Vastu Tips For Kitchen: রান্না ঘরের এই দুই পাত্র ভুলেও উল্টে রাখবেন না! চরম খারাপ সময় ডেকে আনবে!

Last Updated:
Vastu Tips For Kitchen: ভুলেও করবেন না এই ভুল! রান্না ঘরের এই দুই পাত্র সঠিকভাবে ব্যবহার করুন! জানুন কী কী ঘটতে পারে!
1/8
রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস! এমনটাই মনে করা হয় বাস্তু মতে! রান্নার পর সব সময় রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়! না হলে সংসারে অভাব আসে! তবে আপনি এই দুটি জিনিস যদি কখনও উল্টো করে রাখেন তাহলেই সর্বনাশ!
রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস! এমনটাই মনে করা হয় বাস্তু মতে! রান্নার পর সব সময় রান্নাঘর পরিষ্কার করে রাখতে হয়! না হলে সংসারে অভাব আসে! তবে আপনি এই দুটি জিনিস যদি কখনও উল্টো করে রাখেন তাহলেই সর্বনাশ!
advertisement
2/8
ভুলেও রান্না ঘরের এই দুটি জিনিস উল্টে রাখবেন না! কারন তাহলে নেগেটিভ শক্তি ছড়িয়ে পড়ে! সংসারে অশান্তি ডেকে আনে! অর্থ কষ্ট পিছু ছাড়তেই চাইবে না!
ভুলেও রান্না ঘরের এই দুটি জিনিস উল্টে রাখবেন না! কারন তাহলে নেগেটিভ শক্তি ছড়িয়ে পড়ে! সংসারে অশান্তি ডেকে আনে! অর্থ কষ্ট পিছু ছাড়তেই চাইবে না!
advertisement
3/8
কী সেই দুই জিনিস প্রথমটি হল কড়াই! রান্নার পর যদি কড়াই উল্টো করে রাখেন তাহলে অর্থহানি হয়! অভাব পিছু ছাড়ে না! কখনও উল্টো করে কড়াই রাখবেন না!
কী সেই দুই জিনিস প্রথমটি হল কড়াই! রান্নার পর যদি কড়াই উল্টো করে রাখেন তাহলে অর্থহানি হয়! অভাব পিছু ছাড়ে না! কখনও উল্টো করে কড়াই রাখবেন না!
advertisement
4/8
রান্নার পর খালি কড়াই গ্যাসের উপর রেখে দেওয়াও যাবে না! নোংরা কড়াই বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না! রান্নার পরেই কড়াই আগে মেজে নিয়ে একটি ভাল জায়গায় সোজা করে রাখুন! না হলে কখনও ফিরবে না ভাগ্য!
রান্নার পর খালি কড়াই গ্যাসের উপর রেখে দেওয়াও যাবে না! নোংরা কড়াই বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না! রান্নার পরেই কড়াই আগে মেজে নিয়ে একটি ভাল জায়গায় সোজা করে রাখুন! না হলে কখনও ফিরবে না ভাগ্য!
advertisement
5/8
দ্বিতীয় বস্তুটি হল চাটু! চাটুতে রুটি করা হয় সাধারণত! এই চাটুও কখনও উল্টো করে রাখতে নেই! দুর্ভাগ্য ডেকে আনবে! শুধু তাই নয় সব কাজ ভেস্তে যাবে! চাকরি বা ব্যবসায় উন্নতি হবে না! ঘরে অশান্তি লেগেই থাকবে!
দ্বিতীয় বস্তুটি হল চাটু! চাটুতে রুটি করা হয় সাধারণত! এই চাটুও কখনও উল্টো করে রাখতে নেই! দুর্ভাগ্য ডেকে আনবে! শুধু তাই নয় সব কাজ ভেস্তে যাবে! চাকরি বা ব্যবসায় উন্নতি হবে না! ঘরে অশান্তি লেগেই থাকবে!
advertisement
6/8
এছাড়া রুটি করা হয়ে গেলে গরম চাটুতে কখনও জল ঢেলে রাখবেন না! রুটি হয়ে গেলে চাটু ঠান্ডা হলে ভাল করে মেজে সোজা করে একটি পরিষ্কার জায়গায় রাখুন। জীবনে আয় উন্নতি ও সংসারের সুখ শান্তি চাইলে এখুনি এই কাজ করুন!
এছাড়া রুটি করা হয়ে গেলে গরম চাটুতে কখনও জল ঢেলে রাখবেন না! রুটি হয়ে গেলে চাটু ঠান্ডা হলে ভাল করে মেজে সোজা করে একটি পরিষ্কার জায়গায় রাখুন। জীবনে আয় উন্নতি ও সংসারের সুখ শান্তি চাইলে এখুনি এই কাজ করুন!
advertisement
7/8
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, রাতে রান্নাঘরে যেমন বাসন রাখা উচিত নয়, তেমনই কিছু পাত্র উল্টো করে রাখা উচিত নয়। বাস্তু মতে, রুটি বানানোর পর প্যানটি উল্টো করে রাখলে তা অশুভ। ভুল করেও এই কাজটি করবেন না। অনেকেরই এই অভ্যাস আছে যে, তারা রুটি বানানোর পর ওভেন থেকে প্যান নামিয়ে উল্টে রাখেন। এটি করলে অর্থের অভাব হতে পারে, আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। এমনকী আপনার ঋণের বোঝা বাড়তে পারে।
পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, রাতে রান্নাঘরে যেমন বাসন রাখা উচিত নয়, তেমনই কিছু পাত্র উল্টো করে রাখা উচিত নয়। বাস্তু মতে, রুটি বানানোর পর প্যানটি উল্টো করে রাখলে তা অশুভ। ভুল করেও এই কাজটি করবেন না। অনেকেরই এই অভ্যাস আছে যে, তারা রুটি বানানোর পর ওভেন থেকে প্যান নামিয়ে উল্টে রাখেন। এটি করলে অর্থের অভাব হতে পারে, আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। এমনকী আপনার ঋণের বোঝা বাড়তে পারে।
advertisement
8/8
এই দুটি পাত্র উল্টে করে রাখলে রাহুর দোষ হয়। এগুলো ব্যবহারের পর অবশ্যই ধুয়ে রেখে দিন। এতে পরিবারের সদস্যদের অগ্রগতিও ব্যাহত হতে পারে। বাড়িতে অশান্তিও হতে পারে৷পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, পাত্র সর্বদা পশ্চিম দিকে রাখা ভাল। বিশেষ করে পিতল, তামা, ইস্পাত এবং পিতলের বাসন পশ্চিম দিকে রাখুন, অন্য কোনও দিকে নয়।
এই দুটি পাত্র উল্টে করে রাখলে রাহুর দোষ হয়। এগুলো ব্যবহারের পর অবশ্যই ধুয়ে রেখে দিন। এতে পরিবারের সদস্যদের অগ্রগতিও ব্যাহত হতে পারে। বাড়িতে অশান্তিও হতে পারে৷পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার মতে, পাত্র সর্বদা পশ্চিম দিকে রাখা ভাল। বিশেষ করে পিতল, তামা, ইস্পাত এবং পিতলের বাসন পশ্চিম দিকে রাখুন, অন্য কোনও দিকে নয়।
advertisement
advertisement
advertisement