Lord Shiva Sawan Somwar 2023: শ্রাবণ সোমবারে কীভাবে করবেন শিবের উপবাস ও পুজো, সঠিক নিয়মেই মিলবে মহাদেবের আশীর্বাদ, সংসারে আসবে সুখ-সমৃদ্ধি

Last Updated:
Lord Shiva Sawan Somwar 2023: হিন্দু ধর্মে শিবকে দেবাদিদেব হিসেবে মানা হয়। সারা বছর শিবের পুজো করা হয়। শ্রাবণ মাস ভোলানাথের প্রিয় মাস। জ্যোতিশাস্ত্রেও এই মাস খুব গুরুত্বপূর্ণ। সঠিকভাবে শিবের পুজো ও উপবাস করলেই মিলবে মহাদেবের আশীর্বাদ।
1/10
শ্রাবণ মাস শিবের প্রিয় মাস। সারা বছর যারা প্রতি সোমবার মহাদেবের পুজো ও উপবাস করে থাকেন তাদের কাছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ।
শ্রাবণ মাস শিবের প্রিয় মাস। সারা বছর যারা প্রতি সোমবার মহাদেবের পুজো ও উপবাস করে থাকেন তাদের কাছে এই মাস খুবই গুরুত্বপূর্ণ।
advertisement
2/10
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। আর এবারের শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২ মাস ধরে চলছে শিবের প্রিয় মাস।
হিন্দু ধর্ম মতে শিব অল্পতেই সন্তুষ্ট। আর এবারের শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ ২ মাস ধরে চলছে শিবের প্রিয় মাস।
advertisement
3/10
তবে শ্রাবণ মাসে যারা পুজো ও উপবাস করে থাকেন তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিৎ। সেগুলি মেনে চললেই মনে করা হয় ভোলেনাথের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায়।
তবে শ্রাবণ মাসে যারা পুজো ও উপবাস করে থাকেন তাদের কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলা উচিৎ। সেগুলি মেনে চললেই মনে করা হয় ভোলেনাথের কৃপা ও আশীর্বাদ পাওয়া যায়।
advertisement
4/10
শিবের প্রিয় মাসে মাসে উপবাস পালন করলে আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে মহাদেবের কৃপা ও আশীর্বাদে ভক্তরা সুখ-শান্তি-সমৃদ্ধি, স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি পায় নিমেষে।
শিবের প্রিয় মাসে মাসে উপবাস পালন করলে আধ্যাত্মিক ও জ্যোতিষশাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে মহাদেবের কৃপা ও আশীর্বাদে ভক্তরা সুখ-শান্তি-সমৃদ্ধি, স্বাস্থ্য ও সম্পদ বৃদ্ধি পায় নিমেষে।
advertisement
5/10
উপবাস পালন করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে গিয়ে পুজো দেওয়াই ভাল। মন্দিরে গিয়ে মহাদেবকে নিজের ইচ্ছের কথা জানান। করতে হবে শিবের উপাসনা।
উপবাস পালন করে সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে মন্দিরে গিয়ে পুজো দেওয়াই ভাল। মন্দিরে গিয়ে মহাদেবকে নিজের ইচ্ছের কথা জানান। করতে হবে শিবের উপাসনা।
advertisement
6/10
এছাড়া পুজো দিতে গিয়ে শিব-পার্বতীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা দরকার। এছাড়া নৈবেদ্য হিসেবে মিষ্টি ও ফল দিতে পারেন। তবে ভগবান শিবকে হলুদ, নারকেল, তুলসী পাতা দেবেন না।
এছাড়া পুজো দিতে গিয়ে শিব-পার্বতীকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা দরকার। এছাড়া নৈবেদ্য হিসেবে মিষ্টি ও ফল দিতে পারেন। তবে ভগবান শিবকে হলুদ, নারকেল, তুলসী পাতা দেবেন না।
advertisement
7/10
শিব পুজোই বিল্বপত্রের পাশাপাশি অবশ্যই রাখুন বেল ফুল ও বেল। এছাড়া শমী, তিসি, জুই, ধুতুরা ও কাঠকরবী ফুল দিয়ে পুজো করুন। তাতে মহাদেব সন্তুষ্ট হবেন ও কৃপা করবেন।
শিব পুজোই বিল্বপত্রের পাশাপাশি অবশ্যই রাখুন বেল ফুল ও বেল। এছাড়া শমী, তিসি, জুই, ধুতুরা ও কাঠকরবী ফুল দিয়ে পুজো করুন। তাতে মহাদেব সন্তুষ্ট হবেন ও কৃপা করবেন।
advertisement
8/10
উপবাস করলে মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ও অন্যান্য আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। ছোবেন না মদ বা অ্যালকোহল জাতীয় পানীয়। সাত্ত্বিক খাবার ও ফলমূল খেয়ে উপোস ভঙ্গ করা যেতে পারে।
উপবাস করলে মাংস, ডিম, রসুন, পেঁয়াজ ও অন্যান্য আমিষ জাতীয় খাবার ভুলেও খাবেন না। ছোবেন না মদ বা অ্যালকোহল জাতীয় পানীয়। সাত্ত্বিক খাবার ও ফলমূল খেয়ে উপোস ভঙ্গ করা যেতে পারে।
advertisement
9/10
উপবাস করলে, পুজো করলে আত্মার শুদ্ধিকরণ হয় ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া পজেটিভ এনার্জিও বৃদ্ধি পায়। জীবনে ইতিবাচক পরিবর্তনও আনে শিবের উপবাস ও পুজো।
উপবাস করলে, পুজো করলে আত্মার শুদ্ধিকরণ হয় ও নেতিবাচক শক্তি থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়া পজেটিভ এনার্জিও বৃদ্ধি পায়। জীবনে ইতিবাচক পরিবর্তনও আনে শিবের উপবাস ও পুজো।
advertisement
10/10
শ্রাবণ মাসে শিবের পুজো ও উপবাস করলে জীবনের বাধা-বিপত্তি দূর করতে ও সৌভাগ্য আনতে সাহায্য করে, গ্রহগুলিকে শান্ত রাখা যায়। পরিবারে সুখ-শান্তি-সমৃদ্ধি-সম্প্রীতি নিয়ে আসে।
শ্রাবণ মাসে শিবের পুজো ও উপবাস করলে জীবনের বাধা-বিপত্তি দূর করতে ও সৌভাগ্য আনতে সাহায্য করে, গ্রহগুলিকে শান্ত রাখা যায়। পরিবারে সুখ-শান্তি-সমৃদ্ধি-সম্প্রীতি নিয়ে আসে।
advertisement
advertisement
advertisement