Surya Shani Yuti 2024: ৩০ বছর পরে তৈরি হচ্ছে মহাযোগ! কুম্ভ রাশিতে একইসঙ্গে সূর্য-শনি যূতি, হঠাৎ করেই আসবে টাকা, চাকরিতেও অভাবনীয় উন্নতি এই সব রাশির

Last Updated:
গ্রহের রাজা সূর্য ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে৷ অন্যদিকে, আগে থেকেই এই রাশিতে অবস্থান করছেন শনি৷ এই দুই গ্রহই একে অপরের প্রতি শত্রু ভাব রাখে বলে মনে করা হয়৷ কিন্তু, তা সত্ত্বেও কিছু রাশির জাতক জাতিকার জন্য এই বিশেষ পরিস্থিতি অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে চলেছে৷ আসুন জেনে নিই, সূর্য এবং শনির যূতির প্রভাব কোন কোন রাশির উপরে পড়তে চলেছে৷
1/6
জ্যোতিষশাস্ত্রে, নবগ্রহের মধ্যে সূর্য এবং শনিকে অত্যন্ত জরুরি গ্রহ বলে মনে করা হয়৷ সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির প্রত্যেকটির উপরেই কিছু না কিছু ভাবে পড়ে৷ আর অন্যদিকে, শনিকে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ বলে মনে করা হয়৷ এক্ষেত্রে, এই দুই গ্রহের রাশি পরিবর্তনে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপরেই শুভ বা অশুভ প্রভাব পড়তে চলেছে৷
জ্যোতিষশাস্ত্রে, নবগ্রহের মধ্যে সূর্য এবং শনিকে অত্যন্ত জরুরি গ্রহ বলে মনে করা হয়৷ সূর্যের রাশি পরিবর্তনের প্রভাব ১২টি রাশির প্রত্যেকটির উপরেই কিছু না কিছু ভাবে পড়ে৷ আর অন্যদিকে, শনিকে সবচেয়ে ধীর গতিতে চলা গ্রহ বলে মনে করা হয়৷ এক্ষেত্রে, এই দুই গ্রহের রাশি পরিবর্তনে প্রত্যেক রাশির জাতক জাতিকাদের উপরেই শুভ বা অশুভ প্রভাব পড়তে চলেছে৷
advertisement
2/6
গ্রহের রাজা সূর্য ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে৷ অন্যদিকে, আগে থেকেই এই রাশিতে অবস্থান করছেন শনি৷ এই দুই গ্রহই একে অপরের প্রতি শত্রু ভাব রাখে বলে মনে করা হয়৷ কিন্তু, তা সত্ত্বেও কিছু রাশির জাতক জাতিকার জন্য এই বিশেষ পরিস্থিতি অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে চলেছে৷ আসুন জেনে নিই, সূর্য এবং শনির যূতির প্রভাব কোন কোন রাশির উপরে পড়তে চলেছে৷
গ্রহের রাজা সূর্য ১৩ ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে৷ অন্যদিকে, আগে থেকেই এই রাশিতে অবস্থান করছেন শনি৷ এই দুই গ্রহই একে অপরের প্রতি শত্রু ভাব রাখে বলে মনে করা হয়৷ কিন্তু, তা সত্ত্বেও কিছু রাশির জাতক জাতিকার জন্য এই বিশেষ পরিস্থিতি অত্যন্ত শুভ সময় নিয়ে আসতে চলেছে৷ আসুন জেনে নিই, সূর্য এবং শনির যূতির প্রভাব কোন কোন রাশির উপরে পড়তে চলেছে৷
advertisement
3/6
