Vishwakarma Puja 2024: বিশ্বকর্মা পুজোয় খুলবে ভাগ্যের চাকা...! রাত পোহালেই 'মালামাল' হতে করুন এই ছোট্ট কাজ, আসবে অঢেল টাকা, ভাসবেন সুখের সাগরে

Last Updated:
Vishwakarma Puja 2024: রাত পোহালেই বিশ্বকর্মা পুজো৷ প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর সারাদেশে ধুমধাম করে পালিত হয়। কোন উপায়ে ভগবান বিশ্বকর্মার পুজো করলে দ্বিগুন লাভবান হওয়া যায়, তা জেনে নিন৷
1/6
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো৷ প্রতিবছর বিশ্বকর্মা পুজো শুধুমাত্র একটি নির্দিষ্ট তারিখে পালিত হয়। প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর সারাদেশে ধুমধাম করে পালিত হয়।
রাত পোহালেই বিশ্বকর্মা পুজো৷ প্রতিবছর বিশ্বকর্মা পুজো শুধুমাত্র একটি নির্দিষ্ট তারিখে পালিত হয়। প্রতি বছর ১৭ই সেপ্টেম্বর সারাদেশে ধুমধাম করে পালিত হয়।
advertisement
2/6
বিশ্বকর্মা পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের স্থপতি বলা হয়। বলা যায় ভগবান বিশ্বকর্মাও পৃথিবীর প্রথম প্রকৌশলী। জেনে নিন দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে। কোন উপায়ে ভগবান বিশ্বকর্মার পুজো করলে দ্বিগুন লাভবান হওয়া যায়, তা জেনে নিন৷
বিশ্বকর্মা পূজার বিশেষ তাৎপর্য রয়েছে। ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের স্থপতি বলা হয়। বলা যায় ভগবান বিশ্বকর্মাও পৃথিবীর প্রথম প্রকৌশলী। জেনে নিন দেওঘরের জ্যোতিষীর কাছ থেকে। কোন উপায়ে ভগবান বিশ্বকর্মার পুজো করলে দ্বিগুন লাভবান হওয়া যায়, তা জেনে নিন৷
advertisement
3/6
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগাল জানান, ১৭ সেপ্টেম্বর সারা দেশে বিশ্বকর্মা পুজোর উৎসব পালিত হয়। এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে মেশিন, যানবাহন ও কলকারখানার পুজো করা হয়।
দেওঘরের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগাল জানান, ১৭ সেপ্টেম্বর সারা দেশে বিশ্বকর্মা পুজোর উৎসব পালিত হয়। এই উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে মেশিন, যানবাহন ও কলকারখানার পুজো করা হয়।
advertisement
4/6
পুজোর দিন সম্পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে করতে হবে। এই দিনে স্নান করে পবিত্র করার জন্য উপাসনালয়ে গঙ্গাজল ছিটিয়ে দিন। একটি প্ল্যাটফর্মে একটি হলুদ কাপড় বিছিয়ে লাল রঙের কুমকুম দিয়ে একটি স্বস্তিক প্রতীক তৈরি করুন। গণেশকে মনে মনে স্মরণ করুন।
পুজোর দিন সম্পূর্ণ আচার-অনুষ্ঠানের সঙ্গে করতে হবে। এই দিনে স্নান করে পবিত্র করার জন্য উপাসনালয়ে গঙ্গাজল ছিটিয়ে দিন। একটি প্ল্যাটফর্মে একটি হলুদ কাপড় বিছিয়ে লাল রঙের কুমকুম দিয়ে একটি স্বস্তিক প্রতীক তৈরি করুন। গণেশকে মনে মনে স্মরণ করুন।
advertisement
5/6
এরপর ষোদপুচার পদ্ধতিতে পুজো করুন। এই পদ্ধতিতে পুজো করলে ভগবান বিশ্বকর্মা খুব খুশি হন এবং সব কাজে উন্নতি হয়। বিশ্বকর্মা তুষ্ট হলেই কাটবে আর্থিক সঙ্কট, ঘরে থাকবে সুখ-শান্তি৷
এরপর ষোদপুচার পদ্ধতিতে পুজো করুন। এই পদ্ধতিতে পুজো করলে ভগবান বিশ্বকর্মা খুব খুশি হন এবং সব কাজে উন্নতি হয়। বিশ্বকর্মা তুষ্ট হলেই কাটবে আর্থিক সঙ্কট, ঘরে থাকবে সুখ-শান্তি৷
advertisement
6/6
সুপারি, রোলি, হলুদ অশ্বগন্ধা, হলুদ, লবঙ্গ, মৌলি, কাঠের পদ, হলুদ কাপড়, মাটির পাত্র, নবগ্রহ, পবিত্র সুতো, এলাচ, সুগন্ধি, শুকনো নারকেল, নারকেল, ভগবান বিশ্বকর্মা পূজার জন্য ধূপকাঠি, অক্ষত ফল, মিষ্টি, কর্পূর, দেশি ঘি, হবন কুণ্ড, আম কাঠ, দই, ফুল এবং শসা অবশ্যই পুজোর সময় রাখবেন।
সুপারি, রোলি, হলুদ অশ্বগন্ধা, হলুদ, লবঙ্গ, মৌলি, কাঠের পদ, হলুদ কাপড়, মাটির পাত্র, নবগ্রহ, পবিত্র সুতো, এলাচ, সুগন্ধি, শুকনো নারকেল, নারকেল, ভগবান বিশ্বকর্মা পূজার জন্য ধূপকাঠি, অক্ষত ফল, মিষ্টি, কর্পূর, দেশি ঘি, হবন কুণ্ড, আম কাঠ, দই, ফুল এবং শসা অবশ্যই পুজোর সময় রাখবেন।
advertisement
advertisement
advertisement