বিশ্বকাপে হারের হ্যাটট্রিক ভারতের! ফের তীরে এসে ডুবল তরী, সেমির দৌড়ে কোণঠাসা হরমনরা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
India vs England ICC Womens World Cup 2025: মহিলা বিশ্বকাপে ফের একবার তীরে এসে ডুবল ভারতীয় দলের তরী। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও লড়াই করে শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলে হরমনপ্রীত কউরের দলকে।
মহিলা বিশ্বকাপে ফের একবার তীরে এসে ডুবল ভারতীয় দলের তরী। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের বিরুদ্ধেও লড়াই করে শেষ পর্যন্ত হারের মুখ দেখতে হলে হরমনপ্রীত কউরের দলকে। মাত্র ৪ রানে হারতে হল ভারতীয় দলকে। ২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ভারত থামে ২৮৪ রানে। পরপর তিনটি ম্যাচে হেরে সেমিফাইনালে ওঠার দৌড়ে আরও কোণঠাসা হয়ে গেল মহিলা টিম ইন্ডিয়া।
ইনদওরে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। তাসমিন বিউমন্ট ও অ্যামি জোন্স ওপেনিং জুটিতে দুরন্ত শুরু করেন। ঠান্ডা মাথায় ব্যাটিং করে ৭৩ রানের পার্টনারশিপ করেন ওপেনিং জুটিতে। অ্যামি জোন্স ৫৬ রান করেন। চতুর্থ উইকেটে বড় পার্টনারশিপ গড়েন ন্যাট স্কিভার ব্রান্ট ও হেদার নাইট। এই জুটি ব্যাটিং করার সময় মনে হচ্ছি ম্যাচ ভারতের হাত থেকে বেরিয়ে যেতে পারে।
advertisement
চতুর্থ উইকেটে এই দুজন মিলে ১১৩ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। ইংল্যান্ড ৩০০-র বেশি স্কোর করবে বলে মনে হচ্ছিল। কিন্তু ব্রান্ট ৩৮ রানে ফিরতেই ম্যাচে ফেরে ভারতীয় দল। নাইট সেঞ্চুরি পূরণ করেন। ১০৯ রানে রানআউট হন তিনি। এরপর স্লগ ওভারে ম্যাচের রং পাল্টে দেন ভারতীয় বোলাররা। মোট ৫টি উইকেট পড়ে স্লগ ওভারে। ইংল্যান্ডকে ২৮৮ রানে বেঁধে দেয় টিম ইন্ডিয়া। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন দীপ্তি শর্মা।
advertisement
advertisement
২৮৯ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই প্রতীকা রাওয়ালের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। স্মৃতি মন্ধনা ছন্দে থাকলেও হারলিন দেওল তাঁকে বেশি সময় সঙ্গ দিতে পারেননি। ২৪ করে আউট হন হারলিন। এরপর অধিনায়ক হরমনপ্রীত কউর ও স্মৃতি মন্ধনা মিলে ভারতের ইনিংস এগিয়ে নিয়ে যান। দ্রুত গতিতে রান করার পাশাপাশি উইকেটও সামলে রাখেন দুই তারকা ব্যাটার। চতুর্থ উইকেটে ১২৫ রানের পার্টনারশিপ করে ভরতের জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন হরমন ও স্মৃতি।
advertisement
আরও পড়ুনঃ Virat Kohli: কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন বিরাট কোহলি! জেনে নিন বিস্তারিত
হরমনপ্রীত কউর ৭০ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে আউট হন। স্মৃতি অপরদিকে নিজের ব্যাটিং চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন দীপ্তি শর্মা। ৮৮ রানে আউট হন স্মৃতি মন্ধনা। আর ৫০ রানে সাজঘরে ফেরেন দীপ্তি শর্মা। স্লগ ওভারে বল প্রতি রান দরকার ছিল ভারতের। কিন্তু স্মৃতি ও দীপ্তি আউট হতেই রানের গতিবেগ কমে ভারতের। রিচা ঘোষ ৮ রানে আউট হন। অমনজিত কউর ও স্নেহ রানা শেষ পর্যন্ত থাকলেও ম্যাচ ফিনিশ করতে পারেননি। ৪ রানে ম্যাচ দিতে সেমির টিকিট পাকা করে ফেল ইংল্যান্ড। অপরদিকে, ভারতের শেষ দুটি গ্রুপ পর্বের ম্যাচ জেতার পাশাপাশি সেমির টিকিট পাকা করতে হলে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ফলের উপর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 19, 2025 11:04 PM IST