 মেষ রাশি: সূর্য এবং শনির এই যূতি এই রাশির জাতক জাতিকাদের জন্য চমৎকার একটা সময় আসতে চলেছে৷ এই যূতির পাশাপাশি, এই রাশির লগ্নে বৃহস্পতিও অবস্থান করছে৷ তাই এই সময়কালে এই রাশির জাতকেরা সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে৷ যে কোনও কাজেই সাফল্য আসবে৷ অফিসে আপনার কাজ স্বীকৃতি পাবে, সকলে তার প্রশংসা করবে৷ নতুন কাজের অফারও পেতে পারেন৷ ব্যবসাতেও দারুণ আর্থিক লাভের যোগ রয়েছে৷ বৈবাহিক জীবনও সুখের হবে৷
মেষ রাশি: সূর্য এবং শনির এই যূতি এই রাশির জাতক জাতিকাদের জন্য চমৎকার একটা সময় আসতে চলেছে৷ এই যূতির পাশাপাশি, এই রাশির লগ্নে বৃহস্পতিও অবস্থান করছে৷ তাই এই সময়কালে এই রাশির জাতকেরা সমস্ত ক্ষেত্রে সাফল্য অর্জন করতে পারে৷ যে কোনও কাজেই সাফল্য আসবে৷ অফিসে আপনার কাজ স্বীকৃতি পাবে, সকলে তার প্রশংসা করবে৷ নতুন কাজের অফারও পেতে পারেন৷ ব্যবসাতেও দারুণ আর্থিক লাভের যোগ রয়েছে৷ বৈবাহিক জীবনও সুখের হবে৷
advertisement
4/6
বৃষ রাশি: এই সময়ে নতুন চাকরির সুযোগ আসতে পারে৷ ব্যবসায় অপার সাফল্য আসবে৷ বিদেশে ব্যবসার কাজে যাঁরা যুক্ত তাঁদের প্রভূত আর্থিক উন্নতির যোগ রয়েছে৷ এছাড়াও, এই সময়কালে বৃষ রাশির জাতকজাতিকাদের প্রভূত ধনলাভের সম্ভাবনা রয়েছে৷ আগে করে থাকা কোনও কাজে সুফল পেতে পারেন আপনি৷ তবে, এই সময়ে কোনও সংক্রামকও রোগে আক্রান্ত হয়ে থাকার সম্ভাবনা ছিল৷
বৃষ রাশি: এই সময়ে নতুন চাকরির সুযোগ আসতে পারে৷ ব্যবসায় অপার সাফল্য আসবে৷ বিদেশে ব্যবসার কাজে যাঁরা যুক্ত তাঁদের প্রভূত আর্থিক উন্নতির যোগ রয়েছে৷ এছাড়াও, এই সময়কালে বৃষ রাশির জাতকজাতিকাদের প্রভূত ধনলাভের সম্ভাবনা রয়েছে৷ আগে করে থাকা কোনও কাজে সুফল পেতে পারেন আপনি৷ তবে, এই সময়ে কোনও সংক্রামকও রোগে আক্রান্ত হয়ে থাকার সম্ভাবনা ছিল৷
advertisement
5/6
কন্যা রাশি: সূর্য এবং শনির এই যূতিতে কন্যারাশির জাতক জাতিকাদেরও হঠাৎ ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ব্যবসায় অর্থ লাভের যোগ রয়েছে৷ নিজেদের ইচ্ছাশক্তির জোরে সর্বক্ষেত্রে সাফল্য আসবে৷ তবে প্রতিদ্বন্দ্বীদের কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে৷ ধন সঞ্চয়ের ক্ষেত্রেও এই সময় অত্যন্ত শুভ৷
কন্যা রাশি: সূর্য এবং শনির এই যূতিতে কন্যারাশির জাতক জাতিকাদেরও হঠাৎ ধনলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে৷ ব্যবসায় অর্থ লাভের যোগ রয়েছে৷ নিজেদের ইচ্ছাশক্তির জোরে সর্বক্ষেত্রে সাফল্য আসবে৷ তবে প্রতিদ্বন্দ্বীদের কড়া প্রতিযোগিতার মুখে পড়তে হতে পারে৷ ধন সঞ্চয়ের ক্ষেত্রেও এই সময় অত্যন্ত শুভ৷
advertisement
6/6
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement