাঁদের জন্য ন্যূনতন যৌন আকর্ষণও বোধ করার প্রশ্নই ওঠে না, তাঁদের সঙ্গেই বিছানা ভাগ করে নেওয়ার মতো স্বপ্ন মাথায় এল কীভাবে?
advertisement
2/8
যৌন স্বপ্নের কোনও আক্ষরিক অর্থ হয় না। তবে এর অন্তর্নিহিত মানে অবশ্যই আছে। স্বপ্ন বিশ্লেষক লরি লোয়েনবার্গ তাই বলছেন, , ‘স্বপ্নে যৌনতায় মেতে ওঠার অর্থ দুটো শরীর এক হতে চাইছে তা নয়, বরং দুটো মন মিশতে চাইছে।'
যৌন স্বপ্নের কোনও আক্ষরিক অর্থ হয় না। তবে এর অন্তর্নিহিত মানে অবশ্যই আছে। স্বপ্ন বিশ্লেষক লরি লোয়েনবার্গ তাই বলছেন, , ‘স্বপ্নে যৌনতায় মেতে ওঠার অর্থ দুটো শরীর এক হতে চাইছে তা নয়, বরং দুটো মন মিশতে চাইছে।'
advertisement
3/8
 প্রাক্তনের সঙ্গে যৌন মিলনের স্বপ্ন দেখার অর্থ  তিনি প্রাক্তনকে মিস করছেন কিংবা প্রাক্তনের সঙ্গে যৌনতা তাঁকে যে তৃপ্তি দিত, সেটাই মনে পড়ছে। লোয়েনবার্গ বলছেন, অতীত এবং বর্তমান সম্পর্কের মিলগুলো থেকেও কেউ এমন স্বপ্ন দেখতে পারে।
প্রাক্তনের সঙ্গে যৌন মিলনের স্বপ্ন দেখার অর্থ তিনি প্রাক্তনকে মিস করছেন কিংবা প্রাক্তনের সঙ্গে যৌনতা তাঁকে যে তৃপ্তি দিত, সেটাই মনে পড়ছে। লোয়েনবার্গ বলছেন, অতীত এবং বর্তমান সম্পর্কের মিলগুলো থেকেও কেউ এমন স্বপ্ন দেখতে পারে।
advertisement
4/8
প্রিয় বন্ধুকে নিয়েও এমন স্বপ্ন দেখতে পারেন।  লোয়েনবার্গ বলছেন, ‘কারও সঙ্গে আবেগ বা গভীর মনস্তাত্বিক যোগ থাকলে তাঁকে নিয়ে যৌন স্বপ্ন আসতেই পারে’। এতে লজ্জার কিছু নেই।
প্রিয় বন্ধুকে নিয়েও এমন স্বপ্ন দেখতে পারেন। লোয়েনবার্গ বলছেন, ‘কারও সঙ্গে আবেগ বা গভীর মনস্তাত্বিক যোগ থাকলে তাঁকে নিয়ে যৌন স্বপ্ন আসতেই পারে’। এতে লজ্জার কিছু নেই।
advertisement
5/8
সহকর্মীকে নিয়েও এমন স্বপ্ন দেখতে পারেন। সহকর্মীর কোনও গুণ নিজের মধ্যে আত্মস্থ করতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই এই ধরনের স্বপ্ন এসেছে।
সহকর্মীকে নিয়েও এমন স্বপ্ন দেখতে পারেন। সহকর্মীর কোনও গুণ নিজের মধ্যে আত্মস্থ করতে চাওয়ার আকাঙ্ক্ষা থেকেই এই ধরনের স্বপ্ন এসেছে।
advertisement
6/8
যদি কেউ প্রতারণার স্বপ্ন দেখেন, তাহলে তিনি অজান্তেই সম্পর্কের মধ্যে তৃতীয় কিছুকে বাড়তে দিচ্ছেন’। অর্থাৎ সম্পর্কে কিছু অনুপস্থিত রয়েছে।
যদি কেউ প্রতারণার স্বপ্ন দেখেন, তাহলে তিনি অজান্তেই সম্পর্কের মধ্যে তৃতীয় কিছুকে বাড়তে দিচ্ছেন’। অর্থাৎ সম্পর্কে কিছু অনুপস্থিত রয়েছে।
advertisement
7/8
একসঙ্গে অনেকের সঙ্গে যৌনতার স্বপ্নও দেখতে পারেন। একসঙ্গে একাধিক বিষয় নিয়ে উদ্বেগে ভুগলেও অনেক সময় এমনটা হয়।
একসঙ্গে অনেকের সঙ্গে যৌনতার স্বপ্নও দেখতে পারেন। একসঙ্গে একাধিক বিষয় নিয়ে উদ্বেগে ভুগলেও অনেক সময় এমনটা হয়।
advertisement
8/8
যদি কেউ স্বপ্ন দেখেন, তাঁর সঙ্গী প্রতারণা করছেন? তাহলেও বুঝতে হবে সম্পর্কে কিছু একটা মিসিং।
যদি কেউ স্বপ্ন দেখেন, তাঁর সঙ্গী প্রতারণা করছেন? তাহলেও বুঝতে হবে সম্পর্কে কিছু একটা মিসিং।
advertisement
advertisement
advertisement