Dim Kasha Special Recipe: লাল লাল করে ডিমের কষা, ভাত-রুটির সঙ্গে পারফেক্ট! একটা ছোট মশলা বদলে দেবে স্বাদ, রইল রেসিপি
- Published by:Pooja Basu
- local18
- Written by:Trending Desk
Last Updated:
একবার এভাবে ডিমের গা-মাখা ঝোল বানিয়ে দেখুন, স্বাদ জিভে লেগে থাকবে, সবাই রোজ এটাই রান্নার বায়না জুড়বে, বিশেষ করে আসন্ন শীতকালে হালকা গা-মাখা এই গরম পদ রুটি বা পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে।
advertisement
advertisement
advertisement
advertisement
রেসিপিটি শেয়ার করতে গিয়ে আদিবাসী মহিলা রবিনা কচ্ছপ বলেন যে, এটি তৈরি করা অবিশ্বাস্যরকম সহজ। প্রথমে, সেদ্ধ ডিমগুলো খোসা ছাড়িয়ে তেলে ভাজা হয়, মাঝে মাঝে কম আঁচে নেড়েচেড়ে ডিমের গা বা খোসাটা একেবারে লালচে, মুচমুচে করে নেওয়া হয়। এর পর পেঁয়াজ, টমেটো, গোলমরিচ, জিরে, কাঁচালঙ্কা এবং রসুন থেঁতো করে একটা পেস্ট তৈরি করা হয়।
advertisement
রবিনা বলেন যে, এই মশলা দেওয়া পেঁয়াজ-টমেটোর পেস্টটি ডিম ভাজার জন্য ব্যবহৃত একই তেলে প্রায় ১৫ মিনিটের জন্য কম আঁচে কষানো হয়। এর পর তাতে হলুদগুঁড়ো, ধনেগুঁড়ো, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, সাধারণ লঙ্কাগুঁড়ো এবং লবণ দেওয়া হয়। মশলা থেকে তেল ছেড়ে এলে পরের ধাপে খোসা ছাড়ানো সেদ্ধ আলুর টুকরো যোগ করা হয়। আলু ভালভাবে সেদ্ধ হওয়ার জন্য কম আঁচে প্রায় ৫ থেকে ৭ মিনিট রান্না করা হয়, তার পর জল যোগ করা হয়।
advertisement
