Vastu tips for home: খবরদার বাড়ির এই অংশে ভাড়া দেবেন না! সর্বস্বান্ত হয়ে যাবেন, ভাড়া দেওয়ার আগে জানুন বাস্তুর এই অমোঘ নিয়ম
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
কিন্তু, বাড়ি, ঘর বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের সাবধান করছেন বাস্তু বিশেষজ্ঞেরা৷ তাঁদের মতে, বাড়িতে ঘর ভাড়া দেওয়ার আগে বিশেষ কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হয়৷ তা না হলে কিন্তু, কয়েকটা টাকা পাওয়ার চক্করে সংসারের প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে৷ ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এ বিষয়ে আমাদের কী পরামর্শ দিচ্ছেন, আসুন দেখে নিই৷
advertisement
কিন্তু, বাড়ি, ঘর বা ফ্ল্যাট ভাড়া দেওয়ার আগে বাড়ির মালিকদের সাবধান করছেন বাস্তু বিশেষজ্ঞেরা৷ তাঁদের মতে, বাড়িতে ঘর ভাড়া দেওয়ার আগে বিশেষ কিছু জিনিস অবশ্যই খেয়াল রাখতে হয়৷ তা না হলে কিন্তু, কয়েকটা টাকা পাওয়ার চক্করে সংসারের প্রভূত ক্ষতি হয়ে যেতে পারে৷ ভোপালের বাসিন্দা জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা এ বিষয়ে আমাদের কী পরামর্শ দিচ্ছেন, আসুন দেখে নিই৷
advertisement
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির প্রধান দরজা প্রতিটি মানুষের সংসারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মূল দরজার মাধ্যমেই সংসারে ইতিবাচক শক্তি প্রবেশ করে। বাড়ির প্রধান দরজা কিছুদিন অন্তর অন্তরই রঙ করুন। নিজে যে বাড়িতে বসবাস করেন সেই বাড়ির কোনও অংশ যদি ভাড়া দেন, তবে বাড়ির মূল দরজার কাছে কখনওই ভাড়াটে রাখবেন না৷ বাড়ির মূল দরজা থেকে দূরে যাতে ভাড়াটের অংশ হয়, সেদিকে খেয়াল রাখুন৷
advertisement
বাস্তুশাস্ত্র অনুসারে, ঘর ভাড়া দেওয়ার আগে বাড়ি থেকে সমস্ত ভাঙাচোরা জিনিস সরিয়ে ফেলুন৷ বিশেষ করে যে ঘরটি ভাড়া দেবেন, সেখান থেকে নিজেদের প্রিয়, সংসারের জন্য উপকারী জিনিস, পূর্বপুরুষদের ছবি সরিয়ে ফেলুন৷ ভাঙা জিনিসপত্রও সেখানে রাখবেন না৷ ভাঙা জিনিসপত্র বাড়ির পরিবেশ নেতিবাচক করে তোলে৷ আর বাড়ির যে অংশে ভাড়া দিচ্ছেন, তার মূল চাবি অবশ্যই নিজের অধিকারে রাখুন৷ ডুপ্লিকেট চাবি তুলে দিন ভাড়াটিয়াদের হাতে৷
advertisement
বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ি ভাড়া বা ঘর ভাড়া দেওয়ার আগে বাড়ির প্রতিটি জলের কল বা ট্যাপ কল ভাল করে দেখে নিন। ট্যাপ থেকে যাতে কোনও ভাবে জল লিক না হয়, সেই বিষয়টি অবশ্যই নিশ্চিত করুন। কল থেকে জল পড়লে বাড়িওয়াল আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা তো থাকেই, পাশাপাশি, ভাড়া ঘরে বসবাস করতে আসা ব্যক্তিকে আর্থিক, শারীরিক ও মানসিক সমস্যায় পড়তে হতে পারে। এমনকি ব্যবসা ও চাকরিতেও সমস্যায় পড়তে হতে পারে।
advertisement
advertisement