Vishwakarma Puja 2023 Zodiac: ৫০ বছর পর বিরল যোগ! ১ দিন দেরীতে পুজো! বিশ্বকর্মার আশীর্বাদে সোনায় মুড়বে ৪ রাশির জীবন

Last Updated:
Vishwakarma Puja 2023 Zodiac Signs : চান্দ্রপঞ্জিকা অনুসারে যখন সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেন, তখনই উত্তরায়ন শুরু হয়। তখনই হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন।
1/12
*১৭ সেপ্টেম্বর মানেই আকাশে ঘুড়ির মেলা। বিশ্বকর্মা পুজো। তবে এ বছর বিশ্বকর্মা পুজো পিছিয়ে গিয়েছে একদিন। ১৭ সেপ্টেম্বরের বদলে এ বার বিশ্বকর্মা পুজো হবে ১৮ সেপ্টেম্বর। যেখানে প্রায় প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়, সেখানে এ বার কেন আরও একদিন পিছিয়ে গেল দেবশিল্পীর পুজো? জ্যোতিষ মতে রয়েছে তার নির্দিষ্ট কারণ...সংগৃহীত ছবি। 
*১৭ সেপ্টেম্বর মানেই আকাশে ঘুড়ির মেলা। বিশ্বকর্মা পুজো। তবে এ বছর বিশ্বকর্মা পুজো পিছিয়ে গিয়েছে একদিন। ১৭ সেপ্টেম্বরের বদলে এ বার বিশ্বকর্মা পুজো হবে ১৮ সেপ্টেম্বর। যেখানে প্রায় প্রত্যেক বছর ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো হয়, সেখানে এ বার কেন আরও একদিন পিছিয়ে গেল দেবশিল্পীর পুজো? জ্যোতিষ মতে রয়েছে তার নির্দিষ্ট কারণ...সংগৃহীত ছবি। 
advertisement
2/12
*হিন্দু ধর্মের কোনও পুজোরই দিন নির্দিষ্ট থাকে না। তবে বিশ্বকর্মা পুজোর দিনটি নির্দিষ্টই থাকে। সনাতন ধর্ম মতে সমস্ত দেবদেবীর পুজো হয় চন্দ্রের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে। চান্দ্রপঞ্জিকা মতে হয় পুজো। সংগৃহীত ছবি। 
*হিন্দু ধর্মের কোনও পুজোরই দিন নির্দিষ্ট থাকে না। তবে বিশ্বকর্মা পুজোর দিনটি নির্দিষ্টই থাকে। সনাতন ধর্ম মতে সমস্ত দেবদেবীর পুজো হয় চন্দ্রের গতিপ্রকৃতির ওপর নির্ভর করে। চান্দ্রপঞ্জিকা মতে হয় পুজো। সংগৃহীত ছবি। 
advertisement
3/12
*বিশ্বকর্মা পুজো হয় সূর্যের গতিপ্রকৃতি মেনে। ধর্মমতে বছরে ছ'মাস থাকে উত্তরায়ন। ছ'মাস থাকে দক্ষিণায়ন। দক্ষিণায়নের সময় দেবতারা ঘুমিয়ে থাকেন। চান্দ্রপঞ্জিকা অনুসারে যখন সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেন, তখনই উত্তরায়ন শুরু হয়। তখনই হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। সংগৃহীত ছবি। 
*বিশ্বকর্মা পুজো হয় সূর্যের গতিপ্রকৃতি মেনে। ধর্মমতে বছরে ছ'মাস থাকে উত্তরায়ন। ছ'মাস থাকে দক্ষিণায়ন। দক্ষিণায়নের সময় দেবতারা ঘুমিয়ে থাকেন। চান্দ্রপঞ্জিকা অনুসারে যখন সূর্যদেব সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করেন, তখনই উত্তরায়ন শুরু হয়। তখনই হয় বিশ্বকর্মা পুজোর আয়োজন। সংগৃহীত ছবি। 
advertisement
4/12
*এ বিষয়ে জ্যোতিষ চর্চায় দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করা ত্রিলোচন গোস্বামী জানিয়েছেন, বিষয়টি স্পষ্ট করে বোঝালে ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। ভাদ্র সংক্রান্তির দিনটি প্রায় সব বছরেই স্থির থাকে। মূলত বাংলা পঞ্জিকা অনুসারে যে প্রথম পাঁচটি মাস রয়েছে, তার নির্দিষ্ট দিন সংখ্যা ১৫৬ দিন। সংগৃহীত ছবি। 
*এ বিষয়ে জ্যোতিষ চর্চায় দিনের বেশিরভাগ সময় অতিবাহিত করা ত্রিলোচন গোস্বামী জানিয়েছেন, বিষয়টি স্পষ্ট করে বোঝালে ভাদ্র মাসের সংক্রান্তিতে হয় বিশ্বকর্মা পুজো। ভাদ্র সংক্রান্তির দিনটি প্রায় সব বছরেই স্থির থাকে। মূলত বাংলা পঞ্জিকা অনুসারে যে প্রথম পাঁচটি মাস রয়েছে, তার নির্দিষ্ট দিন সংখ্যা ১৫৬ দিন। সংগৃহীত ছবি। 
advertisement
5/12
*কিন্তু এই পাঁচটি মাসের কোনও মাসে যদি দিন সংখ্যা ২৯ বা ৩২ হয়, তাহলে ভাদ্র সংক্রান্তি একদিন এগিয়ে যায় অথবা পিছিয়ে যায়। এ বছর জৈষ্ঠ মাসের দিন সংখ্যা ছিল ৩২। যার ফলে ভাদ্র সংক্রান্তি একদিন পিছিয়েছে। সেই কারণেই ১৭ সেপ্টেম্বরের বদলে ১৮ সেপ্টেম্বরে পালিত হবে বিশ্বকর্মা পুজো। সংগৃহীত ছবি। 
*কিন্তু এই পাঁচটি মাসের কোনও মাসে যদি দিন সংখ্যা ২৯ বা ৩২ হয়, তাহলে ভাদ্র সংক্রান্তি একদিন এগিয়ে যায় অথবা পিছিয়ে যায়। এ বছর জৈষ্ঠ মাসের দিন সংখ্যা ছিল ৩২। যার ফলে ভাদ্র সংক্রান্তি একদিন পিছিয়েছে। সেই কারণেই ১৭ সেপ্টেম্বরের বদলে ১৮ সেপ্টেম্বরে পালিত হবে বিশ্বকর্মা পুজো। সংগৃহীত ছবি। 
advertisement
6/12
*বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে যাওয়ার প্রভাব পড়তে চলেছে রাশিচক্রে? ত্রিলোচন গোস্বামী জানিয়েছেন, অবশ্যই বিশ্বকর্মা পুজোর তিথির প্রভাব পড়বে রাশিচক্রে। তবে এই তিথিতে গ্রহের স্থান পরিবর্তন বেশ কয়েকটি রাশির জন্য শুভ সময় আনতে চলেছে। বিশ্বকর্মা পুজোর আগের দু'দিনে রাজা এবং রাজকুমার নিজেদের স্থান পরিবর্তন করবে। সংগৃহীত ছবি। 
*বিশ্বকর্মা পুজো একদিন পিছিয়ে যাওয়ার প্রভাব পড়তে চলেছে রাশিচক্রে? ত্রিলোচন গোস্বামী জানিয়েছেন, অবশ্যই বিশ্বকর্মা পুজোর তিথির প্রভাব পড়বে রাশিচক্রে। তবে এই তিথিতে গ্রহের স্থান পরিবর্তন বেশ কয়েকটি রাশির জন্য শুভ সময় আনতে চলেছে। বিশ্বকর্মা পুজোর আগের দু'দিনে রাজা এবং রাজকুমার নিজেদের স্থান পরিবর্তন করবে। সংগৃহীত ছবি। 
advertisement
7/12
*ত্রিলোচন গোস্বামী জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর সূর্যদেব স্বরাশি সিংহ থেকে কন্যা রাশিতে গমন করবেন। কন্যা রাশি বুধের স্বরাশি। আবার ১৬ সেপ্টেম্বর বুধ, সিংহ রাশিতে গমন করছে। সংগৃহীত ছবি। 
*ত্রিলোচন গোস্বামী জানিয়েছেন, ১৭ সেপ্টেম্বর সূর্যদেব স্বরাশি সিংহ থেকে কন্যা রাশিতে গমন করবেন। কন্যা রাশি বুধের স্বরাশি। আবার ১৬ সেপ্টেম্বর বুধ, সিংহ রাশিতে গমন করছে। সংগৃহীত ছবি। 
advertisement
8/12
*জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। আর বুধকে বলা হয় রাজকুমার। বুধ এবং সূর্যের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে। যার ফলে সূর্য এবং বুধের স্থান পরিবর্তনে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ যোগ। এই যোগ অত্যন্ত বিরল। সংগৃহীত ছবি। 
*জ্যোতিষ শাস্ত্র মতে সূর্যকে গ্রহের রাজা বলা হয়। আর বুধকে বলা হয় রাজকুমার। বুধ এবং সূর্যের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলে অভিহিত করা হয়েছে জ্যোতিষ শাস্ত্রে। যার ফলে সূর্য এবং বুধের স্থান পরিবর্তনে তৈরি হচ্ছে অত্যন্ত শুভ যোগ। এই যোগ অত্যন্ত বিরল। সংগৃহীত ছবি। 
advertisement
9/12
*বুধ এবং সূর্যের রাশি পরিবর্তনের ফলে ১২ রাশির জাতক জাতিকাদের ওপর প্রভাব পড়বে। কিন্তু বেশ কয়েকটি রাশির ওপর পড়বে শুভ প্রভাব। সংগৃহীত ছবি। 
*বুধ এবং সূর্যের রাশি পরিবর্তনের ফলে ১২ রাশির জাতক জাতিকাদের ওপর প্রভাব পড়বে। কিন্তু বেশ কয়েকটি রাশির ওপর পড়বে শুভ প্রভাব। সংগৃহীত ছবি। 
advertisement
10/12
advertisement
11/12
*সূর্যের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের বিপুল ধনসম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। যে কোন ক্ষেত্রেই উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। আটকে থাকা কাজ এই সময় শেষ হতে পারে। ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতির বিপুল সম্ভাবনা এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক-জাতিকাদের। সংগৃহীত ছবি। 
*সূর্যের রাশি পরিবর্তনের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের বিপুল ধনসম্পদ লাভের সম্ভাবনা রয়েছে। যে কোন ক্ষেত্রেই উন্নতি হবে এই রাশির জাতক-জাতিকাদের। আটকে থাকা কাজ এই সময় শেষ হতে পারে। ব্যবসা ও কর্মক্ষেত্রে উন্নতির বিপুল সম্ভাবনা এবং আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে সিংহ রাশির জাতক-জাতিকাদের। সংগৃহীত ছবি। 
advertisement
12/12
*বুধ এবং সূর্যের রাশি পরিবর্তনের ফলে ভাগ্য চমকানোর সম্ভাবনা রয়েছে কন্যা এবং কর্কট রাশিরও। এই সময় ব্যবসায় দারুন উন্নতির সুযোগ রয়েছে। চাকরিজীবীদের জীবনেও হবে উন্নতি। রয়েছে অর্থ প্রাপ্তিযোগ। তবে লেনদেনের সময় তাদের সতর্ক থাকতে হবে। বিদেশ যাত্রা সুযোগ পাওয়া যেতে পারে এই রাশি পরিবর্তনে। সংগৃহীত ছবি।
*বুধ এবং সূর্যের রাশি পরিবর্তনের ফলে ভাগ্য চমকানোর সম্ভাবনা রয়েছে কন্যা এবং কর্কট রাশিরও। এই সময় ব্যবসায় দারুন উন্নতির সুযোগ রয়েছে। চাকরিজীবীদের জীবনেও হবে উন্নতি। রয়েছে অর্থ প্রাপ্তিযোগ। তবে লেনদেনের সময় তাদের সতর্ক থাকতে হবে। বিদেশ যাত্রা সুযোগ পাওয়া যেতে পারে এই রাশি পরিবর্তনে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement