Tulsi Vastu Tips 2023: সংসার নরক! চরম অশান্তি-বিশাল ক্ষতি! ভুল দিনে তুলসি গাছে জল ও পুজো? জীবনে সাড়ে সর্বনাশ

Last Updated:
Tulsi Vastu Tips 2023: এই বিশেষ দিনে তুলসি গাছে কোনও ভাবেই জল দেবেন না, কেননা বিষ্ণুর জন্য দেবী তুলসি উপোস করেন সেইদিনে
1/16
হিন্দু ধর্মমতে অত্যন্ত শুভ ও পবিত্র তুলসি ৷ পূজার্চনা থেকে একাধিক ঔষধি গুণ আছে তুলসিতে ৷ প্রতীকী ছবি ৷
হিন্দু ধর্মমতে অত্যন্ত শুভ ও পবিত্র তুলসি ৷ পূজার্চনা থেকে একাধিক ঔষধি গুণ আছে তুলসিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/16
তুলসির পুজো করলে শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন ৷ তুলসি গাছ প্রতিটি গৃহস্থের উঠোনে বসানো থাকে ৷ প্রতীকী ছবি ৷
তুলসির পুজো করলে শ্রীবিষ্ণু অত্যন্ত সন্তুষ্ট হন ৷ তুলসি গাছ প্রতিটি গৃহস্থের উঠোনে বসানো থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/16
তুলসি গাছ সম্পর্কিত বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে ৷ নইলে শুভর বদলে অশুভ প্রভাব জীবনে নাজেহাল করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
তুলসি গাছ সম্পর্কিত বেশ কিছু বিষয় মাথায় রাখতে হবে ৷ নইলে শুভর বদলে অশুভ প্রভাব জীবনে নাজেহাল করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/16
তবে তুলসি গাছে জল দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বা দিন হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
তবে তুলসি গাছে জল দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বা দিন হতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/16
অনেক সময়েই দেখতে পাওয়া যায় প্রতিদিন তুলসি গাছের পুজো করা বা গাছে জল দেওয়া যায়না ৷ প্রতীকী ছবি ৷
অনেক সময়েই দেখতে পাওয়া যায় প্রতিদিন তুলসি গাছের পুজো করা বা গাছে জল দেওয়া যায়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/16
এমন হলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ৷ সকালে সর্বদা তুলসি গাছে জল দিলে তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
এমন হলে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী অসন্তুষ্ট হন ৷ সকালে সর্বদা তুলসি গাছে জল দিলে তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/16
সূর্যোদয়ের পরে স্নান সেরে তুলসি গাছে জল দেওয়াটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
সূর্যোদয়ের পরে স্নান সেরে তুলসি গাছে জল দেওয়াটা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/16
ধর্মমতে রবিবার তুলসি গাছে একদমই জল দেওা মোটেই উচিৎ নয় ৷ অন্যদিকে একাদশী তিথিতেও তুলসি গাছে জল কখনই দেবেন না ৷ প্রতীকী ছবি ৷
ধর্মমতে রবিবার তুলসি গাছে একদমই জল দেওা মোটেই উচিৎ নয় ৷ অন্যদিকে একাদশী তিথিতেও তুলসি গাছে জল কখনই দেবেন না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/16
কেননা এই তিথিতে তুলসি নিজেই উপোস থেকে ভগবান নারায়ণের প্রতি জল নিবেদন করেন ৷ প্রতীকী ছবি ৷
কেননা এই তিথিতে তুলসি নিজেই উপোস থেকে ভগবান নারায়ণের প্রতি জল নিবেদন করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/16
একাদশী তিথিতে তুলসি গাছে জল দিলে তুলসির ব্রত ভঙ্গ হয় ৷ তুলসি গাছে জল দেওয়া ছাড়াও বেশ কিছু বিষয় আছে সেই সময় বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
একাদশী তিথিতে তুলসি গাছে জল দিলে তুলসির ব্রত ভঙ্গ হয় ৷ তুলসি গাছে জল দেওয়া ছাড়াও বেশ কিছু বিষয় আছে সেই সময় বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/16
একাদশী তিথিতে তুলসি গাছে জল দিলে তুলসির ব্রত ভঙ্গ হয় ৷ তুলসি গাছে জল দেওয়া ছাড়াও বেশ কিছু বিষয় আছে সেই সময় বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
একাদশী তিথিতে তুলসি গাছে জল দিলে তুলসির ব্রত ভঙ্গ হয় ৷ তুলসি গাছে জল দেওয়া ছাড়াও বেশ কিছু বিষয় আছে সেই সময় বিষয়ে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/16
বাস্তুশাস্ত্র মতে তুলসি গাছ সর্বদা উত্তর বা উত্তর-পূর্ব দিশাতে লাগানো উচিৎ ৷ এই দিক দেবতাদের দিক বলেই মানা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বাস্তুশাস্ত্র মতে তুলসি গাছ সর্বদা উত্তর বা উত্তর-পূর্ব দিশাতে লাগানো উচিৎ ৷ এই দিক দেবতাদের দিক বলেই মানা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/16
দক্ষিণ দিকে তুলসি গাছ বসানোকে অশুভ বলেই মনে করা হয় ৷ এতে সমৃদ্ধি ব্যাহত হয় ৷ প্রতীকী ছবি ৷
দক্ষিণ দিকে তুলসি গাছ বসানোকে অশুভ বলেই মনে করা হয় ৷ এতে সমৃদ্ধি ব্যাহত হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/16
তুলসির পুজো প্রতিদিনই প্রায় করা যেতে পারে ৷ সন্ধেবেলায় পুজো না করাই ভাল ৷ সন্ধের পরে তুলসি পাতা তোলাও উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
তুলসির পুজো প্রতিদিনই প্রায় করা যেতে পারে ৷ সন্ধেবেলায় পুজো না করাই ভাল ৷ সন্ধের পরে তুলসি পাতা তোলাও উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/16
তুলসি গাছকে কখনও বাথরুম বা রান্নাঘরের কাছে রাখা উচিৎ নয় ৷ পাশাপাশি নোংরা রাখা মোটেই উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
তুলসি গাছকে কখনও বাথরুম বা রান্নাঘরের কাছে রাখা উচিৎ নয় ৷ পাশাপাশি নোংরা রাখা মোটেই উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement