Vastu Tips Maa Laxmi Blessings: জলের মতো যাবে অর্থ, মা লক্ষ্মী রুষ্ট হন গৃহিনীর এই কাজে, আজই বন্ধ না করলে সর্বশান্ত হবেন

Last Updated:
Running Water Tap Vastu Tips: এই কাজের অর্থ নারায়ণের অপমান হওয়া। আর নারায়ণের অপমান হলে দেবী লক্ষী তো রুষ্ট হবেনই।
1/7
জলের অপচয় বন্ধ করতে বিগত কয়েক দশক ধরেই লাগাতার প্রচার করা হচ্ছে। বহু মানুষ এই বিষয়ে সচেতন হলেও, জল অপচয় করা মানুষের সংখ্যা কম নয়। কিন্তু জানেন কি, জল অপচয় করলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার।
জলের অপচয় বন্ধ করতে বিগত কয়েক দশক ধরেই লাগাতার প্রচার করা হচ্ছে। বহু মানুষ এই বিষয়ে সচেতন হলেও, জল অপচয় করা মানুষের সংখ্যা কম নয়। কিন্তু জানেন কি, জল অপচয় করলে আপনার জীবনে নেমে আসতে পারে ঘোর অন্ধকার।
advertisement
2/7
কিন্তু এমনটা হওয়ার কারণ কী? ধীমান বাবু জানিয়েছেন, সনাতন ধর্মে যেমন অন্নকে মা লক্ষ্মী মনে করা হয়, তেমনভাবেই অনেকে বিশ্বাস করেন জল নারায়ণের প্রতীক। তাই অন্ন নষ্ট করা যেমন খারাপ, তেমনি খারাপ জলের অপচয়।
কিন্তু এমনটা হওয়ার কারণ কী? ধীমান বাবু জানিয়েছেন, সনাতন ধর্মে যেমন অন্নকে মা লক্ষ্মী মনে করা হয়, তেমনভাবেই অনেকে বিশ্বাস করেন জল নারায়ণের প্রতীক। তাই অন্ন নষ্ট করা যেমন খারাপ, তেমনি খারাপ জলের অপচয়।
advertisement
3/7
এই বিষয়ে সাবধান করেছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, জল অপচয় করলে জীবনে বিভিন্ন সমস্যা নেমে আসতে পারে।
এই বিষয়ে সাবধান করেছেন বিশিষ্ট পুরোহিত ধীমান বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, জল অপচয় করলে জীবনে বিভিন্ন সমস্যা নেমে আসতে পারে।
advertisement
4/7
বিশেষ করে অহেতুক খরচ অনেক বেড়ে যাবে। বাড়বে ঋণের বোঝা। মা লক্ষ্মীর রুষ্ট হবেন। 
বিশেষ করে অহেতুক খরচ অনেক বেড়ে যাবে। বাড়বে ঋণের বোঝা। মা লক্ষ্মীর রুষ্ট হবেন। 
advertisement
5/7
তিনি বলছেন, এমনটা বিশ্বাস করা হয় জল অপচয় করার অর্থ নারায়ণের অপমান হওয়া। আর নারায়ণের অপমান হলে দেবী লক্ষী যে রুষ্ট হবেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই যেখানে জলের অপচয় বেশি, সেখান থেকে মা লক্ষ্মী চলে যান। ফলে দেখা দেয় অর্থ কষ্ট। নষ্ট হয় সুখ শান্তি।
তিনি বলছেন, এমনটা বিশ্বাস করা হয় জল অপচয় করার অর্থ নারায়ণের অপমান হওয়া। আর নারায়ণের অপমান হলে দেবী লক্ষী যে রুষ্ট হবেন, তা বলার অপেক্ষা রাখে না। তাই যেখানে জলের অপচয় বেশি, সেখান থেকে মা লক্ষ্মী চলে যান। ফলে দেখা দেয় অর্থ কষ্ট। নষ্ট হয় সুখ শান্তি।
advertisement
6/7
তাই ধীমান বাবু পরামর্শ দিয়েছেন, অহেতুক জল নষ্ট করা যাবে না। কল থেকে যাতে নিরন্তর জল বয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। রান্নাঘর সহ ঘরের যে কোনও জায়গায় কল খারাপ হলে, তা দ্রুত ঠিক করিয়ে নেওয়া উচিত। নয়তো পরিবারে অর্থ বাধা আসবে। ঋণ বাড়বে। পরিবারের সদস্যদের অসুস্থতা বাড়বে।
তাই ধীমান বাবু পরামর্শ দিয়েছেন, অহেতুক জল নষ্ট করা যাবে না। কল থেকে যাতে নিরন্তর জল বয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে। রান্নাঘর সহ ঘরের যে কোনও জায়গায় কল খারাপ হলে, তা দ্রুত ঠিক করিয়ে নেওয়া উচিত। নয়তো পরিবারে অর্থ বাধা আসবে। ঋণ বাড়বে। পরিবারের সদস্যদের অসুস্থতা বাড়বে।
advertisement
7/7
নয়তো পরিবারে অর্থ বাধা আসবে। ঋণ বাড়বে। পরিবারের সদস্যদের অসুস্থতা বাড়বে।
নয়তো পরিবারে অর্থ বাধা আসবে। ঋণ বাড়বে। পরিবারের সদস্যদের অসুস্থতা বাড়বে।
advertisement
advertisement
advertisement