Ulto Rath Rituals: উল্টোরথে স্নানের জলে মেশান এই জিনিস! ভাসবেন টাকার সাগরে! সংসার থেকে চোখের পলকে দূর অভাব ও অশান্তি

Last Updated:
Ulto Rath Rituals: এই পুণ্যতিথিতে পালন করুন কিছু জ্যোতিষ আচার এবং টোটকা। মনে করা হয় এতে সংসারে অর্থ, শ্রী, সম্পদ, সৌভাগ্যের অভাব হয় না।
1/9
সোমবার উল্টোরথযাত্রা। মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।
সোমবার উল্টোরথযাত্রা। মাসির বাড়ি থেকে রথে করে ফের মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রা।
advertisement
2/9
এই পুণ্যতিথিতে পালন করুন কিছু জ্যোতিষ আচার এবং টোটকা। মনে করা হয় এতে সংসারে অর্থ, শ্রী, সম্পদ, সৌভাগ্যের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুগদল।
এই পুণ্যতিথিতে পালন করুন কিছু জ্যোতিষ আচার এবং টোটকা। মনে করা হয় এতে সংসারে অর্থ, শ্রী, সম্পদ, সৌভাগ্যের অভাব হয় না। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ নন্দকিশোর মুগদল।
advertisement
3/9
উল্টোরথের তিথিতে কিছু আতপচাল হলুদ কাপড়ে মুড়ে রাখুন ঠাকুরঘরে সিংহাসনের পাশে।
উল্টোরথের তিথিতে কিছু আতপচাল হলুদ কাপড়ে মুড়ে রাখুন ঠাকুরঘরে সিংহাসনের পাশে।
advertisement
4/9
এ দিন স্নানের পর লাল কাপড় পরে কিছু লক্ষ্মীকড়িতে গঙ্গাজল ছিটিয়ে নিন। তার পর সেগুলি লাল বা হলুদ কাপড়ে মুড়ে রাখুন দেবী লক্ষ্মীর চরণে।
এ দিন স্নানের পর লাল কাপড় পরে কিছু লক্ষ্মীকড়িতে গঙ্গাজল ছিটিয়ে নিন। তার পর সেগুলি লাল বা হলুদ কাপড়ে মুড়ে রাখুন দেবী লক্ষ্মীর চরণে।
advertisement
5/9
সন্ধ্যায় পুজোঅর্চনার সময় এই কড়ির পুজো করুন। তার পর লাল বা হলুদ কাপড়ে বেঁধে কড়িগুলি টাঙিয়ে দিন বাড়ির সদর দরজার উপরে। তবে সকলের অগোচরে করুন এই কাজ। বাড়ি থেকে দূর হবে বাস্তু দোষ। পরিবারে ফিরবে সুখ সমৃদ্ধি ও শান্তি।
সন্ধ্যায় পুজোঅর্চনার সময় এই কড়ির পুজো করুন। তার পর লাল বা হলুদ কাপড়ে বেঁধে কড়িগুলি টাঙিয়ে দিন বাড়ির সদর দরজার উপরে। তবে সকলের অগোচরে করুন এই কাজ। বাড়ি থেকে দূর হবে বাস্তু দোষ। পরিবারে ফিরবে সুখ সমৃদ্ধি ও শান্তি।
advertisement
6/9
এই তিথিতে গোমাতাকে রুটি ও আখের গুড় সেবন করান। তাহলে অর্থের সাগরে ভাসবেন। পরিবার থেকে দূর হবে অসুস্থতা।
এই তিথিতে গোমাতাকে রুটি ও আখের গুড় সেবন করান। তাহলে অর্থের সাগরে ভাসবেন। পরিবার থেকে দূর হবে অসুস্থতা।
advertisement
7/9
এই তিথিতে দরিদ্র নরনারায়ণকে সেবা করলে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। বাড়ির কাছে অশ্বত্থগাছ থাকলে তার গোড়ায় দিন সরষের তেল। তাহলে সংসারে সুখশান্তি বজায় থাকবে।
এই তিথিতে দরিদ্র নরনারায়ণকে সেবা করলে শনিদেবের আশীর্বাদ লাভ করবেন। বাড়ির কাছে অশ্বত্থগাছ থাকলে তার গোড়ায় দিন সরষের তেল। তাহলে সংসারে সুখশান্তি বজায় থাকবে।
advertisement
8/9
উল্টোরথে স্নানের জলে মিশিয়ে নিন নিমপাতা। তাহলে জীবন থেকে দূর হবে সব নেগেটিভিটি। ব্যর্থতা দূর হয়ে আসবে সাফল্য ও অর্থ।
উল্টোরথে স্নানের জলে মিশিয়ে নিন নিমপাতা। তাহলে জীবন থেকে দূর হবে সব নেগেটিভিটি। ব্যর্থতা দূর হয়ে আসবে সাফল্য ও অর্থ।
advertisement
9/9
বাড়িতে জগন্নাথদেবের বিগ্রহ বা ছবি থাকলে সেখানে নিবেদন করুন কদমফুল। তাহলে প্রভু জনন্নাথদেেবর আশীর্বাদে দূর হবে জীবনের সব বাধা বিঘ্ন ও বিপদ।
বাড়িতে জগন্নাথদেবের বিগ্রহ বা ছবি থাকলে সেখানে নিবেদন করুন কদমফুল। তাহলে প্রভু জনন্নাথদেেবর আশীর্বাদে দূর হবে জীবনের সব বাধা বিঘ্ন ও বিপদ।
advertisement
advertisement
advertisement