উৎসবের মাঝেই চার রাশির জীবনে নেমে আসতে পারে হঠাৎ দুর্যোগ! পুজোর দিনগুলোয় কোন কোন বিষয় এড়িয়ে যাবেন? কারা থাকবেন সতর্ক?

Last Updated:
দুর্গাপুজোর বাকি আর কয়দিন ইতিমধ্যেই প্রায় সকল বাঙালি পুজোর আনন্দে মেতে উঠেছেন। আমরা সকলেই চাই যে পুজোটা যেন নির্ঝঞ্ঝাটে আনন্দ করতে করতে কেটে যায়। অনেকেই আছেন যাঁরা এই পুজোর আনন্দের সঙ্গে একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়েন, যার ফলে জীবনে নেমে আসে সঙ্কটের ছায়া। পুজোর মধ্যে কোনও বিপদ এসে দরজায় কড়া নাড়া দিক, এটা আমরা কেউই চাই না।
1/8
 দুর্গাপুজোর বাকি আর কয়দিন ইতিমধ্যেই প্রায় সকল বাঙালি পুজোর আনন্দে মেতে উঠেছেন। আমরা সকলেই চাই যে পুজোটা যেন নির্ঝঞ্ঝাটে আনন্দ করতে করতে কেটে যায়।
দুর্গাপুজোর বাকি আর কয়দিন ইতিমধ্যেই প্রায় সকল বাঙালি পুজোর আনন্দে মেতে উঠেছেন। আমরা সকলেই চাই যে পুজোটা যেন নির্ঝঞ্ঝাটে আনন্দ করতে করতে কেটে যায়।
advertisement
2/8
ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা। জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
অনেকেই আছেন যাঁরা এই পুজোর আনন্দের সঙ্গে একটু উচ্ছৃঙ্খল হয়ে পড়েন, যার ফলে জীবনে নেমে আসে সঙ্কটের ছায়া। পুজোর মধ্যে কোনও বিপদ এসে দরজায় কড়া নাড়া দিক, এটা আমরা কেউই চাই না।
advertisement
3/8
ধৈর্যশীলতা: মকর রাশির জাতক-জাতিকারা বোঝেন যে, ভাল কিছু ঘটার জন্য কিছুটা সময় লাগে। তাঁরা এমনিতে ধৈর্যশীল এবং কঠিন সময়েও সহজে হাল ছেড়ে দেন না। (Representative Image)
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আমাদের কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার ফলে আমরা বিপদের সন্মুখীন হই। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আমাদের ১২টা রাশির মধ্যে কয়েকটা রাশি রয়েছে যাদের এই পুজোয় একটু সাবধানে থাকতে হবে। সেই সকল রাশিকে বুঝেশুনে এই পুজোর আনন্দে মেতে উঠতে হবে।
advertisement
4/8
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মিথুন- মিথুন রাশির জাতক/জাতিকাদের এই পুজোয় আনন্দের সঙ্গে একটু সাবধানে থাকতে হবে। পুজোয় যে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনাচিন্তা করে এগোতে হবে। যে কোনও ঝামেলা থেকে দূরে থাকাই শ্রেয়।
advertisement
5/8
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কর্কট- এই পুজোয় কর্কট রাশির জাতক/জাতিকাদের জন্য এই সময় আনন্দের পাশাপাশি একটু সব দিক বাঁচিয়ে চলতে হবে। ঝুঁকিপূর্ণ কোনও কাজ করতে যাওয়া যাবে না। এই সময় কোনও ধরনের উচ্ছশৃঙ্খলতা থেকে দূরে থাকতে হবে।
advertisement
6/8
love horoscope, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
কুম্ভ: এই পুজোয় কুম্ভ রাশির ব্যক্তিদের সাবধানে থাকতে হবে। কারও সঙ্গে অযথা ঝামেলায় যাবেন না। রাস্তায় গাড়ি চালানো বা গাড়িতে বসার ক্ষেত্রে বিশেষ সাবধানতা অবলম্বন প্রয়োজন।
advertisement
7/8
লটারি ভাগ্য, লটারি যোগ, লটারি সংখ্যা, লটারি, রাশিফল, মেষ রাশিফল,, বৃষ রাশিফল, মিথুন রাশিফল,, তুলা রাশিফল, কন্যা রাশিফল, কর্কট রাশিফল, বৃশ্চিক রাশিফল, সিংহ রাশিফল, ধনু রাশিফল, মকর রাশিফল, কুম্ভ রাশিফল, মীন রাশিফল, লটারি ভাগ্য কাদের, lottery predictions, aries horoscope, tauras horoscope, gemini horoscope, libra horoscope, virgo horoscope, cancer horoscope, capricorn horoscope, scorpio horoscope, leo horoscope, sagitarious horoscope, aquarious horoscope, pisces horoscope,
মীন: মীন রাশির জাতক-জাতিকারা খুব ধীর মস্তিষ্কে সব সিদ্ধান্ত নিন, কোনও কাজে তাড়াহুড়ো করবেন না। পুজোর ক’দিন ঝুঁকিপূর্ণ কাজ থেকে নিজেকে দূরে রাখুন।
advertisement
8/8
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি মানতে নিউজ ১৮ বাংলা বাধ্য বা অনুরোধ করেনা, নিজের বিচার বুদ্ধি সহযোগে সিদ্ধান্ত নিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement