Vaishakhi Amavasya Date Time Rituals 2024: পরের সপ্তাহেই বৈশাখী অমাবস্যার পুণ্যতিথি! জীবনে সৌভাগ্য, ধনসম্পদের পাহাড়ে উঠতে করুন এই কাজগুলি

Last Updated:
Vaishakhi Amavasya Date Time Rituals 2024: আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা। অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত। এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না।
1/10
আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।
আসছে বৈশাখ মাসের অমাবস্যা বা বৈশাখী অমাবস্যা। পরের সপ্তাহে আগামী ৭ মে পালিত হবে বৈশাখী অমাবস্যা।
advertisement
2/10
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
অমাবস্যা তিথি শুরু হবে ৭ মে, মঙ্গলবার সকাল ১১.৪০ মিনিটে। বৈশাখের এই অমাবস্যা থাকবে পর দিন বা ৮ মে সকাল ৮.৫১ মিনিট পর্যন্ত।
advertisement
3/10
এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
এই তিথিতে কিছু আচার আচরণ এবং রীতিনীতি পালন করলে জীবনে সৌভাগ্য ও ধনসম্পদের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
advertisement
4/10
সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।
সনাতনী বিশ্বাস মতে বৈশাখী অমাবস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই তিথিতে শনিদেবের পুজো করা হয়।
advertisement
5/10
শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।
শনিদেবের আশীর্বাদ পেতে তাঁকে নিবেদন করা হয় কালোতিল, সরষেতেল এবং নীল ফুল, মূলত নীল অপরাজিতা।
advertisement
6/10
বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।
বৈশাখী অমাবস্যায় ভোরবেলা অশ্বত্থগাছে জলদান করুন। সন্ধ্যায় অশ্বত্থগাছে প্রদীপ প্রজ্বলন করুন।
advertisement
7/10
এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।
এই তিথিতে পিতৃপুরুষের আশীর্বাদ লাভ করতে উপবাস ব্রত পালন করুন। তর্পণ নিবেদন করুন।
advertisement
8/10
বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।
বৈশাখী অমাবস্যায় দরিদ্রদের অন্নবস্ত্র দান করুন। পুণ্যনদীতে স্নান করুন। সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করুন। নদীর প্রবহমান জলে নিবেদন করুন কালো তিল।
advertisement
9/10
এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।
এই তিথিতে হনুমানজীর পুজো সম্পন্ন করুন। জীবনে বাধাবিঘ্ন থেকে মুক্ত হবেন।
advertisement
10/10
শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।
শনিদেবের আরতি করুন। পাঠ করুন চালিশা এবং স্তোত্র।
advertisement
advertisement
advertisement