Vastu Tips: বাড়িতে অসুখ লেগেই রয়েছে? টাকা নেই, উন্নতি হচ্ছে না? নতুন বছরে করুন এই কাজ! বাধা কাটবে!

Last Updated:
Vastu Tips: নতুন বছরে এই সামান্য কাজ করুন! ম্যাজিকের মতো বদলে যাবে ভাগ্য! জানুন বিশেষজ্ঞের মত
1/5
বাস্তুবিদরা বলেন, বাস্তুশাস্ত্র অনুসারে শিক্ষার্থীকে সর্বদা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করতে বসা উচিৎ। কারণ উত্তর দিক আধ্যাত্মিক ক্ষেত্র হিসেবে বাস্তুশাস্ত্রে বর্ণিত রয়েছে।
বাস্তুবিদরা বলেন, বাস্তুশাস্ত্র অনুসারে শিক্ষার্থীকে সর্বদা উত্তর দিকে মুখ করে পড়াশোনা করতে বসা উচিৎ। কারণ উত্তর দিক আধ্যাত্মিক ক্ষেত্র হিসেবে বাস্তুশাস্ত্রে বর্ণিত রয়েছে।
advertisement
2/5
বাস্তুবিদ সুকুমার রায় জানান,
বাস্তুবিদ সুকুমার রায় জানান, "বাড়ির জানালা এবং দরজা সর্বদা উত্তর-পূর্ব দিকে হওয়া উচিৎ। কারণ এই দিকের মাধ্যমে আলো বাতাসের সঙ্গে পজিটিভ এনার্জি জীবনকে এক নতুন দিশা দিয়ে থাকে।"
advertisement
3/5
নতুন বছরের প্রথম দিনেই পুরো বাড়ি পরিষ্কার করা উচিৎ। তারপর জলে হলুদ মিশিয়ে একটি পান পাতার সাহায্যে সেই হলুদ জল গোটা বাড়িতে ছিটিয়ে দিতে হবে। এতে ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বসবাস করেন এবং সুখ-শান্তিও বজায় থাকে।
নতুন বছরের প্রথম দিনেই পুরো বাড়ি পরিষ্কার করা উচিৎ। তারপর জলে হলুদ মিশিয়ে একটি পান পাতার সাহায্যে সেই হলুদ জল গোটা বাড়িতে ছিটিয়ে দিতে হবে। এতে ঘরে সর্বদা দেবী লক্ষ্মী বসবাস করেন এবং সুখ-শান্তিও বজায় থাকে।
advertisement
4/5
বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি সবুজ তুলসী গাছ লাগিয়ে প্রতি সন্ধ্যায় তুলসী তলায় ঘি-এর প্রদীপ জ্বালান। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। নিয়মিত তুলসী তলায় প্রদীপ জ্বালালে ঘরে সুখ, শান্তি আসে।
বাড়ির উত্তর-পূর্ব কোণে একটি সবুজ তুলসী গাছ লাগিয়ে প্রতি সন্ধ্যায় তুলসী তলায় ঘি-এর প্রদীপ জ্বালান। তুলসীকে দেবী লক্ষ্মীর রূপ মনে করা হয়। নিয়মিত তুলসী তলায় প্রদীপ জ্বালালে ঘরে সুখ, শান্তি আসে।
advertisement
5/5
বাস্তুশাস্ত্র মতে আয়না সর্বদা উত্তর-পূর্ব দিকে রাখা উচিৎ। কারণ সদর দরজার সামনে অথবা দক্ষিণ-পশ্চিম দিকে আয়না রাখলে মনে করা হয় জীবনে অশুভ শক্তির প্রবেশ ঘটে।
বাস্তুশাস্ত্র মতে আয়না সর্বদা উত্তর-পূর্ব দিকে রাখা উচিৎ। কারণ সদর দরজার সামনে অথবা দক্ষিণ-পশ্চিম দিকে আয়না রাখলে মনে করা হয় জীবনে অশুভ শক্তির প্রবেশ ঘটে।
advertisement
advertisement
advertisement